৮৯ হাজার শিক্ষক পদে নিয়োগের ঘোষণা। দুর্নীতি বিতর্কের মাঝেই ঘোষণা মুখ্যমন্ত্রীর। কাগজ লোপাটের অভিযোগে সিপিএমকেও বিঁধলেন মমতা। রক্ষাকবচের মেয়াদ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাধা থাকছে না বিদেশযাত্রাতেও। ইডির মামলায় এবার সাংসদের পক্ষেই রায় সুপ্রিম কোর্টের। ২৩ দিনের মধ্যে নিয়োগ করতে হবে ২৩ জন টেট উত্তীর্ণকে। হাই কোর্টে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। চলতি ডুরান্ড কাপ থেকে বিদায় মোহনবাগানের।
হেডলাইন:
আরও শুনুন: 3 সেপ্টেম্বর 2022: বিশেষ বিশেষ খবর- আল কায়দা জঙ্গি সন্দেহে মুম্বইতে ধৃত ডায়মন্ড হারবারের ২ যুবক
বিস্তারিত খবর:
1. নিয়োগ দুর্নীতি ইস্যুতে বিতর্কের মাঝেই ফের বিপুল নিয়োগের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, ৮৯ হাজার নতুন পদে শিক্ষক নিয়োগ করা হবে। শুধু শিক্ষক পদে নয়, রাজ্যের তরফে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে ৩০ হাজার যুবক-যুবতীকে চাকরি দেওয়া হবে দক্ষতাভিত্তিক পদেও। আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তাঁর দাবি, একের পর এক জনস্বার্থ মামলার জন্যই নিয়োগ সম্ভব হচ্ছে না। নাম না করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধেও এদিন তোপ দাগেন মমতা।
সোমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শিক্ষারত্ন প্রদানের অনুষ্ঠান থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। বললেন, “কারও ১০০ শতাংশ দুর্নীতি নিয়ন্ত্রণের ক্ষমতা নেই। ভগবানও পারেন না। তবে কতটা লোভী হব, সেটা নিজেকে ঠিক করতে হবে।” এদিকে কাগজ লোপাট করে দুর্নীতির প্রমাণ মুছে দিয়েছে সিপিএম, এই অভিযোগে এদিন বিরোধী দলের উদ্দেশেও আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2. শীর্ষ আদালতে বড়সড় স্বস্তি মিলল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর রক্ষাকবচের মেয়াদ বাড়াল সুপ্রিম কোর্ট।
কয়লা পাচার মামলায় ২ সেপ্টেম্বর ইডির জেরা চলাকালীনই অভিষেককে রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এদিন সেই মামলার শুনানিতেই অভিষেকের বিদেশযাত্রা নিয়ে বিরোধিতা করেন ইডির আইনজীবী। ইডির মতে, অভিষেককে এই মুহূর্তে বিদেশে যাওয়ার অনুমতি দিলে তিনি পালিয়ে যেতে পারেন। তাতে তদন্ত প্রভাবিত হবে। কিন্তু ইডির আবেদন খারিজ করে এদিন সাংসদকে বিদেশযাত্রার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। আগামী ৩০ তারিখ পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপও নিতে পারবে না ইডি, রায় প্রধান বিচারপতির বেঞ্চের। অর্থাৎ ৩০ সেপ্টেম্বর, মামলার পরবর্তী শুনানি পর্যন্ত রক্ষাকবচ থাকছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।