বলিউডে নয়া ট্রেন্ড যেন বয়কট। ‘লাল সিংহ চড্ডা’ থেকে শুরু করে ‘রক্ষাবন্ধন’, সেই ‘বয়কট’ ট্রেন্ডের মুখে পড়েছে বহু ছবিই। বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই মুখ খুলেছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। অনুরাগের পরে বিষয়টি নিয়ে তোপ মডেল-অভিনেত্রী উরফি যাদবের। বিতর্ক কার্যত পিছু ছাড়েনা উরফির। তবে এবারে তিনি বিষয়টি নিয়ে ছুঁড়ে দিয়েছেন বড়সড় প্রশ্ন? ঠিক কী বললেন অভিনেত্রী? আসুন, শুনে নেওয়া যাক।
ছক ভাঙা ফ্যাশন হোক বা বিতর্কিত মন্তব্য, সর্বদা লাইমলাইটে থেকেছেন বলিউড অভিনেত্রী উরফি যাদব। বিতর্ক যেন পিছু ছাড়ে না তাঁর। তবে সেসব নিয়ে আদতেও ভাবিত নন অভিনেত্রী। বরং সংবাদমাধ্যমের সামনে বরাবরই সপাটে জবাব দিতে পছন্দ করেছেন তিনি। এবারও তার ব্যতিক্রম হল না।
আরও শুনুন: বিলকিস বানোর ধর্ষণকারীদের মুক্তিতে চলল মিষ্টি বিতরণ, কী বলছেন বিলকিসের স্বামী?
গত কয়েকদিনে ‘বয়কট’ ট্রেন্ড নিয়ে উত্তাল বলিউড। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়েছে একাধিক হিন্দি সিনেমা। দাবি উঠেছে ছবিগুলিকে বয়কটেরও। সেই তালিকায় রয়েছে আমির খান অভিনীত ‘লাল সিং চড্ডা’ থেকে শুরু করে অক্ষয় কুমার অভিনীত ‘রক্ষাবন্ধন’ ছবিটিও। এ যেন বলিউডের নয়া ট্রেন্ড। এর আগেও বলিউডের একাধিক ছবি রোষের মুখে পড়েছে। কখনও নামকরণ নিয়ে, কখনও ছবির বিষয়বস্তু নিয়ে তো কখনও ছবির পোস্টার বিতর্কে উত্তাল হয়ে উঠেছে দেশ। তবে সেসবকে ছাপিয়ে নতুন ট্রেন্ড নেটিজেনদের ‘বয়কট’ প্রবণতা।
বিষয়টি নিয়ে সম্প্রতি ক্ষোভ জানিয়েছিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। এমনকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে তাঁর নতুন ছবি ‘দোবারা’-র প্রচারে ব্যবহার করেছিলেন এই ট্রেন্ডকে। ছবির মুখ্য চরিত্রে থাকা তাপসী পান্নু থেকে শুরু করে ছবির বহু কলাকুশলীই বয়কট ট্রেন্ডকে ব্যবহার করে ছবির প্রচার করেছেন সোশ্যাল মিডিয়ায়। এমনকী তৈরি করে ফেলেছিলেন নয়া হ্যাশট্যাগেরও।
আরও শুনুন: সদ্যোজাত কন্যাকে জ্যান্ত পুঁতে ফেলা হল মাটিতে , ‘বেটি বঁচাও’-এর উল্টো পথেই কি হাঁটছে দেশ?
তবে এবার সরাসরি বয়কট প্রসঙ্গে মুখ খুললেন উরফি। সংবাদমাধ্যমের সামনে তিনি যা বললেন, তাতে শুধু ‘বয়কট’ ট্রেন্ডের বিরুদ্ধে প্রতিবাদ ছিল না। নাম না-করে সরকারকেও কার্যত এক হাত নিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি গোধরা জেল থেকে ছাড়া পেয়েছে বিলকিস বানো গণধর্ষণকাণ্ডের ১১ জন দোষী। ১৫ অগস্ট তাদের মুক্তি দেয় গুজরাট সরকার। রীতিমতো মালা পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয় ওই ১১ অপরাধীকে। যা নিয়ে কার্যত গর্জে উঠেছে গোটা দেশ। অভিযুক্তদের ফের জেলে ঢোকানোর দাবিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন পর্যন্ত জানিয়েছে মানবাধিকার কর্মী-সহ অন্তত ৬ হাজার সাধারণ মানুষ। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে ‘আজাদি কি অমৃত মহোৎসব’। এমন একটি সময়ে গণধর্ষণকাণ্ডের অপরাধীদের কেন মুক্তি দেওয়া হল, সওয়াল গোটা দেশবাসীর। পদক্ষেপ করা তো দূরের, এর আগেও একাধিক ধর্ষণমামলায় নীরব থাকতে দেখা গিয়েছে সরকার। এদিকে, স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে নারী সুরক্ষা, মহিলাদের সম্মানের মতো বিষয়। এদিকে, বলিউড সিনেমাকে বয়কট করতে মেতে নেটবাসী।
আরও শুনুন: কেউ শিকার গার্হস্থ্য হিংসার তো কেউ পাচারের, নারী নির্যাতন রুখতে একজোট এই ‘গুলাব গ্যাং’
আর সে বিষয়েই নাম না করে এবার নেটিজেনদের তোপ দেগেছেন উরফি। তাঁর বক্তব্য, সিনেমাকে বয়কট করার জন্য যতটা ঔৎসুক নেটদুনিয়া, ধর্ষকদের ক্ষেত্রে কেন দেখা যায় না এই ব্যাপারটা? কেন বয়কট করা হচ্ছে না ধর্ষক বা ওই ধরনের অপরাধীদের? স্পষ্টতই ক্ষোভ ঝরে পড়েছে উরফির গলায়। এই প্রথম নয়, এর আগেও বলিউডের বয়কট ট্রেন্ড নিয়ে মুখ খুলেছিলেন উরফি। উষ্মা প্রকাশ করে বলেছিলেন, “কিছু দেখুন আর না দেখুন, আমাকে দেখতে ভুলবেন না।” উরফির সেই বক্তব্যকে ঘিরেও কম বিতর্ক হয়নি সেবারও। এবার ফের অভিনেত্রীর কথাকে ঘিরে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তাঁকে সমর্থন করলেও সমালোচনাও করেছেন অনেকে। কেউ বা বলেছেন, এই প্রথম বার ঠিক কথা বলেছেন উরফি। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় নয়া ‘হটকেক’ বিতর্কিত অভিনেত্রী উরফি যাদবের বয়কট-মন্তব্য।