প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষেই এবার আয়োজন করা হল এক অভিনব নিলামের। অযোধ্যা মন্দিরের বিভিন্ন মডেল থেকে আরম্ভ করে সেখানে থাকবে প্রধানমন্ত্রীর পাওয়া বিভিন্ন ধরনের উপহার। আসুন, শুনে নেওয়া যাক।
প্রধানমন্ত্রীর সংগ্রহে থাকা বিভিন্ন উপহার সামগ্রী এবার কিনে নিতে পারবেন সাধারণ মানুষ। সম্প্রতি এমনই সুযোগ করে দিল এক অভিনব নিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছে এই নিলামের। আর সেখান থেকেই মোদির নিজস্ব সংগ্রহে থাকা উপহার সামগ্রী সংগ্রহ করতে পারবেন যে কেউ। অনলাইনে আয়োজন করা এই নিলামে দেখা যাবে প্রায় বারোশোটি রকমারি জিনিস। অনলাইনে ‘পিএম মেমেন্টোজ’ নামে একটি সাইটে গিয়ে যে কেউ সেই নিলামে অংশ নিতে পারবেন। প্রতিটি বস্তুর জন্য নির্দিষ্ট করা আছে মূল্য। যাঁরা নিলামে অংশ নিতে চাইবেন তাঁদের সেই মূল্যের পর থেকে নিজেদের দাম ঘোষণা করতে হবে। আগামী বেশ কিছুদিন ধরেই চলবে এই নিলাম।
আরও শুনুন: প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ৫৬ পদ দিয়ে ‘থালি’, সঙ্গে ৮.৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা রেস্তরাঁর
তিনি দেশের প্রধানমন্ত্রী। স্বাভাবিক ভাবেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁর জন্য উপহার আসে। তাই নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি থেকে আরম্ভ করে বিভিন্ন রাজ্য থেকে পাওয়া স্মারকপত্র, কী নেই সেই উপহার তালিকায়! বিভিন্ন রাজ্যের অনুষ্ঠানে সেই রাজ্যের মূল আকর্ষণীয় বস্তুটি প্রধানমন্ত্রীকে স্মারক হিসেবে দেওয়া হয়। সদ্য কমনওয়েলথে পদকজয়ী ভারতীয় হকি দলের খেলোয়াড়রা নিজেদের সই করা একটি জার্সি প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে দিয়েছিলেন। এছাড়াও আন্তর্জাতিক স্তরে পুরস্কার জেতার পর, বিভিন্ন ক্রীড়াবিদ ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশে তাঁদের ব্যবহার করা খেলার সামগ্রী প্রধানমন্ত্রী হাতে তুলে দেন। সেইসব কিছুই এতদিন প্রধানমন্ত্রীর সংগ্রহে থাকলেও এবার সবকিছুই তোলা হল নিলামে। হকি দলের খেলোয়াড়দের সই করা জার্সিটির প্রাথমিক দাম ৩ লক্ষ টাকা রাখা হয়েছে বলে জানা গিয়েছে ইতিমধ্যেই।
এইসব উপহার ছাড়াও, নিলামে তোলা জিনিসপত্রের তালিকায় রয়েছে অযোধ্যার রাম মন্দিরের বেশ কয়েকটি মডেল। যার মধ্যে রয়েছে স্বয়ং যোগী আদিত্যনাথের দেওয়া মডেলটিও। তবে সবথেকে আকর্ষণীয় বস্তু হিসেবে সেখানে রয়েছে একটি কার্ড। যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এনসিসিসি-র লাইফ মেম্বারশিপের কথা লেখা রয়েছে।
আরও শুনুন: হেলমেট ছাড়াই বাইক চালিয়ে ধৃত ব্যক্তি, মন্ত্র পড়ে ‘পুজো’ করলেন পুলিশকর্মী
আর কী কী রয়েছে তালিকায়?
শঙ্খ থেকে আরম্ভ করে বিভিন্ন দেবদেবীর মূর্তি, বিভিন্ন পূজা সামগ্রীও দেখা যাবে এই নিলামে। একইসঙ্গে রয়েছে ইতিহাসের ছোঁয়া থাকা একাধিক বস্তু। যার মধ্যে অন্যতম একটি ব্রোঞ্জের অশোকস্তম্ভ। রয়েছে অসাধারণ কারুকাজ করা একটি দাবার বোর্ডও। সব মিলিয়ে নিলামে তোলা প্রতিটি জিনিসই নজর কাড়ার মতো। তাদের কোনোটির যেমন ঐতিহাসিক মূল্য রয়েছে, কোনোটি আবার সামাজিক গুরুত্বের নিরিখে রীতিমতো গুরুত্বের দাবি রাখে। তা ছাড়া খোদ প্রধানমন্ত্রীর সংগ্রহ থেকে জনসাধারণের জন্য নিলামে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে জিনিসগুলি। অতএব তা সংগ্রহ করতে মানুষের মধ্যেও যে উন্মাদনা দেখা দেবে, সে কথা বলাই যায়।