জন্মদিনে নরেন্দ্র মোদির উদ্দেশে দেশবিদেশ থেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজনৈতিক নেতারা। কিন্তু জানেন কি, চাইলে খোদ প্রধানমন্ত্রীকে জন্মদিনের উপহার দিতে পারেন আপনিও? তাও আবার বাড়িতে বসেই? তবে শুনে নিন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে অভিনব উদ্যোগ ‘নমো’ অ্যাপের। নরেন্দ্র মোদির নাম অনুসারেই এই অ্যাপের নামকরণ। আপামর দেশবাসী যাতে প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারেন, কার্যত তারই সুযোগ করে দিয়েছে এই অ্যাপ। বড় থেকে ছোট, যে কোনও সুবিধাজনক পরিমাণেই সেই উপহার দেওয়া যাবে। আরও সুবিধার কথা হল, কোনোরকম পরিশ্রম ছাড়া, বাড়িতে বসেই দেওয়া যাবে এই উপহার।
আরও শুনুন: প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ৫৬ পদ দিয়ে ‘থালি’, সঙ্গে ৮.৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা রেস্তরাঁর
কী সুবিধা নিয়ে এসেছে এই অ্যাপ? তাহলে খুলেই বলা যাক।
১৭ সেপ্টেম্বর, মোদির ৭২তম জন্মদিনেই এই নতুন পরিষেবার সুযোগ করে দিয়েছে অ্যাপটি। অ্যাপে খোলা হয়েছে একটি নতুন ভাগ, যার নাম ‘সেবা’-র জন্য উপহার। এই উপহারটি আর কিছুই না, নির্দিষ্ট অঙ্কের আর্থিক অনুদান। তবে এই আর্থিক অনুদানের জন্য কোনও বড়রকম সীমা ধার্য করা হয়নি। ৫ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত, ইচ্ছেমতো অঙ্কের অনুদান দিতে পারবেন দেশবাসী। একে ‘মাইক্রো ডোনেশন’ বলে চিহিত করা হয়েছে অ্যাপটিতে। আসলে বড় অঙ্কের অনুদান দেওয়ার সামর্থ্য যে সকলের থাকে না, সে কথা তো বলাই বাহুল্য। তাই আমজনতার কাছে যাতে অনুদান দেওয়ার পথ খুলে যায়, সেই দিকে লক্ষ্য রেখেই নেওয়া হয়েছে এহেন উদ্যোগ।
কী উদ্দেশ্যে সংগ্রহ করা হচ্ছে এই অনুদান?
অ্যাপটির মাধ্যমে একাধিক জনহিতকর কাজের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। যার মধ্যে থেকে ইচ্ছেমতো ক্ষেত্রে নিজের অনুদানটি জমা দিতে পারেন কোনও ব্যক্তি। দেশে যেসব সংক্রামক রোগের কারণে মৃত্যুহার সবচেয়ে বেশি, টিবি বা যক্ষ্মা তাদের অন্যতম। আর তাই যক্ষ্মামুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে একজন করে যক্ষ্মারোগীর ভার নেওয়ার আবেদন জানানো হয়েছে। অর্থাৎ একজন যক্ষ্মারোগীর যাবতীয় ওষুধ পথ্যের দায় বহন করার ভার নিতে পারেন কোনও ব্যক্তি। এ ছাড়া ডিজিটাল ইন্ডিয়া, স্বচ্ছ ভারত, আত্মনির্ভর ভারত’, ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’-এর মতো মোদির বড় বড় পরিকল্পনাগুলির খাতেও অনুদান দেওয়া সম্ভব এই অ্যাপের মাধ্যমেই। আমজনতার মধ্যে দেশের প্রতি ভালবাসা এবং দায়িত্ববোধ জাগিয়ে তুলবে এই উদ্যোগ, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। পাশাপাশি দেশের উন্নয়নের কাজে যুক্ত হতে পেরে খুশি হবেন সাধারণ মানুষেরাও।
আরও শুনুন: হেলমেট ছাড়াই বাইক চালিয়ে ধৃত ব্যক্তি, মন্ত্র পড়ে ‘পুজো’ করলেন পুলিশকর্মী
৭২তম জন্মদিনে নরেন্দ্র মোদির উদ্দেশে দেশবিদেশ থেকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজনৈতিক নেতারা। এমনকি এই উপলক্ষেই নামিবিয়া থেকে ভারতের মাটিতে উড়িয়ে আনা হয়েছে আটটি চিতা, জন্মদিনে যাদের খাঁচা থেকে অভয়ারণ্যে মুক্তি দিয়েছেন মোদি। মোদির জন্মদিন উদযাপন করতেই ৫৬ পদ দিয়ে থালি সাজিয়েছে এক রেস্তরাঁ। আর এবার শুভেচ্ছার তালিকায় যোগ হল এই নয়া উদ্যোগও, যাতে শামিল হতে পারবেন দেশের তৃণমূল স্তরের মানুষও।