বাঁধাধরা গতে ছবি বানানো কোনওদিনই তাঁর পথ নয়। বরং অপরাধজগতের অজানা গল্পই তাঁর ছবির মুখ্য বিষয় হয়ে উঠেছে বারবার। আর তার জন্য নাকি একবার বিপদেও পড়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। ‘সত্য’ছবিটি মুক্তি পাওয়ার পরে তাঁকে অপহরণ করেছিল গ্যাংস্টারদের একটি দল। কীভাবে বেঁচে ফিরেছিলেন তাঁদের হাত থেকে পরিচালক? আসুন, শুনে নেওয়া যাক।
আন্ডারওয়ার্ল্ড নিয়ে ছবি বানাতে তিনি সিদ্ধহস্ত। তবে তার জন্য কম ভোগান্তি পোহাতে হয়নি পরিচালক অনুরাগ কাশ্যপকে। এমনকী তাঁকে অপহরণ পর্যন্ত করেছিল কুখ্যাত একটি গ্যাংস্টার দল।
ভিতরে হোক বা বাইরে, বলিউডের সঙ্গে দুষ্কৃতী জগতের সম্পর্ক আজকের নয়। প্রায়শই গ্যাংস্টারদের নানাবিধ দাবিদাওয়া-হুমকির মুখে পড়তে হয় তারকাদের। সেই তালিকায় রয়েছেন সলমন খান থেকে অরিজিৎ সিং পর্যন্ত অনেকেই। পঞ্জাবের গায়ক সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের পর ফের বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে। তাই বলে অপরাধ জগৎ যে বলিউড ছবির বিষয়বস্তু হয়ে ওঠেনি, সেটা বলা কিন্তু ভুল হবে। বরং অপরাধজগতের গল্পে ভর করে অন্য উড়ান দিয়েছে বলিউড। আর সেই ধারার ছবির অন্যতম যদি কেউ থেকে থাকেন, তিনি পরিচালক অনুরাগ কাশ্যপ।
আরও শুনুন: সিনেমা বয়কট এখন বলিউডের নয়া ট্রেন্ড, মুখ খুললেন অনুরাগ কাশ্যপ
ফ্যান্টাসি মেশানো অ্যাকশন মুভি নয়। বরং অপরাধ জগতের এক্কেবারে অন্দর থেকে ছবির নির্যাস খুঁজে আনেন অনুরাগ। তথাকথিত অপরাধ দুনিয়ার ভাষা বা বুলি থেকে শুরু করে অন্ধকার জগতের শেওলা মাখা গন্ধ যেন ছড়িয়ে থাকে তাঁর গল্পের পরতে পরতে। পরিচালনায় হাত পাকানোর আগে দীর্ঘদিন রাম গোপাল বর্মার সহকারী হিসেবে কাজ করেছেন অনুরাগ।
মনোজ বাজপেয়ী, উর্মিলা মাতন্ডকার অভিনীত সেই ‘সত্য’ ছবিটির কথা মনে আছে নিশ্চয়ই। রাম গোপাল বর্মা পরিচালিত সেই ছবিটি রীতিমতো হইচই ফেলে দিয়েছিল নব্বইয়ের শেষের দিকে। যৌথভাবে সেই সিনেমাটির স্ক্রিপ্ট লিখেছিলেন অনুরাগ কাশ্যপ ও সৌরভ শুক্ল। সমালোচকমহলে দারুণ প্রশংসা পেয়েছিল ছবিটি। ছটি ফিল্মফেয়ারের পাশাপাশি জাতীয় পুরস্কারও ঝুলিতে পুরেছিল ছবিটি। তবে প্রশংসার পাশাপাশি ছবির জন্য ভোগান্তিও কিছু কম হয়নি অনুরাগের। ছবির গল্পটি ছিল অপরাধ জগতের উপরেই। আর সেই ‘সত্য’ ছবিটি মুক্তি পাওয়ার পরে হঠাৎই গ্যাংস্টারদের চোখে পড়ে যান অনুরাগ। এমনকী তাঁকে অপহরণও করেছিল গ্যাংস্টারেরা। তখন সবে সবে ছবিটি মুক্তি পেয়েছে। একদিন তাঁর বাড়িতে এসে হাজির হয় এক কুখ্যাত গ্যাংস্টার দলের দুই গুন্ডা। রীতিমতো অনুরাগকে তুলে নিয়ে যায় তারা।
আরও শুনুন: ৫ লক্ষ কৃষক দিলেন ২ টাকা করে, তৈরি হল দেশের প্রথম ‘ক্রাউড-ফান্ডেড’ সিনেমা
সম্প্রতি মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দোবারা’ ছবিটি। যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন তাপসী পান্নু। প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ডের মুখে পড়েছে ছবিটি। বিষয়টি নিয়ে একাধিক বার মুখ খুলেছেন পরিচালক। অভিনব কায়দায় প্রতিবাদও করেছেন তিনি। বলিউডে বয়কটের চেয়েও ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে আগেও পড়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনই একটি অভিজ্ঞতার গল্প ভাগ করে নিয়েছেন পরিচালক। কোনও একটি গ্যাংস্টারের বড়দিনের পার্টি ছিল সেটা সম্ভবত। সেখানেই নাকি প্রধান অতিথি করে নিয়ে যাওয়া হয়েছিল অনুরাগকে। রীতিমতো সিংহাসনে বসিয়ে ছবি তোলা থেকে শুরু করে এলাহি খাওয়া দাওয়া, ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল না। পরে তাঁরা এ-ও জানায়, তাঁরা নাকি অনুরাগ কাশ্যপের দারুণ ভক্ত। ‘সত্য’ ছবিটিও নাকি খুবই ভাল লেগেছে তাঁদের। আর তার জন্যই এই আপ্যায়ণ। ব্যাপারটি নিয়ে সেসময় মুম্বই পুলিশ কমিশনারেরও দ্বারস্থ হয়েছিলেন অনুরাগ। নিরাপত্তা দেওয়ারও আরজি জানিয়েছিলেন তিনি। তবে অনুরাগকে ফিরিয়ে দেন কমিশনার। শুধু আমজনতার কাছে নয়, কুখ্যাত গ্যাংস্টার দুনিয়াতেও যে অনুরাগ কাশ্যপের জনপ্রিয়তা তুঙ্গে, তা স্পষ্ট হয়ে গিয়েছিল সেদিন।
তবে শুধু অনুরাগই নয়, ‘সত্য’ ছবিটি মুক্তি পাওয়ার পরে একই কাণ্ড ঘটেছিল মনোজ বাজপেয়ী ও সৌরভ শুক্লর সঙ্গেও। এক কথায়, আন্ডারওয়ার্ল্ড নিয়ে তৈরি ছবির ইতিহাসে ‘সত্য’ সেসময় ছিল এক্কেবারে ছকভাঙা। পরে ‘সত্য’ ছবির নির্যাস নিয়ে পরের পর সিকুয়েল তৈরি করেছেন পরিচালক। ‘কোম্পানি’ থেকে শুরু করে ‘সত্য-টু’- সেই ধারা ধরে কম ছবি তৈরি হয়নি বলিউডে।