চলার পথেই দুভাগ হয়ে গেল ট্রেন। তারপর দুটি আলাদা দিকে চলে গেল সেই দুই ভাগ। সেইসঙ্গে যাত্রীরাও পৌঁছে গেলেন ভিন্ন গন্তব্যে। না না, গল্পে নয়, সত্যি সত্যি বাস্তবেই ঘটেছে এমন কাণ্ড। কিন্তু কোথায় হয়েছে এমন অদ্ভুত ঘটনা? আসুন, শুনে নেওয়া যাক।
হঠাৎ করেই দুভাগে ভাগ হয়ে গেল ট্রেন। তারপর দুই ভিন্ন দিকে রওনা দিল ওই দুই ভাগ। ভিতরের যাত্রীরাও হাজির হলেন কাঙ্ক্ষিত গন্তব্যের একেবারে উলটোদিকে। আর সেই ভোগান্তির কথাই নেটমাধ্যমে প্রকাশ করলেন এক যাত্রী।
আরও শুনুন: হেলমেট ছাড়াই বাইক চালিয়ে ধৃত ব্যক্তি, মন্ত্র পড়ে ‘পুজো’ করলেন পুলিশকর্মী
ভুল ট্রেনে উঠে পড়া অনেকের কাছেই এক বিভীষিকা। বুঝতে না পেরে অনেকে আবার ভুল স্টপেজেও নেমে পড়েন। কিন্তু এক্ষেত্রে সেসব কিছুই হয়নি। অথচ নিজেদের গন্তব্যে পৌঁছতে পারলেন না অনেক যাত্রী। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের এক শহরে। সেখানে ঘুরতে গিয়েছিলেন এক নেটনাগরিক। তাঁর দাবি, তিনি যে ট্রেনে চেপে ঘুরতে বেরিয়েছিলেন, তা হঠাৎই দুভাগে ভাগ হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তিনি দেখেন ট্রেনটির অর্ধেক অংশ ভিন্ন এক গন্তব্যের দিকে ছুটে চলেছে। সহযাত্রীদের কাছে তিনি জানতে পারেন ট্রেনটি নাকি দুভাগে ভাগ হয়ে গেছে। এরপরই ট্রেনে বসে নিজের এমন অদ্ভুত অভিজ্ঞতার কথা নেটমাধ্যমে প্রকাশ করেন ওই যুবক।
প্রথমবারের জন্য একলা বিদেশভ্রমণে এসে এমন অভিজ্ঞতা একেবারেই কাম্য ছিল না তাঁর। তাই বেশ কাতরভাবেই সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থার কথা জানিয়েছিলেন তিনি। ফোন থেকে ভিডিও করে ওই যুবক জানান, হঠাৎ করে ট্রেন ভাগ হয়ে যাওয়ায় তিনি সম্পূর্ণ ভিন্ন গন্তব্যের দিকে চলে যাচ্ছেন। এদিকে তাঁর কাছে টাকাপয়সাও প্রায় ছিল না বললেই চলে। এমনকি তাঁর মোবাইলেও চার্জ একেবারেই শেষের পথে, এমনটাই জানিয়েছিলেন ওই যুবক। এই অবস্থায় কার্যত সাহায্যের আবেদন জানিয়েছিলেন তিনি।
আরও শুনুন: প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ৫৬ পদ দিয়ে ‘থালি’, সঙ্গে ৮.৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা রেস্তরাঁর
যদিও এই পোস্টের নিচে দেখা যায় ভিন্নমতের জোয়ার। কেউ কেউ যেমন সহানুভূতি প্রকাশ করেছেন, তেমনই অনেকেই আবার রীতিমতো কটাক্ষ করেছেন ওই যুবককে। ভিডিওতে দেখা গিয়েছে, যুবকের কানে একটি হেডফোন দেখা যাচ্ছিল। অনেকে তাই দেখে বলেছেন, ট্রেনে নিশ্চয়ই অগ্রিম ঘোষণা করা হয়েছিল। কিন্তু হেডফোন থাকার দরুন সেই ঘোষণা শুনতে পাননি ওই যুবক। তবে ঘণ্টা কয়েকের হয়রানি সইতে হলেও শেষ পর্যন্ত নিজের গন্তব্যে পৌঁছতে পেরেছেন তিনি, দিনের শেষে সে কথা জানিয়েছেন যুবক।