হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিলেন এক ব্যক্তি। ধরাও পড়লেন পুলিশের হাতে। কিন্তু কোনও শাস্তি দেওয়ার বদলে ওই ব্যক্তিকে রীতিমতো পুজো করেছেন পুলিশকর্মী। কেন? আসুন, শুনে নেওয়া যাক।
আর পাঁচজনের মতোই, ট্রাফিক পুলিশের প্রচার করা ‘সেফ ড্রাইভ’-এর আরজিতে কান দেননি তিনি। মোটরবাইক চালাচ্ছিলেন বটে, তবে মাথায় ছিল না কোনও হেলমেট। তবে ভাগ্য খারাপ হলে যা হয়, পুলিশের হাতে ধরা পড়ে যান ওই ব্যক্তি। কিন্তু তারপর যা ঘটেছে, তাতে ওই ব্যক্তি একা নন, তাজ্জব গোটা নেটদুনিয়াই। কারণ, কোনোরকম শাস্তি জোটেনি তাঁর কপালে। উলটে ওই ব্যক্তিকে কার্যত পুজো করেছেন সেই পুলিশকর্মী। আর সেই ঘটনার ভিডিওই সম্প্রতি ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যা দেখে বিস্ময়ে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা।
আরও শুনুন: প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ৫৬ পদ দিয়ে ‘থালি’, সঙ্গে ৮.৫ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা রেস্তরাঁর
কী ঘটেছে ঠিক? তাহলে খুলেই বলা যাক।
সম্প্রতি জেইকি যাদব নামের এক ব্যক্তি টুইটারে একটি ভিডিয়ো প্রকাশ করেন। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, হেলমেটবিহীন এক আরোহীকে নিজেই হেলমেট পরিয়ে দিচ্ছেন পুলিশকর্মী। ভিডিওটি দেখে অনুমান করা যাচ্ছে, ওই বাইক আরোহী একা নন, তাঁর সঙ্গে ছিলেন আরও এক মহিলাও। তবে দুজনের কারও মাথাতেই হেলমেট নেই। দেখা গিয়েছে, ওই ব্যক্তিকে হেলমেট পরিয়ে দেওয়ার পর মন্ত্র পড়ার সুরে ওই পুলিশকর্মী বলে চলেছেন, এই ‘মুকুট’ যেন বাইক চালানোর সময়ে ওই আরোহী সর্বক্ষণ পরে থাকেন। করজোড়েই তিনি ওই ব্যক্তিকে বলেন, এর পর কোনও দিন হেলমেট ছাড়া বাইক চালাতে দেখলে পাঁচ গুণ জরিমানা করা হবে। এই ঘটনায় দৃশ্যতই ঘাবড়ে গিয়েছেন বাইক আরোহী। কোনওমতে তিনি জানিয়েছেন, আর এমন ভুল হবে না। ভিডিওটি কোথাকার, তা অবশ্য জানা যায়নি। তবে একটি মন্তব্যের সূত্রে জানা গিয়েছে, ওই পুলিশকর্মীর নাম ভগবত প্রসাদ পাণ্ডে।
আরও শুনুন: এক রাতের সঙ্গিনী থেকে দীর্ঘ দাম্পত্যের লম্বা তালিকা, ‘বাধ্যতই’ ৫৩ বার বিয়ে করেছেন ‘ধর্মভীরু’ ব্যক্তি
পথ দুর্ঘটনার ফলে যাতে বড়সড় বিপদ না ঘটে, সেইজন্য বারেবারেই বাইক আরোহীদের হেলমেট পরার অনুরোধ জানায় প্রশাসন। ভারী হেলমেট থাকলে যাত্রীদের মাথা অনেকটাই সুরক্ষিত থাকে। বলা যায়, পথ দুর্ঘটনা ঘটলে জীবন ও মৃত্যুর মধ্যে ফারাক গড়ে দিতে পারে একটি হেলমেট। কিন্তু তা সত্ত্বেও প্রশাসনের সচেতনতামূলক প্রচারে কর্ণপাত করেন না অনেকেই। হেলমেট ছাড়াই দিব্যি মোটরবাইক নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। যেমনটা করেছিলেন এই ব্যক্তিও। তবে এ ধরনের হেলমেট না-পরা বাইক আরোহীদের শায়েস্তা করতেই এবার এমন এক অভিনব পন্থা নিলেন ওই পুলিশকর্মী।
इस भाई को इतनी इज़्ज़त से तो शादी में सेहरा भी नहीं पहनाया गया होगा😜 pic.twitter.com/UQn1gRFypz
— Jaiky Yadav (@JaikyYadav16) September 9, 2022