দক্ষিণী অভিনেত্রী নয়নতারা সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন কি না, তা নিয়ে উঠছে প্রশ্ন। এর আগেও সারোগেসির মাধ্যমে সন্তানধারণের পথে হেঁটেছেন সিনে দুনিয়ার একাধিক তারকা। তাহলে এক্ষেত্রে সারোগেসি নিয়ে আইনের কথা উঠছে কেন? এ প্রসঙ্গে কী বলছে ভারতীয় আইন? আসুন, শুনে নেওয়া যাক।
‘চোরি চোরি চুপকে চুপকে’ হোক কি হাল আমলের ‘মিমি’, বলিউডের ছবিতে অনেকবারই উঠে এসেছে সারোগেসির মাধ্যমে সন্তানধারণের প্রসঙ্গ। আর কেবল রিল লাইফেই নয়, রিয়েল লাইফেও এই পদ্ধতির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন বলি দুনিয়ার একাধিক তারকা। শাহরুখ খান থেকে করণ জোহর থেকে প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, সকলেই খোলাখুলি জানিয়েছেন গর্ভ ভাড়া নেওয়ার কথা। আর সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী নয়নতারা মা হওয়ার পর ফের আলোচনায় উঠে এসেছে সারোগেসি ইস্যু। বিয়ের চার মাসের মাথায় অভিনেত্রী নয়নতারা আর পরিচালক ভিগনেশ শিবন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন যমজ সন্তানের কথা। কিন্তু তারপরেই এই খবর নিয়ে জলঘোলা শুরু হয়েছে। এমনকি তারকা দম্পতিকে তলব করতে পারে তামিলনাড়ুর স্বাস্থ্য দফতর, এমনই জানিয়েছিলেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রহ্মণ্যম।
আরও শুনুন: হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ, আমির-কিয়ারার বিজ্ঞাপনকে তোপ বিবেক অগ্নিহোত্রীর
আসলে অনেকেরই ধারণা, সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে ওই যমজ শিশুর। কিন্তু সেক্ষেত্রে ঠিকমতো আইন মানা হয়েছে কি না, প্রশ্ন এটাই। আসলে গোটা বিশ্বের মতো এ দেশেও সারোগেসি সংক্রান্ত বিভিন্ন আইনকানুন রয়েছে। যেগুলি মেনে চললে তবেই এই পদ্ধতির সুবিধা নিতে পারেন কোনও দম্পতি।
কী এই নিয়মগুলি?
প্রথমত, ভারতের আইন অনুযায়ী, দম্পতির কোনও নিকট আত্মীয়ই কেবল তাঁদের সন্তানের সারোগেট মা হতে পারেন। টাকার বিনিময়ে অন্য কারও সন্তানধারণ করা এ দেশে কঠোরভাবে নিষিদ্ধ। আর বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ বলেই, সন্তানের বাবা-মা সারোগেট মায়ের কেবল চিকিৎসার খরচ দিতে পারেন। কিন্তু অন্য কোনোরকম ভাবে আর্থিক লেনদেন এখানে বেআইনি। কেউ এ কাজ করলে তাঁদের পাঁচ বছর জেল এবং পাঁচ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
দ্বিতীয়ত, সারোগেট মায়ের বয়সও আইনে বেঁধে দেওয়া হয়েছে। ২৫ থেকে ৩৫ বছর বয়সি মহিলাই সারোগেট হতে পারেন। আর তাও কেবল একবারই।
তৃতীয়ত, এ দেশের নিয়ম অনুযায়ী, যে কেউ চাইলেই সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করতে পারেন না। যে সব দম্পতি বিয়ের পাঁচ বছর পরেও শারীরিক অক্ষমতার কারণে সন্তানধারণ করতে পারেননি, কেবল তাঁরাই এই সুযোগ পেতে পারেন। তবে সেক্ষেত্রে বাবার বয়স ২৬-৫৫ বছরের মধ্যে হতে হবে। এবং মায়ের বয়স হতে হবে ২৫ থেকে ৫০-এর মধ্যে।
আরও শুনুন: সৈনিকের পেশা বদলে হলেন পর্ন তারকা, কিন্তু স্তন প্রতিস্থাপনের জন্য কী করলেন অভিনেত্রী?
বলাই বাহুল্য, অর্থ কিংবা ক্ষমতা কাজে লাগিয়ে কোনও মহিলাকে সারোগেসির জন্য ব্যবহার করা এ দেশের সারোগেসি ল মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। দক্ষিণী অভিনেত্রী তেমন কিছু করেছেন কি না, সেই ব্যাপারটিই আপাতত খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।