ইস্তফা বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের। সোনিয়াকে চিঠি লিখে রাহুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। মোদির সঙ্গে আঁতাতের পাল্টা নালিশ জয়রাম রমেশের। নিয়োগে দুর্নীতির নালিশ এবার মাদ্রাসা সার্ভিস কমিশনেও। কেন্দ্রীয় ফরেনসিককে দিয়ে উত্তরপত্র যাচাইয়ের নির্দেশ হাই কোর্টের। সুপ্রিম কোর্টে বড়সড় স্বস্তি যোগী আদিত্যনাথের। গোরক্ষপুরে হিংসা ছড়ানোর মামলায় অব্যাহতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে। রায় প্রধান বিচারপতি এন ভি রামানার।
হেডলাইন:
আরও শুনুন: 24 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত, ৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানি
বিস্তারিত খবর:
1. সভাপতি নির্বাচনের আগে বড়সড় ধাক্কা কংগ্রেসে। দলের সব পদ থেকে ইস্তফা দিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। শুধু সব পদ ছাড়াই নয়, কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে রীতিমতো বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি। আজাদের দাবি, দেশে কংগ্রেসের বর্তমান দুর্দশার জন্য মূলত রাহুলই দায়ী। রাহুল সহ-সভাপতি হওয়ার পরেই দলের গঠনতন্ত্র ভেঙে গিয়েছে বলেই মত তাঁর।। সোনিয়াকে লেখা চিঠিতে আজাদ দাবি করেন, “২০১৩ সালে রাহুল গান্ধী দলের সহ-সভাপতি হওয়ার পরই সব সিনিয়রকে কোণঠাসা করা হয়েছে। বদলে অনভিজ্ঞ ধান্দাবাজরা দল চালাচ্ছেন।” পদত্যাগপত্রে তাঁর আরও দাবি, ২০১৪ সালে ইউপিএ সরকারের হারের অন্যতম কারণ, রাহুল গান্ধীর অপরিণতমনস্কতা এবং ছেলেমানুষি। যেভাবে তিনি কেন্দ্রীয় সরকারের পাশ করানো একটি অর্ডিন্যান্স প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছিলেন, তাতেই প্রচারের হাতিয়ার পেয়েছিল বিরোধীরা। এখানেই থামেননি আজাদ। জি-২৩ নেতাদের রাহুলপন্থীরা যেভাবে আক্রমণ করেছেন, তা নিয়েও সরব হয়েছেন আজাদ। স্বাভাবিক ভাবেই একগুচ্ছ অভিযোগের মুখে কার্যত কোণঠাসা হয়ে পড়েছে কংগ্রেস। তাঁর এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে অজয় মাকেন, অশোক গেহলট-সহ দলের একাধিক শীর্ষ নেতা। বিশেষত কংগ্রেস সভানেত্রী যখন চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন, সে সময়ে এই চিঠি অপ্রত্যাশিত বলেই মত তাঁদের। দলের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ আবার সরাসরি মোদির সঙ্গে আজাদের আঁতাতের অভিযোগ করেছেন। ‘আজাদের ডিএনএ-তে মোদি ঢুকে গিয়েছেন’ বলেও টুইটারে মন্তব্য করেন তিনি। এদিকে, আজাদের পদত্যাগ দলের ভাঙনকেই আরও প্রকট করে তুলেছে। ইতিমধ্যেই কাশ্মীরের জনা পাঁচেক নেতা কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন। আগামী দিনে কাশ্মীর কংগ্রেসের আরও বহু নেতা আজাদের পথ ধরে দল ছাড়তে পারেন বলে কানাঘুষো শুরু হয়েছে। আজাদ নিজেও জানিয়ে দিয়েছেন তিনি নতুন দল গড়বেন। আপাতত তাঁর লক্ষ্য কাশ্মীরের নির্বাচন। তারপর ফের জাতীয় রাজনীতিতে নজর দেবেন প্রবীণ এই নেতা।
2. মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগেও এবার দুর্নীতির অভিযোগ। উত্তরপত্র বিকৃত করার অভিযোগে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করলেন এক চাকরিপ্রার্থী। ২০২১ সালের ১৭ জানুয়ারি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়। ফলপ্রকাশ হয় ওই বছরেরই ১১ আগস্ট । তথ্য জানার অধিকার আইনে পরীক্ষার ওএমআর শিট দেখতে চান মামলাকারী। তাঁর দাবি, একটি প্রশ্নের উত্তর ভুল দেখানো হয়েছে। অথচ তিনি ওই উত্তরই দেননি। এই মর্মেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা হয়। মামলাকারী যে কালো কালির কলমে পরীক্ষা দিয়েছেন তা আদালতের কাছে তুলে ধরেন। এই মামলার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, “রাজ্যে শিক্ষায় দুর্নীতি এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।” এরপরই উত্তরপত্র যাচাইয়ের জন্য সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির ডিরেক্টর এবং ফরেন্সিক ল্যাবরেটরিকে মামলায় যুক্ত করার নির্দেশ দেন তিনি। বিচারপতি আরও জানান, সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি ওএমআর শিট খতিয়ে দেখবে। পরীক্ষার্থীর কলমের কালির সঙ্গে ওএমআর শিটের কালি মিলিয়ে দেখা হবে। এছাড়া উত্তরপত্রে একই চাপ প্রয়োগ করে লেখা হয়েছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি। আগামী ৩১ আগস্টের মধ্যে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিকে ওএমআর সিট, পরীক্ষার্থীর পেন পাঠাতে হবে। এদিনই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সচিবকে ওএমআর সিট এবং পেন হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে হাই কোর্টে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিরর ডিরেক্টরকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।