ভারতীয় জাদুঘরের সিআইএসএফ বারাকে সহকর্মীদের লক্ষ্য করে গুলি জওয়ানের। মার্গারেট আলভাকে হারিয়ে উপরাষ্ট্রপতি ভোটে বিপুল জয় জগদীপ ধনকড়ের। স্বাস্থ্যসাথী নিয়ে হয়রানি রুখতে পরামর্শদাতা নিয়োগের সিদ্ধান্ত নবান্নের। ফের প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর। কমনওয়েলথে ইংরেজদের গুঁড়িয়ে দিল ভারতের মহিলা ক্রিকেট দল।
হেডলাইন:
আরও শুনুন: 5 আগস্ট 2022: বিশেষ বিশেষ খবর- ১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা, নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের
বিস্তারিত খবর:
1. খাস কলকাতায় ভরসন্ধেবেলা চলল গুলি। চাঞ্চল্য ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে। শনিবার সন্ধেয় জাদুঘরের সামনের সিআইএসএফ ব্যারাকে হঠাৎই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন জাদুঘরের আরমার ইনচার্জ অর্থাৎ অস্ত্রাগারের দায়িত্বে থাকা এক সিআইএসএফ কর্তা। তাঁকে আটকাতে গিয়ে মৃত্যু হয় সিআইএসএফের এক এএসআইয়ের। জখম আরও এক। দুজনকেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সঙ্কটজনক। সূত্রের খবর, অভিযুক্ত সিআইএসএফ কর্তা বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তাকে বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হন সহকর্মী এএসআই রঞ্জিন সারেঙ্গী। জাদুঘরের পাশেই রয়েছে বিধায়কদের হস্টেল। স্বাভাবিকভাবেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। বন্ধ করে দেওয়া হয় কিড স্ট্রিট। দ্রুত কলকাতা পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে যায়। বুলেট জ্যাকেট পরে সশস্ত্র বাহিনীকে ঢুকতে দেখা যায় সিআইএসএফ ব্যারাকে। দেড় ঘণ্টার অপারেশন শেষে আত্মসমর্পণ করে অভিযুক্ত। তাকে লালবাজারে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
2. দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন জগদীপ ধনকড়। প্রতিপক্ষ মার্গারেট আলভাকে বড় ব্যবধানে হারালেন বাংলার প্রাক্তন রাজ্যপাল। উপরাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজন ছিল ৩৭১টি ভোট। ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট। মোট ভোটের ৭০ শতাংশ। ভোটের নিরিখে বিদায়ী উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুকেও পিছনে ফেলে দিয়েছেন তিনি। তাঁর প্রতিপক্ষ আলভা পেয়েছেন মাত্র ১৮২ ভোট। জয়ের ব্যবধান ৩৪৬। ৭২৫ জন সাংসদ শনিবার জগদীপ এবং মার্গারেটের ভাগ্য নির্ধারণ করেছেন। ভোটদানে বিরত থেকেছেন তৃণমূলের ৩৪ জন সাংসদ। তবে দলের নিষেধ অগ্রাহ্য করে এদিন ভোট দেন শিশির এবং দিব্যেন্দু অধিকারী। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কর্ণপাতও করেননি কাঁথি এবং তমলুকের দুই সাংসদ। বিষয়টি নিয়ে এদিন তোপ দাগেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, “যারা দলের প্রতীকে জিতেছে তাঁদের উচিত দলের নির্দেশে মান্য করা। সেটা যদিও কেউ না করে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।” আগামী ১১ আগস্ট উপরাষ্ট্রপতিপদে শপথ নেবেন বাংলার প্রাক্তন রাজ্যপাল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।