পাকিস্তানে তৈরি ‘রুহ আফজা’ বিক্রি করা যাবে না ভারতে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট এমনই নিষেধাজ্ঞা জারি করেছে এক অনলাইন বিপণন সংস্থার প্রতি। পাকিস্তানে তৈরি বলেই কি দেওয়া হয়েছে এমন নির্দেশ? নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ? আসুন, শুনে নেওয়া যাক।
পাকিস্তানে উৎপন্ন এক বিশেষ দ্রব্য বিক্রি করায় সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাই কোর্ট। কোর্টের নির্দেশে ভারতে কার্যত নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানে তৈরি ‘রুহ আফজা’। একটি অনলাইন বিপণন সংস্থাকে সম্পূর্ণভাবে এর বিক্রি বন্ধ করতে নির্দেশ দিয়েছে আদালত।
আরও শুনুন: স্কুলের শৌচাগারে ‘ডিজিটাল ধর্ষণ’-এর শিকার ৪ বছরের ছাত্রী, মায়ের অভিযোগ ঘিরে ছড়াল ক্ষোভ
গরমকালে গলা ভেজানোর জন্য ‘রুহ আফজা’-র জুরি মেলা ভার। উত্তর ভারতে জন্ম হলেও বর্তমানে এই পানীয় সারা দেশেই ব্যাপক ভাবে প্রচলিত। গোলাপি রঙের এই মিষ্টি পানীয়টি দিয়ে মূলত তৈরি করা হয় শরবত। তবে সম্প্রতি সেই ‘রুহ আফজা’ বিক্রি নিয়ে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। এক ভারতীয় এনজিও সংগঠনের পক্ষ থেকে হাইকোর্টে একটি মামলা করা হয়। অভিযোগ ছিল, ওই পণ্যটি অনৈতিক ভাবে ভারতে বিক্রি করছে পাকিস্তানের একটি সংস্থা। দেশীয় সংস্থাটি দাবি করেছিল, আসলে তাদের নাম ভাঁড়িয়ে ক্রমাগত এহেন কাজ করে চলেছে পড়শি দেশের সংস্থাটি। দেশীয় সংস্থাটি ওইরকম কোনও পানীয় তৈরি করে না। কিন্তু এই সংস্থার নাম ব্যবহার করেই অন্য একটি পাকিস্তানি সংস্থা এক ই-কমার্স সাইটে রুহ আফজা বিক্রি করছে বলে অভিযোগ দায়ের করা হয়। আর এই অভিযোগ পেয়েই শুরু হয়েছিল তদন্ত।
আরও শুনুন: ‘বন্ধু’ হওয়ার টোপ দিয়ে যৌনতার হাতছানি, বলিউডের কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী
তদন্তে দেখা যায়, আসলে পাকিস্তানি সংস্থাটি দেশীয় সংস্থার নাম নকল করেনি। আসলে দুটি সংস্থার নামই এক। কিন্তু বিক্রির জন্য রাখা বোতলগুলিতে সঠিক ভাবে উৎপাদক সংস্থার বিস্তারিত বর্ণনা লেখা ছিল না। কেবলমাত্র সংস্থার নামটুকুই লেখা ছিল বোতলের গায়ে। এদিকে ভারতীয় বিপণন আইন অনুসারে যে কোনও বিক্রয়জাত পণ্যের গায়ে উৎপাদন সংস্থার নাম ও ঠিকানা লেখা বাধ্যতামূলক। ফলত আইন লঙ্ঘন করার অপরাধেই ওই পণ্য বিক্রি করায় নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। যদিও ১৯৪৮ সালে তৈরি হওয়া এই পাকিস্তানি সংস্থাটি ওই দেশে যথেষ্ট বিখ্যাত। ভারত সহ বিভিন্ন দেশে তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করা হয়। কিন্তু আদালতের নির্দেশে এ দেশ থেকে তাদের এবার পাততাড়ি গোটাতে হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।