‘দলে আছি, দলেই থাকব’, তৃণমুলকে বার্তা প্রাক্তন মন্ত্রীর। আদালতে খারিজ অনুব্রতের জামিনের আবেদন। নব মহাকরণ ভবনেই এবার বসবে হাই কোর্টের এজলাস। পঞ্চায়েত ভোটের আগে স্বচ্ছতায় জোর তৃণমূলের। পিছিয়ে গেল বিজেপির নবান্ন অভিযানের তারিখ। প্রয়াত কিংবদন্তি ফুটবলার বদ্রু বন্দ্যোপাধ্যায়। অবসর ঘোষণা ঝুলন গোস্বামীর।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. প্রথমবার সরাসরি দলের উদ্দেশে বার্তা দিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন ‘আমি দলের সঙ্গেই আছি, দলের সঙ্গেই থাকব।’ শনিবার প্রেসিডেন্সি জেলে আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে SSKM-এ নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক পরীক্ষার পরে ফের সংশোধনাগারেই ফিরিয়ে আনা হয় পার্থকে। জেলে ঢোকার মুখেই সাংবাদিকদের কাছে একথা জানান এসএসসি দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী। তৃণমূল তাঁর থেকে দূরত্ব বাড়ালেও দলের প্রতি তিনি যে এখনও আস্থা হারাননি, তা কার্যত এদিন স্পষ্ট করে গিয়েছেন পার্থ। রাজনৈতিক মহলের একাংশের অভিমত, কোণঠাসা পার্থ ভবিষ্যতের কথা মাথায় রেখে আনুগত্য দেখিয়ে সুনজরে থাকার চেষ্টা করছেন। এদিকে, পার্থ ঘনিষ্ঠের খোঁজে শুক্রবার ভিনরাজ্যে হানা দিল আয়কর দপ্তর। গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে হানা দেন আয়কর আধিকারিকেরা। তবে তদন্তকারীরা পৌঁছনোর আগেই হোটেল ছাড়েন পার্থ ঘনিষ্ঠ। সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মাধ্যমে ওই পার্থ ঘনিষ্ঠের খোঁজ পায় আয়কর দপ্তর। ইডি আয়কর দপ্তরকে জানায়, সরকারি গাড়িতে চড়ে পার্থ ঘনিষ্ঠ হাজারিবাগের হোটেলে যান। অনেকগুলি ব্যাগ নিয়ে হোটেলে ওঠেন ওই ব্যক্তি। তাঁর ব্যাগে প্রচুর পরিমাণ নগদ টাকা রয়েছে বলেই অনুমান।
2. অনুব্রত মণ্ডল ও সিবিআইয়ের আইনজীবীর সওয়াল-জবাবের পর জামিনের আবেদন খারিজ করলেন বিচারক। প্রভাবশালী তত্ত্বে সিলমোহর দিয়ে ফের সিবিআই হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীর। শনিবার আদালতে পৌঁছনোর আগেই অনুব্রতর অসুস্থতার কথা উল্লেখ করে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। তিনি জানান, কিছু ফিক্সড ডিপোজিট পাওয়া গিয়েছে। সবটাই তাঁর স্ত্রী ছবি মণ্ডলের মৃত্যুর পর লাইফ ইন্সিওরেন্স থেকে পাওয়া টাকা। রাইস মিলের কথাও বলা হচ্ছে। সেটি শ্বশুরবাড়ির তরফে উপহার পেয়েছিলেন মক্কেলের মেয়ে ও স্ত্রী। পালটা অনুব্রতকে আরও চারদিন হেফাজতে নেওয়ার দাবি জানায় সিবিআই। যুক্তি হিসাবে সিবিআইয়ের আইনজীবী জানান, অনুব্রত মণ্ডল প্রভাবশালী। উনি জামিনে মুক্তি পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যার বিরুদ্ধে তদন্তকারী সংস্থাকে সহযোগিতা না-করারও অভিযোগ এনেছেন আইনজীবী। গোটা ষড়যন্ত্রে অনুব্রতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়ে তাঁকে সিবিআই হেফাজতে নেওয়ার দাবি জানান তিনি। অনুব্রতের আইনজীবী শারীরিকভাবে অসুস্থতার প্রসঙ্গ তুললেও তা কার্যত ধোপে টেকেনি আদালতে। এদিন অনুব্রতের কাছ থেকে সরাসরি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন বিচারক। আর তার পরেই আরও ৪দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে। ফলে আগামী ২৪ আগস্ট পর্যন্ত নিজাম প্যালেসেই থাকতে হবে তাঁকে।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।