জামিনের আবেদনই করলেন না পার্থ। ফের ১৪ দিনের জেল হেফাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী। ১৯ অক্টোবর পর্যন্ত জেলেই থাকতে হবে এসএসসি মামলায় ধৃতদের। কাশ্মীরকে সন্ত্রাসমুক্ত করাই লক্ষ্য। কাশ্মীরে বিধানসভা নির্বাচনের আগে সাফ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নোবেল জয়ের দৌড়ে এবার ভারতের দুই সাংবাদিক। মনোনয়ন পেলেন হিংসা ছড়ানোর অভিযোগে জেল খাটা মহম্মদ জুবেইর। পুরস্কারের দাবিদার প্রতীক সিনহাও। রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী।
হেডলাইন:
আরও শুনুন: 4 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- উত্তরকাশীতে ট্রেকিংয়ে গিয়ে মৃত অন্তত ১০, আটকে আরও ১৮ পর্বতারোহী
বিস্তারিত খবর:
1. এসএসসি দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর মোড়। বুধবার অর্থাৎ দশমীর দিন আলিপুরের বিশেষ আদালতে জামিনের আবেদনই করলেন না রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে আগামী ১৪ দিনের জন্য তাঁকে ফের জেল হেফাজতে পাঠাল বিশেষ আদালত। একই সঙ্গে এসএসসি মামলায় অভিযুক্ত শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহাকেও ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
এর আগে একাধিকবার আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন পার্থ। এমনকী প্রয়োজন পড়লে গৃহবন্দি থাকতেও রাজি ছিলেন তিনি। কিন্তু সিবিআই-এর পেশ করা চার্জশিটে মামলার মূল হোতা হিসাবে চিহ্নিত হওয়ার পরই পার্থর জামিনের আবেদন না করাটা বেশ তাৎপর্যপূর্ণ। তবে পার্থ জামিনের আবেদন না করলেও শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং অশোক কুমার সাহারা এদিন জামিনের আবেদন করেছিলেন। কিন্তু সকলের আরজিই এদিন খারিজ করে দিয়েছে আদালত। ১৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে এসএসসি মামলার ধৃতদের।
2. কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনওরকম আলোচনা করার প্রশ্নই নেই। সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার কাশ্মীরের বারামুল্লার এক সভায় অমিত শাহ বলেন, কাশ্মীরকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত করাই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের একমাত্র লক্ষ্য। তার জন্য কাশ্মীরবাসীর সঙ্গে কথা বলতে সরকারের কোনও সমস্যা নেই। কিন্তু কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে কোনওরকম আলোচনা নয়।
৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার বিধানসভা নির্বাচন হতে চলেছে উপত্যকায়। তার আগে কাশ্মীর সফরে গিয়ে অমিত শাহ দাবি করলেন, ‘নয়ের দশক থেকে কাশ্মীরে শুধু সন্ত্রাসের বলি হয়েছেন ৪২০০ জন। সন্ত্রাসবাদে কারও ভাল হয় না।’ বিরোধী শিবিরকে আক্রমণ করে এদিন শাহ বলেন, “যারা ৭০ বছর ধরে রাজত্ব করে এসেছে তারা বলছে পাকিস্তানের সঙ্গে কথা বলতে। মুফতি এন্ড সন্স, আবদুল্লাহ এন্ড কোম্পানি এবং কংগ্রে সকখনও কাশ্মীরের উন্নয়নের কথা ভাবেনি। মেহবুবা মুফতি ও ফারুক আবদুল্লারা এতদিনে মাত্র চারটি মে়ডিক্যাল কলেজ তৈরি করেছে, আর ২০১৪ সালের পরই আমরা ৯টা তৈরি করেছি। এক লক্ষ বাড়ি বানিয়েছি। কাশ্মীরের গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি।” সন্ত্রাসবাদ মুক্ত করে কাশ্মীরের উন্নয়নকেই প্রাধান্য দেবে কেন্দ্র, এদিনের সভা থেকে এ কথাই স্পষ্ট করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।