প্রকাশ করতে হবে ৫৯ হাজার শিক্ষকের মেধাতালিকা। নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। ববিতার পর প্রিয়াঙ্কাকেও নিয়োগের নির্দেশ আদালতের। হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য। দাখিল করলেন স্পেশ্যাল লিভ পিটিশন। মহালয়ার আগে সুখবর। আগামী তিন-চার দিন দুর্যোগের সম্ভাবনা নেই রাজ্যে। হতে পারে হালকা বৃষ্টি। জানাল আলিপুর আবহাওয়া দপ্তর।
হেডলাইন:
আরও শুনুন: 21 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- খারিজ জামিনের আবেদন, পুজো জেলেই কাটবে পার্থ-অনুব্রতর
বিস্তারিত খবর:
1. শিক্ষক নিয়োগে দুর্নীতি ধরতে এবার আরও কড়া কলকাতা হাই কোর্ট। আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রায় ৫৯ হাজার শিক্ষকের মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বর বিভাজন-সহ ওই মেধাতালিকা প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। পাশাপাশি ওই ৫৯ হাজার শিক্ষকের শিক্ষাগত যোগ্যতার নথিও প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছেন বিচারপতি। ২০১৪ সালে রাজ্যে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, তাতে দু’দফায় শিক্ষক পদে নিযুক্ত হন প্রায় ৫৯ হাজার জন। কিন্তু সেই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। অভিযোগ, ওই ৫৯ হাজারের মধ্যে এমন অনেকে চাকরি পেয়েছেন, যারা যোগ্য নন। তাঁদের থেকে বেশি নম্বর পাওয়া সত্ত্বেও অনেকে চাকরি পাননি। সেই অভিযোগের ভিত্তিতেই এবার নয়া নির্দেশ জারি আদালতের। এদিকে আদালতের নির্দেশে ববিতা সরকারের পর একইভাবে চাকরি পেতে চলেছেন প্রিয়াঙ্কা সাউ। শুক্রবার একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে সমস্ত নথি খতিয়ে দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে বলেন, “পুজোর আগেই চাকরি দিন, এঁরা অনেকদিন ধরে অপেক্ষা করছেন।” প্রিয়াঙ্কা সাউ ও তাঁর আইনজীবীর সঙ্গে বৈঠক করে আবেদনকারীকে সিদ্ধান্ত জানাতে বলেছেন বিচারপতি। ববিতা সরকারের মামলার সঙ্গে যুক্ত বাকিদের আবেদনের শুনানি ২৬ সেপ্টেম্বর।
2. প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কলকাতা হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মানিক ভট্টাচার্য। শীর্ষ আদালতে স্পেশ্যাল লিভ পিটিশন দাখিল করলেন রাজ্যের প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন সভাপতি। আগামী ২৭ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই নাম জড়িয়েছে মানিক ভট্টাচার্যের। সম্প্রতি হাই কোর্টে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নামসহ চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই চার্জশিটের রয়েছে মানিকের নাম। এমনকী চার্জশিট অনুযায়ী জানা গিয়েছে, টেট ও ইন্টারভিউ নিয়ে মানিক ভট্টাচার্য প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দশ মিনিটের জন্য দেখা করবেন বলে জানান। ওই মেসেজের উত্তরে সম্মতি জানিয়েছিলেন পার্থ। গত বছর ১০ জানুয়ারি মানিক ভট্টাচার্য মেসেজ করে পার্থকে জানান, “ইন্টারভিউ ভালভাবেই শুরু হয়েছে।” উত্তরে পার্থ ধন্যবাদ জানান। মানিক যেমন তেমন ভাবে টাকা তোলেন, এমন অভিযোগ পার্থর কাছে করেছিলেন একজন। সেই মেসেজ মানিককেই ফরোয়ার্ড করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। যদিও এর কারণ পার্থবাবু জানাতে চাননি বলে চার্জশিটে উল্লেখ করে ইডি। এই অভিযোগের জেরে মানিক ভট্টাচার্যকে আগেই টানা জেরা করেছেন তদন্তকারীরা। তবে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন মানিক ভট্টাচার্য।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।