ডেটিং অ্যাপে সঙ্গিনীর খোঁজ করে থাকেন অনেক ব্যক্তিই। কিন্তু এই যুবক তাঁদের মধ্যে ব্যতিক্রম। ডেটিং অ্যাপে নাম লিখিয়েছেন তিনিও। তবে তা কোনও সঙ্গিনী খোঁজার উদ্দেশ্যে নয়। বরং বোনের মতো কাউকে খুঁজে পেতে চান তিনি। ভাবছেন, এ আবার কী ব্যাপার? তাহলে শুনেই নিন।
প্রেম খুঁজে পাওয়ার সহজ উপায় ডেটিং অ্যাপ। আজ্ঞে হ্যাঁ, ব্যস্ত জীবনের সঙ্গে তাল মিলিয়ে প্রেমও এখন ইনস্ট্যান্ট। হাই-টেকও। তাই এদিক ওদিক খুঁজে সময় নষ্ট করার দরকার নেই, বরং খাতা খুলে ফেলা যাক কোনও ডেটিং অ্যাপে। এমনটা ইদানীং কালে অনেক যুবকেরই মনের কথা। কিন্তু কথাটা হল, এই যুবক ঠিক সেই দলে পড়েন না। হ্যাঁ, ডেটিং অ্যাপে তিনিও নাম লিখিয়েছেন বটে। কিন্তু তার উদ্দেশ্য যে ঠিক কী, সে কথা জানলে বোধহয় ভিরমি খাবেন খোদ অ্যাপনির্মাতারাও। কারণ, বউ নয়, বোন খোঁজার উদ্দেশ্যেই ডেটিং অ্যাপে হানা দিয়েছেন তিনি। পারিবারিক সূত্রে তাঁর কোনও বোন নেই, তাই ডেটিং অ্যাপেই বোন চাই বলে বিজ্ঞপ্তি দিয়েছেন মুম্বইয়ের ওই যুবক।
আরও শুনুন: দেশপ্রেমের বার্তা দিতে অভিনব উদ্যোগ, চোখের মধ্যে জাতীয় পতাকা আঁকলেন ব্যক্তি
ভাবছেন তো, এমনটা আবার হয় নাকি? এ নিশ্চয়ই আজগুবি কাণ্ড! মোটেই না। তাহলে বরং খুলেই বলা যাক।
নিজের যথাযথ পরিচয় আর উদ্দেশ্য জানিয়েই একটি ডেটিং অ্যাপে নিজের নামধাম নথিভুক্ত করেছিলেন ওই ব্যক্তি। ডেটিং অ্যাপে নিজের প্রোফাইলে তিনি স্পষ্টই লিখেছিলেন, তিনি একজন বোন খুঁজছেন, আগামী রাখি উৎসবের সময় যার সঙ্গে ঘোরাফেরা করতে চান তিনি। যেখানে মানুষ প্রেমিক-প্রেমিকা খোঁজে, সেখানে এহেন আরজি দেখে আশ্চর্য হয়েছেন অনেকেই। কিন্তু মজার কথা হল, এমন আবেদন জানিয়ে মোটেই হতাশ হননি ওই যুবক। উলটে একজন নয়, দু-দুজন বোনের খোঁজ তিনি পেয়ে গিয়েছেন ওই ডেটিং অ্যাপ থেকেই। এমনকি আগামী রাখি উপলক্ষে তিনজন মিলে বেড়ানোর প্ল্যানও সেরে ফেলেছেন তাঁরা।
আরও শুনুন: সুডৌল স্তন ছাড়া মিলবে না চাকরি, সংস্থার বিজ্ঞাপনে তুমুল বিতর্ক নেটদুনিয়ায়
কিন্তু ডেটিং অ্যাপে কেন এমন আরজি জানালেন তিনি? এর উত্তরে যুবক জানিয়েছেন, নিজের কোনও বোন না থাকায় ছোট থেকে কখনোই রাখি পরা হয়ে ওঠেনি তাঁর। কিন্তু যখনই তিনি অন্য কাউকে রাখি পরতে দেখেন, তখনই তাঁর ‘ফোমো’ হয় বলে দাবি করেছেন ওই যুবক। এই ‘ফোমো’ কথাটির অর্থ ‘ফিয়ার অব মিসিং আউট’ বা বাদ পড়ে যাওয়ার ভয়। আর সেই কারণেই গত দু’বছর ধরেই রাখির দু’সপ্তাহ আগে থেকে ডেটিং অ্যাপে বোন খুঁজে চলেছেন তিনি। অবশেষে এইবার ভাগ্য সঙ্গ দিল তাঁকে। একের বদলে একজোড়া বোন খুঁজে পেলেন ওই যুবক।