পুজো জেলেই কাটবে পার্থ-অনুব্রতর। ৫ অক্টোবর পর্যন্ত জেলে হেফাজত এসএসসি মামলার ধৃতদেরও। বাতিল হবে সব বেআইনি নিয়োগ। ৭ দিনের মধ্যে CBI ও কমিশনের রিপোর্ট তলব আদালতের। প্রাইমারি টেট মামলায় জোড়া রিপোর্ট পেশ সিবিআইয়ের। পুজোর আগেই গ্রুপ সি ও ডি-তে ৯২৩ জনের নিয়োগ। নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার পর প্রয়াত কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব।
হেডলাইন:
আরও শুনুন: 19 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- ইডি-সিবিআইয়ের অতিসক্রিয়তায় ভূমিকা নেই মোদির, দাবি মমতার
বিস্তারিত খবর:
1. এবার পুজোয় জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে। প্রভাবশালী তত্ত্বে দুই তৃণমূল নেতারই জামিনের আরজি খারিজ আদালতের। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ পার্থকে, একইভাবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত প্রেসিডেন্সি জেলেই থাকতে হবে কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহা এবং অশোক সাহাকেও। এদিকে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে ২৯ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের সিবিআই আদালত।
বুধবার সিবিআই হেফাজত শেষে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয় পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। মূলত শারীরিক অসুস্থতা-সহ একাধিক কারণ দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জামিনের আবেদন জানান। কিন্তু তার জোর বিরোধিতা করে এসএসসি কাণ্ডে ধৃতদের জেল হেফাজতের আবেদন করে সিবিআই। জেলে গিয়ে জেরার অনুমতির আবেদনও জানানো হয়। এছাড়া দুর্নীতি দমন আইনের পাশাপাশি জালিয়াতির জন্য প্রযোজ্য ভারতীয় দণ্ডবিধি ৪৬৭ ধারাও যোগ করার আরজি জানানো হয়। এদিকে অনুব্রতর জামিনের আরজির বিরুদ্ধে সিবিআইয়ের আইনজীবীরা জানান, ‘উনি প্রভাবশালী ব্যক্তি। জেলের বাইরে থাকলে সাক্ষ্যপ্রমাণ নষ্টের চেষ্টা করতে পারেন।’ সূত্রের খবর, ২৮ বা ২৯ অক্টোবর অনুব্রতর বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করবে সিবিআই।
2. বেআইনি শিক্ষক নিয়োগ মামলায় এবার আরও কড়া পদক্ষেপ কলকাতা হাই কোর্টের। নবম-দশমে কতজনকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছে, তা খতিয়ে দেখে ২৮ সেপ্টেম্বরের মধ্যে কমিশন ও সিবিআইকে রিপোর্ট পেশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনকে অবিলম্বে মামলাকারীর আইনজীবী ও মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবীর সঙ্গে বৈঠকের নির্দেশ দেন বিচারপতি। তাঁর নির্দেশ, নবম ও দশমে কতজন বেআইনিভাবে চাকরি পেয়েছেন, সে বিষয়ে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে কমিশন ও সিবিআইকে। এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানান, বেআইনিভাবে যাদের নিয়োগ করা হয়েছে, তাঁদের প্রত্যেকের চাকরি যাবে।
এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার জোড়া রিপোর্ট পেশ করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীদের দাবি, “ব্যাপক অনিয়ম হয়েছে। অকল্পনীয় দুর্নীতি হয়েছে। পরীক্ষাই দেননি অথচ নিয়োগপত্র পেয়েছেন।” এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৭ অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষী বিশ্বম্ভর মণ্ডলের ১০ জন ঘনিষ্ঠ ব্যক্তির নথি পরীক্ষা করে দেখবেন মামলকারীর দুই আইনজীবী। পাশাপাশি প্রাথমিক শিক্ষাপর্ষদের কাছে বিচারপতি জানতে চান, ২০১৬ এবং ২০২০ সালে প্রাথমিক টেটের নম্বর বিভাজন মেধাতালিকা কতদিনের মধ্যে প্রকাশ করা সম্ভব? ২৩ সেপ্টেম্বরের মধ্যে এই জবাব চেয়েছেন বিচারপতি। ৪ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।