তাজমহল রক্ষা করতে নয়া উদ্যোগ প্রশাসনের। এবার থেকে তাজমহলের ৫০০ মিটারের মধ্যে আর কোনও বাণিজ্যিক কাজকর্ম করা চলবে না। এই মর্মে এবার নিষেধাজ্ঞা জারি করল খোদ সুপ্রিম কোর্ট। আসুন, শুনে নেওয়া যাক।
পৃথিবীর প্রাচীন ঐতিহ্যগুলির মধ্যে অন্যতম, এই মর্মে তাজমহলকে আগেই স্বীকৃতি দিয়েছিল ইউনেস্কো। আর এই শতাব্দীপ্রাচীন ঐতিহ্যকে সংরক্ষণ করতেই এবার নেওয়া হল কড়া পদক্ষেপ। তাজমহলের ৫০০ মিটার পরিধির মধ্যে নিষিদ্ধ হল সব ধরনের বাণিজ্যিক কাজকর্ম। কোনও দোকানপাট রাখা চলবে না ওই এলাকার মধ্যে। এক সাম্প্রতিক রায়ে সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আর এই নির্দেশ যাতে ঠিকভাবে পালন করা হয়, আগ্রা উন্নয়ন পর্ষদকে সেদিকে নজর রাখার জন্য নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। এর আগেও ২০০০ সালের মে মাসে এই মর্মেই একটি রায় দিয়েছিল শীর্ষ আদালত। সাম্প্রতিক একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে এবার সেই ইস্যুতে আরও কড়া পদক্ষেপের পথে হাঁটল সুপ্রিম কোর্ট।
আরও শুনুন: বিজেপিকে টক্কর দিতে হাতিয়ার গরুই, প্রতিশ্রুতি পূরণের দাবিতে হাজার হাজার গরু ছাড়া হল গুজরাটের রাস্তায়
সপ্তদশ শতাব্দীর এই নজরকাড়া স্থাপত্যের আশপাশে অবৈধভাবে দোকানপাট গড়ে উঠছে, এই অভিযোগ তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। এমনিতেই পরিবেশ দূষণের জেরে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে তাজমহল। তার উপর তাজমহলের এত কাছে বাণিজ্যিক কাজকর্ম চললে সেই ক্ষতির পরিমাণ বাড়বে বই কমবে না। এ কথা বিবেচনা করেই ওই দোকানপাটগুলি সরিয়ে নেওয়ার জন্য আদালতের কাছে আরজি জানিয়েছিলেন মামলাকারীরা। এমনকি সুপ্রিম কোর্টের আগের নির্দেশ লঙ্ঘন করেই যে এইসব ব্যবসা চলছে, আর তাজমহলের পশ্চিম প্রান্তে গড়ে ওঠা এইসব দোকানপাট যে আদতে বেআইনি, সেদিকে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মামলাকারীদের আইনজীবী। এবার সেই মামলাতেই এহেন রায় জারি করল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কিসান কল এবং বিচারপতি এএস ওকার ডিভিশন বেঞ্চের স্পষ্ট নির্দেশ, তাজমহলের সীমানা প্রাচীর থেকে ৫০০ মিটার পরিধির মধ্যে যা যা বাণিজ্যিক কাজকর্ম হয়ে থাকে, তা বন্ধ করতে হবে আগরা উন্নয়ন পর্ষদকে। ভবিষ্যতেও যাতে এই ধরনের কাজ আর না হয়, সে ব্যাপারেও কড়া ভাষায় নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। আদালতের এই নয়া রায়ের দরুন তাজের ক্ষয় অন্তত কিছুটা রোধ করা যাবে বলেই আশাবাদী বাদী পক্ষ।