গরুপাচার মামলায় ধৃত অনুব্রতের স্বাস্থ্যপরীক্ষা। চিকিৎসায় চার সদস্যের মেডিক্যাল বোর্ড। দুর্নীতির প্রতিবাদে ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক বিজেপির। ডিএ দেওয়া নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য। সম্পত্তি বৃদ্ধি মামলায় হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের ৩ মন্ত্রী। নিয়ম ভেঙে বদলি মামলায় নতুন মোড়। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। ফের ব্যাট হাতে ২২ গজে মহারাজ।
হেডলাইন:
আরও শুনুন: 10 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- নিয়োগ দুর্নীতি মামলায় দুই প্রাক্তন SSC কর্তাকে গ্রেপ্তার সিবিআই-এর
বিস্তারিত খবর:
1. গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, শারীরিক পরীক্ষায় বড়সড় কোনও সমস্যা ধরা পড়েনি। তাঁর রক্তচাপও প্রায় স্বাভাবিক। তবে পুরনো অসুস্থতা রয়েছে। শুক্রবার নিজাম প্যালেস থেকে আলিপুরের কম্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। সেখানেই প্রায় দু’ঘণ্টা ধরে চলে তাঁর শারীরিক পরীক্ষা। শ্বাসকষ্ট, বুকে হালকা ব্যথা, স্লিপ অ্যাপনিয়া, মানসিক অবসাদ এবং ফিসচুলার সমস্যা তাঁর বরাবরের। কম্যান্ড হাসপাতালে তাঁর চিকিৎসায় চার সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। মেডিক্যাল বোর্ডে রয়েছেন একজন শল্য চিকিৎসক, একজন কার্ডিওলজিস্ট এবং মেডিসিন বিভাগের চিকিৎসক। রক্তচাপ পরীক্ষা ছাড়াও করা হয়েছে এক্স রে, ইসিজি, থাইরয়েড, ভিটামিন, কোলেস্টেরল এবং পালমোনারি টেস্টের মতো একাধিক পরীক্ষানিরীক্ষা। এদিন সন্ধেয় তাঁকে জেরাও করেন সিবিআই আধিকারিকেরা। নিজাম প্যালেস থেকেই এদিন বিকেলে অনুব্রত মণ্ডল মেয়ের সঙ্গে কথা বলতে চান। সূত্রের খবর, ফোন ধরিয়ে তাঁকে মেয়ের সঙ্গে কথা বলান সিবিআই অফিসাররা। অনুব্রত মণ্ডলের মেয়ে এবং প্রয়াত স্ত্রীর নামে একাধিক সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। ওই সম্পত্তিগুলির উৎসও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, অনুব্রতকে ‘বেডরেস্টে’র পরামর্শ দেওয়া চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর বোলপুরের বাড়িতে এদিন হানা দিয়েছিল সিবিআই। প্রায় তিন ঘণ্টা সেখানে তল্লাশি চালানো হয়। হাসপাতালের সুপারের সঙ্গে তাঁর কথোপকথনের অডিও জোগাড় করতেই তদন্তকারীরা তাঁর বাড়িতে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে ওই চিকিৎসকের বয়ানও রেকর্ড করেছে সিবিআই। বোলপুর হাসপাতালের সুপার ডাঃ বুদ্ধদেব মুর্মুকেও নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
2. রাজ্যজুড়ে দুর্নীতির প্রতিবাদে আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দিল গেরুয়া শিবির। পার্থ-অনুবতর গ্রেপ্তারিকে হাতিয়ার করে বঙ্গ বিজেপি নানা কর্মসূচি নিতে চলেছে তা আগেই ইঙ্গিত দিয়েছিলেন পর্যবেক্ষক সুনীল বনশল। আর তারপরই শুক্রবার ধর্মতলার প্রতিবাদ মঞ্চ থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন অভিযানের ডাক দেন। নবান্ন অভিযানে বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান। তবে বিজেপির নবান্ন অভিযানকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। বিরোধীদের কর্মসূচি মোটেও সফল হবে না, এমনটাই দাবি আত্মবিশ্বাসী রাজ্যসভার তৃণমূল সাংসদ শান্তনু সেনের। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগেরও পালটা দাবি জানিয়েছেন তিনি।
শুনে নিন আজকের বিশেষ বিশেষ খবর।