এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়। ৫১ দিন পর চার্জশিট পেশ সিবিআইয়ের। রয়েছে পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৬ জনের নাম। পুজোর মধ্যেও শান্তিপূর্ণভাবে চলবে SSC চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভ। অনুমতি হাই কোর্টের প্রধান বিচারপতির। খারিজ পুলিশের আপত্তি। পুজোয় স্বস্তিতে মানিক ভট্টাচার্য। রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট। ১০ অক্টোবর পর্যন্ত গ্রেপ্তার করা যাবে না পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে। হাই কোর্টে ধাক্কা অভিষেক-শ্যালিকার।
হেডলাইন:
আরও শুনুন: 28 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- দুয়ারে রেশন প্রকল্প অবৈধ, হাই কোর্টে বড় ধাক্কা রাজ্যের
বিস্তারিত খবর:
1. এসএসসি গ্রুপ সি নিয়োগ মামলায় তদন্ত শুরুর ৫১ দিনের মাথায় আলিপুর আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মামলার চার্জশিটে রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৬ জনের নাম। এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহারও নাম রয়েছে চার্জশিটে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিতে কার কেমন ভূমিকা ছিল, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ওই চার্জশিটে। এছাড়াও উল্লেখ করা হয়েছে, এসএসসি নিয়োগ দুর্নীতি একটি বৃহত্তর ষড়যন্ত্র, যার অন্যতম মাস্টারমাইন্ড রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং এসপি সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যেই চার্জশিট পেশ করে ইডি জানিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতির অঙ্ক ১৫০ কোটি টাকারও বেশি। এবার সিবিআইয়ের পেশ করা চার্জশিটের দরুন আরও বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
২। পুজোতেও বহাল থাকবে ধর্মতলা চত্বরে এসএসসি চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থান। পুলিশের আপত্তি খারিজ করে এদিন এমনই অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, ২০০৯ সাল থেকে প্রাথমিক স্কুলে নিয়োগ পাননি তাঁরা। তাই তাঁরা অবস্থান বিক্ষোভ করার অনুমতি চান। পুজোয় ব্যস্ত থাকার যুক্তিতে তাঁদের সেই অবস্থান বিক্ষোভে অনুমতি দেয়নি পুলিশ। এরপরই পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। সেখানে বিচারপতি রাজাশেখর মান্থা পুলিশকে তীব্র ভর্ৎসনা করে বলেন, “যোগ্য প্রার্থীরা চাকরি ভিক্ষা করবেন আর পুজোর দোহাই দিয়ে পুলিশ আন্দোলন আটকাবে তা হতে পারে না। রাজ্যের যুক্তি গ্রাহ্য করা হচ্ছে না।” আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী এক মাসের জন্য ধর্মতলা চত্বরে শান্তিপূর্ণ অবস্থান করতে পারবেন দক্ষিণ ২৪ পরগনার ওই প্রাথমিক চাকরিপ্রার্থীরা। তবে নির্দিষ্ট সময় মেনে বিক্ষোভ করতে হবে। তবে রানি রাসমণি রোড নাকি গান্ধীমূর্তির পাদদেশ, কোথায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করা যাবে, তা পুলিশের সঙ্গে কথা বলে ঠিক করবেন চাকরিপ্রার্থীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।