দুর্গাপুজোয় রাজ্যের ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর মহামিছিল উপলক্ষে অর্ধদিবস ছুটির পরামর্শ। বকেয়া ডিএ নিয়ে আদালত অবমাননার মামলা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে। ‘নয়া তৃণমূল’ হোর্ডিং-বিতর্কে মুখ খুললেন অভিষেক। অনুব্রত মামলায় ফের তল্লাশি বীরভূমের রাইসমিলে। দলের শীর্ষ নেতৃত্বের রোষের মুখে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। ফিফার নির্দেশ মতো সিওএ-কে বাতিলের নির্দেশ সুপ্রিম কোর্টের।
হেডলাইন:
আরও শুনুন: 21 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- ভিত্তি-ভবিষ্যৎ পাশাপাশি, মমতা-অভিষেকের ছবি দিয়ে পোস্টারে নয়া বার্তা
আরও শুনুন: 20 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- ‘দলে আছি, দলেই থাকব’, তৃণমূল নেতৃত্বকে বার্তা পার্থের
বিস্তারিত খবর:
1. ইউনেস্কোর বিশেষ সম্মানের পর এবার আরও ঝলমলে রাজ্যের দুর্গাপুজো। একমাস আগে থেকে শুরু হবে উদযাপন। সেই উপলক্ষে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছরের দু্র্গাপুজোর সূচি ঘোষণার পাশাপাশি পুজোকমিটিগুলির জন্যও বেশ কয়েকটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ১ সেপ্টেম্বর মহামিছিলের মধ্যে দিয়েই শুরু হয়ে হবে পুজোর প্রস্তুতি। আর মহালয়ার আগের দিন থেকে শুরু পুজো। ৫, ৬ ও ৭ অক্টোবর জেলার পুজোগুলির বিসর্জন। ৮ অক্টোবর কলকাতায় পুজো কার্নিভ্যাল। মুখ্যমন্ত্রী জানান, ১ সেপ্টেম্বর বেলা ২ টোয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে মিছিল শুরু হবে। সেখান থেকে রানি রাসমনি রোড ধরে মিছিল পৌঁছবে ধর্মতলায়। সেখানে মঞ্চে মাটির দুর্গামূর্তি দিয়ে সংবর্ধনা জানানো হবে ইউনেস্কোকে। ১ সেপ্টেম্বরের মিছিলের জন্য রাস্তায় সমস্যা হতে পারে। সেই কথা মনে করে ওই দিন বেলা ১ টায় স্কুলছুটির পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, গোটা রাজ্য থেকে ১০ হাজার পড়ুয়াকে ওইদিনের মিছিলে শামিল করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও এদিনের বৈঠক থেকে বেশ কয়েকটি বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বাড়ানো হল রাজ্যের ক্লাবগুলিকে আর্থিক অনুদানের পরিমাণও। করোনা পরিস্থিতিতে গত বছর পুজোয় ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছিল রাজ্য। এবার তা বেড়ে দাঁড়াল ৬০ হাজার টাকা। শুধু আর্থিক অনুদান নয়, ছাড় দিলেন একাধিক করেও। রাজ্যে মোট ৪০ হাজার ৯২টি পুজো হয়। এর মধ্যে দু’হাজারের বেশি পুজো মহিলা পরিচালিত। কলকাতা পুলিশের আওতাধীন ২৭ হাজার পুজো মণ্ডপ। পুজো কমিটিগুলির উপর থেকে আর্থিক চাপ কাটাতে একাধিক ছাড়ের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। গত বছর পর্যন্ত মণ্ডপের বিদ্যুতের বিলে ৫০ শতাংশ ছাড় দেওয়া হত। এবার সেই ছাড়ের পরিমাণ বেড়ে দাঁড়াল ৬০ শতাংশ। পুজো মণ্ডপগুলির দমকলের খরচ, বিজ্ঞাপন-সহ বিভিন্ন কর লাগে না। এবারও সেই ধারা বজায় থাকছে। আগের মতোই পুজোর অনুমতি চেয়ে আবেদন করা যাবে অনলাইনে।
2. হাই কোর্টের নির্দেশ সত্বেও সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মেটায়নি রাজ্য। তাই এবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হল কলকাতা হাই কোর্টে। যদিও আদালতের পুরনো রায় বিবেচনার জন্য হাই কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। সোমবার ইউনিটি ফোরামের তরফে মামলা দায়ের করা হয়। তাঁদের দাবি, গত মে মাসে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য তিনমাস সময় বেঁধে দিয়েছিল হাই কোর্ট। গত ১৯ আগস্ট সেই তিনমাসের সময়সীমা উত্তীর্ণ হয়েছে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরেও ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করেনি রাজ্য। যা আদালত অবমাননার সামিল। সেই ইস্যুতে এবার মামলা দায়ের হল আদালতে। আগামী ২৫ আগস্ট মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে সরব বিরোধীরাও। বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, “টাকা নেই তাই ডিএ বাদ। অথচ পুজোর অনুদানের নামে কোটি কোটি টাকা বিলিয়ে দিচ্ছে।”
শুনে নিন বিশেষ বিশেষ খবর।