টেট পাস না করেই চাকরি! অনুব্রতর মেয়ে সুকন্যার বিরুদ্ধে মামলা। বুধবারই হাজিরার নির্দেশ হাই কোর্টের। বাজেয়াপ্ত অনুব্রতর ১৭ কোটি টাকা। টেট উত্তীর্ণদের ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আইন মেনে দ্রুত জট খোলার আশ্বাস। আলোচনা ইতিবাচক বলেই জানালেন চাকরিপ্রার্থীরা। হেয়ার স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। অবসরের ৩ বছর পরেও মেলেনি পেনশন। অবসাদের কারণেই আত্মহত্যা, দাবি পরিবারের।
হেডলাইন:
আরও শুনুন: 15 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- পরিবারতন্ত্র নিয়ে মোদির তোপ, স্বপ্নের ভারতের কথা জানালেন মমতা
বিস্তারিত খবর:
1. এবার টেট দু্র্নীতিতে নাম জড়াল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের। অভিযোগ, টিচার এলিজিবিটি টেস্ট পাশ না করেও প্রাথমিক শিক্ষকতা করতেন তিনি। কলকাতা হাই কোর্টে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী ফিরদৌস শামিম। আইনজীবীর আরও দাবি, কোনওদিন বিদ্যালয়ে যাননি সুকন্যা। অনুব্রত মণ্ডলের বাড়িতে পাঠানো হত রেজিষ্টার খাতা। বাড়িতে বসেই ওই খাতায় সই করতেন সুকন্যা। অনুব্রতর মেয়ে-সহ আরও ৬ জনের বিরুদ্ধেও হাই কোর্টে মামলা দায়ের হয়। আইনজীবীর দাবি, অনুব্রতর ভাই সুমিত মণ্ডল, আপ্তসহায়ক অর্ক দত্ত, ভাইপো সাত্যকি মণ্ডল, তৃণমূল নেতা ঘনিষ্ঠ কস্তুরী চৌধুরী, সুজিত বাগদিও বেআইনিভাবে চাকরি পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর তিনটের মধ্যে টেট সার্টিফিকেট এবং নিয়োগপত্র-সহ ওই ছ’জনকে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তলবে সাড়া না দিলে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দিয়েছে আদালত। এদিকে, এদিনই সুকন্যার সঙ্গে কথা বলতে অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়িতে যান তদন্তকারীরা। সুকন্যার নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির রয়েছে বলে জানতে পেরেছে সিবিআই। সে নিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে। প্রায় ২ ঘণ্টা জেরার পর সেখান থেকে অনুব্রতের বাড়িতে যান তদন্তকারীরা। তবে তদন্তে সহযোগিতা করতে রাজি হননি সুকন্যা। তিনি জানান, “বাবা হেফাজতে রয়েছেন, সদ্যই মাকে হারিয়েছি। তাই এখন কোনও কথা বলব না।” অন্যদিকে, অনুব্রত মণ্ডল এবং তাঁর আত্মীয়দের নামে থাকা একাধিক ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করেছে সিবিআই। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৯৭ লক্ষ টাকা। একাধিক ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা রাখা ছিল। গরু পাচার মামলায় লেনদেন হওয়া টাকা আত্মীয়দের নামে ফিক্সড করা ছিল বলেই অনুমান তদন্তকারীদের।
2. এসএসসির পরে টেটের জট খুলতেও উদ্যোগী রাজ্য শিক্ষাদপ্তর। বুধবার বিকাশ ভবনে টেট ঊত্তীর্ণদের ৬ প্রতিনিধির সঙ্গে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চাকরির দাবিতে কলকাতার রাস্তায় দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট উত্তীর্ণরা। ১৬ হাজারের বেশি পদে নিয়োগের ব্যবস্থা শুরু করেছিল শিক্ষাদপ্তর। সাড়ে ১১ হাজার পদে নিয়োগ হলেও ৫ হাজার পদ এখনও ফাঁকা। সেইসমস্ত দাবিদাওয়া এদিন শিক্ষামন্ত্রীকে সবিস্তার জানান তাঁরা। বৈঠক শেষে চাকরিপ্রার্থীদের দাবি, ইতিবাচক আলোচনা হয়েছে। দ্রুত চাকরি মেলার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। তবে যতক্ষণ না সকলে নিয়োগপত্র পাচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে বলেও জানিয়ে দিয়েছেন তাঁরা। পরে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী বলেন, আইনের বাইরে যাব না। আইন মেনেই যে নিয়োগ সম্ভব, তা করা হবে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ এদিন বলেন, “নিয়োগ নিয়ে অনেকদিন আগেই মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন। সামান্য কিছু বিষয়ের জন্য তা আটকে ছিল। দ্রুত নিয়োগ সম্পন্ন করার জন্য উদ্যোগ নিয়েছে শিক্ষাদপ্তর।” সোমবার তাঁদের সমস্ত দাবিদাওয়া লিখিত ভাবে সরকারকে জানাবেন চাকরিপ্রার্থীরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।