ইতিহাসের পাতায় এই শহরের নাম পাপের নগরী বলে। একে পৃথিবীর জুয়া-ক্যাসিনোর রাজধানী বললেও ভুল হয় না। সেই শহরেরই বিমানবন্দরে গ্রেপ্তার হলেন তরুণী। জানা গেল, অতিরিক্ত সুন্দরী বলেই নাকি তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্তত এমনটাই দাবি করলেন সেই মহিলা। আসল ঘটনাটি কী? আসুন, শুনে নেওয়া যাক।
তিনি নাকি দারুন সুন্দরী। আর সে কারণেই তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনই দাবি করেছেন বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া এক মহিলা। কিন্তু আদৌ কি তাই! অথচ পুলিশের বয়ানে শোনা গেল সম্পূর্ণ অন্য কথা। এয়ারপোর্টের এক রেস্তরাঁর বিল না মেটানোর অভিযোগেই তাঁকে আটক করেছে পুলিশ। এদিকে ধরা পড়েই আশ্চর্য যুক্তি খাড়া করলেন মহিলা।
আরও শুনুন: নৃশংসতার নজির, বিশেষ ক্ষমতাসম্পন্ন দলিত শিশুর গায়ে গরম খাবার ঢেলে দিলেন শিক্ষক
বছর আঠাশের হেইন্ড বুস্তামি। সম্প্রতি লাস ভেগাস বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানকারই এক রেস্তরাঁয় খাবার খেয়ে নাকি চম্পট দিয়েছিলেন মহিলা। অভিযোগ জানানো হয় খোদ রেস্তরাঁর তরফেই। তাদের ফোন পেয়েই বিমানবন্দরে হাজির হয় পুলিশ। কিন্তু প্রাথমিক ভাবে বিমানবন্দরের কোথাও বুস্তামিকে খুঁজে পায়নি পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর দেখা যায় বিমানবন্দরেরই একটি জায়গায় নিশ্চিন্তে ঘুমোচ্ছেন তিনি। রীতিমতো তাঁর ঘুম ভাঙিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, পুলিশের সামনে নাকি বেশ কিছু আপত্তিকর আচরণ করতে শুরু করেন ওই মহিলা। এমনকী তিনি নাকি অফিসারদের রীতিমতো ধমকাতেও শুরু করেন। এখানেই শেষ নয়। বুস্তামির দাবি, তিনি নাকি এতই সুন্দরী যে তাঁকে দেখেই প্রলুব্ধ হয়ে পড়েছিলেন পুলিশকর্মীরা। এমনকি তাঁকে ধর্ষণ করতেও নাকি উদ্যত হন কয়েক জন অফিসার। মহিলার এ সমস্ত দাবিই মিথ্যা বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে। এমন কর্তব্যরত আধিকারিকদের মুখে থুতু ছেটানোরও চেষ্টা করেন বলে অভিযোগ পুলিশের।
আরও শুনুন: নবরাত্রিতে গরবা নাচতে হলে লাগবে পরিচয়পত্র, ‘লাভ জিহাদ’ রুখতে ফরমান মন্ত্রীর
তবে এত কিছুর পরেও গ্রেপ্তারি এড়াতে পারেননি ওই মহিলা। বিমানবন্দর থেকে তাঁকে ক্লার্ক কাউন্টি ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে অবশ্য ১ হাজার ডলারের বন্ডে জামিনও পান মহিলা। তবে সমস্যা এখনও পিছু ছাড়েনি তাঁর। বিমানবন্দরের নিয়ম ভাঙা-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তার উপর আবার বুস্তামির বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লাস ভেগাস মিউনিসিপ্যাল কোর্ট। আগামী ২৭ অক্টোবর ফের আদালতে হাজির হতে হবে বুস্তামিকে। শাস্তির হাত থেকে বাঁচতে বহু সময়েই নানাবিধ অজুহাত তৈরি করে থাকেন অভিযুক্তরা। তবে নিজের পুলিশের হাত থেকে বাঁচতে এ হেন সৌন্দর্য্যের বড়াই বোধহয় কার্যতই বিরল।