উত্তরকাশীতে ট্রেকিংয়ে গিয়ে বিপর্যয়, ভয়াবহ তুষারঝড়ে মৃত অন্তত ১০, আটকে আরও ১৮ শিক্ষানবিশ পর্বতারোহী। কাশ্মীর সফরে গিয়ে ঐতিহাসিক ঘোষণা অমিত শাহর, এবার ভাষার ভিত্তিতে সংরক্ষণ পাবে পাহাড়িয়ারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রই। বেকারত্বের নিরিখে উত্তর-পূর্ব ভারতের মধ্যে শীর্ষে বিজেপি শাসিত ত্রিপুরা। ‘ডবল ইঞ্জিন সরকারের ফল’, খোঁচা তৃণমূলের।
হেডলাইন:
আরও শুনুন: 3 অক্টোবর 2022: অষ্টমীতে প্রবল বর্ষণে ভিজল বাংলা, নবমীতেও বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
আরও শুনুন: 2 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- ইন্দোনেশিয়ার ম্যাচে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত ১৭৪, রিপোর্ট তলব ফিফার
বিস্তারিত খবর:
১। উত্তরকাশীতে তেরো হাজার ফুট উচ্চতায় ট্রেকিং করতে গিয়ে তুষারঝড়ে মৃত অন্তত ১০ জন শিক্ষানবিশ পর্বতারোহী। মঙ্গলবার সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারত-তিব্বত সীমান্তরক্ষা বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী অন্তত ১৮ জন পর্বতারোহী আটকে রয়েছেন বলে খবর। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ইতিমধ্যেই আটজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। জানা গিয়েছে, আটকে পড়া পর্বতারোহীরা দিল্লির নেহরু মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের ছাত্র। আঠেরো হাজার ফুট উচ্চতায় দ্রৌপদী ডাণ্ডা-২ শৃঙ্গ জয় করতে যাত্রা শুরু করেছিলেন এদিন সকলে। তেরো হাজার ফিট উচ্চতায় পৌঁছে তুষারঝড়ের কবলে পড়ে আটকে যান তাঁরা। বিপর্যয়ের খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে দেয় রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজে যোগ দেয় আইটিবিপি ও স্থানীয় পুলিশও। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী বেশ কয়েকজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।
২। ৩৭০ ধারা বাতিলের পর প্রথমবার বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মীরে। তার আগে উপত্যকাবাসীর মন পেতে রাজৌরিতে গিয়ে দেদার সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়ে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানিয়ে দিলেন, কাশ্মীরের গুজ্জর, বাকারওয়ালদের মতো পাহাড়িয়ারাও এবার থেকে তফসিলি উপজাতি হিসাবে সংরক্ষণের আওতায় আসবে। সংবিধান মেনে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত সংরক্ষণ পাবে তারা। এদিন কাশ্মীরে গিয়ে শাহ বলেন,”৩৭০ ধারা বাতিলের পর অনেকে বলেছিলেন এবার রক্তগঙ্গা বইবে। এটা তাদের জবাব। বিশেষ রাজ্যের মর্যাদা থাকলে এই সংরক্ষণ কোনওদিন হত না। এ বার জম্মু ও কাশ্মীরের সংখ্যালঘু, দলিত, আদিবাসী, পাহাড়িয়ারা তাঁদের ন্যায্য অধিকার পাবেন।” শাহর এই ঘোষণা ঐতিহাসিক তো বটেই, বিতর্কিতও। কারণ এটাই ভারতে প্রথম ভাষার ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার প্রক্রিয়া। সংবিধানেও কোথাও ভাষার ভিত্তিতে কাউকে সংরক্ষণ দেওয়ার কথা উল্লেখ নেই। সুতরাং, এই সংরক্ষণের ঘোষণা কার্যকর করতে হলে সংসদে গিয়ে বিল পাশ করাতে হবে মোদি সরকারকে। অন্যদিকে এদিনই জম্মু ও কাশ্মীরের কারা দপ্তরের উচ্চপদস্থ পুলিশ কর্তার গলাকাটা দেহ মিলল তাঁর বাড়ি থেকে।ওই খুনের দায় স্বীকার করেছে লস্করের শাখা গোষ্ঠী ‘পিপলস অ্যান্টি ফ্যাসিস্ট ফোর্স’ তথা PAFF। এই হত্যা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘ছোট্ট উপহার’ বলেই কটাক্ষ করে জানিয়েছে ওই জঙ্গী গোষ্ঠীটি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।