তাঁর রসিকতা সাম্প্রদায়িক অসহিষ্ণুতা তৈরি করে। এই দাবিতে এবার দিল্লিতে মুনাওয়ার ফারুকির স্ট্যান্ড আপ কমেডি শো বাতিল করার দাবি তুলল বিশ্ব হিন্দু পরিষদ। এই মর্মে ইতিমধ্যেই দিল্লি পুলিশকে চিঠি লিখে আবেদন জানিয়েছে এই সংগঠন। আসুন, শুনে নেওয়া যাক।
কৌতুকশিল্পী মুনাওয়ার ফারুকি নাকি ‘হিন্দুবিদ্বেষী’। রাজধানী দিল্লিতে অনুষ্ঠান করার সুযোগ পেলে সেখানে সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারেন তিনি। এই অভিযোগ তুলে এবার সরাসরি দিল্লি পুলিশকে চিঠি পাঠাল বিশ্ব হিন্দু পরিষদ। চলতি মাসের ২৮ তারিখেই দিল্লিতে এই জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ানের একটি অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। কিন্তু তার ঠিক আগেই সেই অনুষ্ঠান বাতিল করার দাবি তুলেছে হিন্দুত্ববাদী সংগঠনটি। তাদের সুরে সুর মিলিয়েছে বজরং দলও। এমনকি পুলিশ প্রশাসনের তরফে এই অনুষ্ঠান বাতিল করা না হলে বিক্ষোভের পথে হাঁটবে তারা, এমন হুমকিও দিয়ে রেখেছে ওই হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলি।
আরও শুনুন: ধর্মের ভেদাভেদ ভুলে হিন্দু প্রতিবেশীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুসলমান বন্ধু
মুনাওয়ার ফারুকির অনুষ্ঠান বাতিলের মতো ঘটনা অবশ্য এর আগেও ঘটেছে বারবার। ইন্দোরের এক জনপ্রিয় কফিশপে আয়োজিত একটি স্ট্যান্ড আপ কমেডি শোয়ে হিন্দু দেবদেবীদের আক্রমণ করেন ফারুকি, এমনই অভিযোগ জানিয়েছিলেন হিন্দু রক্ষক সংগঠনের সদস্যরা। জনপ্রিয় কৌতুকশিল্পীর নামে শেষমেশ এফআইআর দায়ের করেন এক বিজেপি বিধায়কের ছেলে একলব্য সিং গৌর। যার জেরে ২০২১ সালের ২ জানুয়ারি গ্রেপ্তার করা হয় ফারুকিকে। একমাস জেলেই থাকতে হয়েছিল এই স্ট্যান্ড আপ কমেডিয়ানকে। তিনবার খারিজ হয়ে যায় তাঁর জামিনের আবেদন। যদিও মামলাকারীদের দাখিল করা ওই শোয়ের ভিডিওতে হিন্দু দেবদেবীকে অপমানের কোনও প্রমাণই মেলেনি বলে জানিয়ে শেষ পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। তবে তারপরেও একই অভিযোগ তুলে বাতিল করা হয় ফারুকির একের পর এক শো। যার দরুন একসময় স্ট্যান্ড আপ কমেডিকে বিদায় জানাতেও চেয়েছিলেন হতাশ শিল্পী। এবার ফের সেই একই পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি।
আরও শুনুন: ‘চড় মারার বদলে আইনের প্যাঁচে মারুন’, পরোক্ষে দেশের বাকস্বাধীনতা নিয়ে কটাক্ষ বীর দাসের
কয়েকদিন আগেই হায়দরাবাদে কঠোর নিরাপত্তার মধ্যে একটি অনুষ্ঠান করেছেন ফারুকি। তবে সেই শোয়ের আগেও তেলেঙ্গানা বিজেপির তরফ থেকে একইভাবে অনুষ্ঠান বন্ধ করার জন্য হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সেই অনুষ্ঠানটির প্রসঙ্গ টেনেই বিশ্ব হিন্দু পরিষদের চিঠিতে বলা হয়েছে, মুনাওয়ার ফারুকি তাঁর অনুষ্ঠানে হিন্দু দেবদেবীদের নিয়ে ঠাট্টা করেন। তার জেরেই হায়দরাবাদের ভাগ্যনগরে সাম্প্রদায়িক অস্থিরতা উসকে উঠেছিল বলে দাবি করেছে সংগঠনটি। এই চিঠির পর কোন পথে হাঁটবে দিল্লির আপ প্রশাসন, আপাতত সেদিকেই তাকিয়ে মুনাওয়ার ফারুকির অনুরাগী মহল।