বাড়ির দেওয়ালে করতে হবে এক বিশেষ ধরনের রং। তার থেকেই নাকি ঘরে জ্বলবে আলো। শুনতে অবাক লাগলেও ওই রঙের মাধ্যমেই সৌরশক্তিকে কাজে লাগিয়ে উৎপাদন করা যাবে বিদ্যুৎ। এমন অভিনব আবিষ্কার কোথায় হয়েছে? আসুন, শুনে নেওয়া যাক।
দেওয়ালে রং করলেও উৎপাদন করা যাবে সৌরবিদ্যুৎ। এমনকি সেই বিদ্যুতের জেরেই ঘরের ভিতর জ্বলে উঠবে আলো। এমনই অবাক করা প্রযুক্তি বানিয়ে ফেলেছেন মার্কিন মুলুকের একদল বিজ্ঞানী।
আরও শুনুন: পৃথিবীতে রয়েছে আরেক ‘রামরাজ্য’, অযোধ্যায় বাস করেন রাজা রামও
অপ্রচলিত শক্তি হিসেবে সৌরশক্তির বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর। বর্তমানে অনেক জায়গাতেই বিদ্যুৎ উৎপাদনের প্রধান উৎস হিসেবে সৌরশক্তিকেই বেছে নেওয়া হয়েছে। সাধারণত সৌরবিদ্যুৎ তৈরি করার জন্য প্রয়োজন হয় একটি সোলার প্যানেল। যার মাধ্যমে সূর্যের আলোকে পরিণত করা হয় বিদ্যুতে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা সেই সোলার প্যানেল ছাড়াই উৎপাদন করতে পারছে সৌরবিদ্যুৎ। তাও আবার কোনও নতুন যন্ত্র নয়। এক বিশেষ রঙের মধ্যেই ব্যবহার করা হয়েছে এমন প্রযুক্তি যা উৎপাদন করতে পারে সৌরবিদ্যুৎ। গবেষকদের দাবি, বাড়ির দেওয়ালে সেই রং করতে পারলেই সর্বত্র তৈরি হবে সৌরবিদ্যুৎ। যার থেকে যে কোনও বৈদ্যুতিন যন্ত্র পরিচালনা করা সম্ভব হবে। অস্ট্রেলিয়ার এক বিশ্ববিদ্যালয়ের এই আবিষ্কার রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে। বিজ্ঞানের ভাষায় এই রঙের নাম দেওয়া হয়েছে ‘সোলার পেইন্ট’ বা সৌর রং। বিজ্ঞানীরা জানিয়েছেন, আসলে বেশ কিছু সেমি কন্ডাক্টর রয়েছে ওই বিশেষ রঙের ভিতর। যা সহজেই শোষণ করে নিতে পারবে সূর্যের আলো। এবং সরাসরি তাকে সৌরবিদ্যুতে বদলে ফেলবে। সুতরাং ওই রঙের প্রলেপ দেওয়ালের গায়ে থাকলেই বাড়িতে আলো জ্বলে উঠবে সৌরবিদ্যুতের মাধ্যমে।
আরও শুনুন: বিয়ে করলেই থাকতে হবে ঘরজামাই! অদ্ভুত শর্তের জেরে বর জুটছে না গ্রামের ৩০০ তরুণীর
যদিও এই রং এখনও পর্যন্ত বাজারে সহজলভ্য নয়। পরীক্ষামূলক ভাবেই বিজ্ঞানীরা প্রস্তুত করেছেন এই রং। জৈব জ্বালানির ব্যবহার কমাতে এই রংকেই প্রধান বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছেন তাঁরা। যাতে সবার আর্থিক নাগালের মধ্যে এই বিশেষ রং নিয়ে আসা যায়, বর্তমানে সেই চেষ্টাই করছেন বিজ্ঞানীরা।