ফের বউবাজারে একাধিক বাড়িতে ফাটল। ভূগর্ভ থেকে বেরনো জলেই বিপদ, জানাল কেএমআরসিএল। আপাতত বন্ধ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর। দেখা করতে পারেন হড়পা বানে মৃতদের পরিবারের সঙ্গে। SSC দুর্নীতির সঙ্গে গরুপাচারের যোগ। জ্ঞানবাপী মামলায় বড় ধাক্কা হিন্দু পক্ষের। মসজিদের ওজুখানায় মেলা ‘শিবলিঙ্গে’র কার্বন ডেটিংয়ের প্রয়োজন নেই। টি-২০ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা বিসিসিআই-এর। বিশ্বকাপে বুমরাহর পরিবর্ত শামিই।
হেডলাইন:
আরও শুনুন: 13 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এজেন্সি ইস্যুতে সুর চড়ালেন মমতা
বিস্তারিত খবর:
1. ফের বন্ধ হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। ভোররাতে বউবাজারের ১০টি বাড়িতে ফাটলের জেরে ঘনাল আতঙ্ক। মাটির তলা থেকে জল বেরনোর ফলেই ফাটল ধরেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সব দিক খতিয়ে দেখে নিরাপত্তার স্বার্থে আপাতত মেট্রোর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল KMRCL। তবে চলতি বছরের মধ্যেই ফের কাজ শুরু হয়ে যাবে বলে আশাবাদী কর্মীরা। এদিন ঘটনাস্থলে যান মন্ত্রী ফিরহাদ হাকিম ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ঘটনার জন্য মেট্রো কর্তৃপক্ষকেই দায়ী করেছেন তাঁরা।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্য বউবাজার এলাকায় সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে অনেকদিন। কিন্তু এই নিয়ে তিনবার ওই এলাকার একাধিক বাড়িতে ফাটল ধরে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হল। দুর্গা পিতুরি লেন, স্যাকরাপাড়া লেনের পর এবার মদন দত্ত লেনে কার্যত ঘরছাড়া হলেন বাসিন্দারা। আপাতত ওই এলাকার ২০৩ জনকে সরিয়ে পার্শ্ববর্তী হোটেলে রাখা হয়েছে বলে কেএমআরসিএল সূত্রে খবর। ১৫ দিনের মধ্যে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছে কর্তৃপক্ষ। তবে এই দুর্ঘটনার জেরে আরও একবার থমকে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ।
2. আগামী সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯ তারিখে কলকাতার ইকো পার্কের মতোই বিশিষ্টদের নিয়ে উত্তরবঙ্গের বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন তিনি। কিন্তু শিলিগুড়ির এই অনুষ্ঠানের আগেই ১৭ অক্টোবর মালবাজারে যেতে পারেন মমতা, মনে করা হচ্ছে এমনটাই। দশমীর বিসর্জনে মাল নদীতে যে বিপর্যয়ের ঘটনা ঘটেছে, তারই রেশ ধরে অসহায় পরিবারগুলির পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে। ৮ জনের মৃত্যুর ওই মর্মান্তিক ঘটনার পর ইতিমধ্যেই এক সপ্তাহ কেটে গিয়েছে। এই অবস্থায় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দলকে মালবাজার ব্লকের বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখেই মনে করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর শহরে আসার সম্ভাবনা রয়েছে। এরপর ১৮ তারিখ সেখানে প্রশাসনিক বৈঠক করার সম্ভাবনাও রয়েছে। তবে এখনও পর্যন্ত ১৯ তারিখের কর্মসূচি ছাড়া মুখ্যমন্ত্রীর সফরসূচি জেলা প্রশাসনের তরফে নিশ্চিত করা হয়নি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।