অষ্টমীর সকালে দেবীদর্শনে ছেদ টানল বৃষ্টি। নবমীর দিনও আবহাওয়া থাকতে পারে একইরকম। পূর্বাভাস হাওয়া অফিসের। বুকস্টলে হামলার প্রতিবাদে রাসবিহারীতে বামেদের বিক্ষোভ কর্মসূচী। গ্রেপ্তার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ অনেকে। প্রবল ঝড়বৃষ্টির জের। অষ্টমীর সকালেই রাজগঞ্জে ভেঙে পড়ল পুজোর মণ্ডপ। ক্ষতিগ্রস্ত প্রতিমাও। কেঁদে ফেললেন বিধায়ক।
হেডলাইন:
আরও শুনুন: 2 অক্টোবর 2022: বিশেষ বিশেষ খবর- ইন্দোনেশিয়ার ম্যাচে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃত ১৭৪, রিপোর্ট তলব ফিফার
বিস্তারিত খবর:
১। অষ্টমীর বেলা গড়াতেই মণ্ডপ দর্শনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। ভিজল কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। যদিও কিছুক্ষণ পরই কলকাতায় বৃষ্টি থেমে ফের রোদের আভাস দেখা গিয়েছে। উত্তরবঙ্গেও সকাল থেকেই চলেছে বিক্ষিপ্ত বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, নবমীর দিনও একইরকম থাকতে পারে আবহাওয়া।
পূর্বাভাস ছিলই, উৎসবের আনন্দে জল ঢালতে পারে অকাল বর্ষণ। সেই পূর্বাভাস সত্যি করে ষষ্ঠী থেকেই অল্পবিস্তর বৃষ্টিতে ভিজেছে কলকাতা ও দুই বঙ্গ। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা থাকবে ৩৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তিন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। নবমী ও দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। জানিয়েছে আবহাওয়া দপ্তর।
২। রাসবিহারীতে সিপিএমের বুকস্টলে হামলার প্রতিবাদ কর্মসূচিতে বাধা। গ্রেপ্তার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টচার্য, বামনেতা গৌতম গঙ্গোপাধ্যায়-সহ ৯ জন। ঘটনাকে কেন্দ্র করে পুজোর মাঝে ছড়িয়েছে তীব্র উত্তেজনা। নিন্দায় সরব পরিচালক সৃজিত মুখোপাধ্যায়-সহ অন্যান্য শিল্পীরা। পুজোর মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই রাসবিহারীর প্রতাপাদিত্য রোডেও বামেদের তরফে বুক স্টল খোলা হয়েছিল। অভিযোগ, সপ্তমীর রাতে সেই স্টলে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। সেই হামলার ঘটনার প্রতিবাদেই অষ্টমীর বিকেলে বামেদের তরফে রাসবিহারী এভিনিউ ও প্রতাপাদিত্য রোডের সংযোগস্থলে জমায়েত ও সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু কর্মসূচি শুরুর আগেই ছন্দপতন। জানা গিয়েছে, সভাস্থল থেকে প্রথমে কমলেশ্বর মুখোপাধ্যায়দের আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে। পরে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।