কবি বা লেখককে দেওয়া যাবে না ঘর ভাড়া। এমনই বিজ্ঞাপন দিয়েছেন এক ব্যক্তি। আর তাই নিয়েই শোরগোল পড়েছে নেটদুনিয়ায়। অনেকেই বিজ্ঞাপন দেখে হাসছেন। অনেকে আবার মনে করছেন বিষয়টি যথেষ্ট গুরুতর। কিন্তু কেন এমন বিজ্ঞাপন দিয়েছেন এই ব্যক্তি? আসুন শুনে নেওয়া যাক।
আমাদের চারপাশে অনেকেই এমন আছেন যাঁরা ভাড়া বাড়িতে থাকেন। তাঁরাই জানেন, মনের মতো বাড়ি খুঁজে পাওয়া ঠিক কতটা ঝক্কির কাজ। বাড়ির মালিকের ক্ষেত্রেও নতুন ভাড়াটে খোঁজা এক কঠিন কাজই বটে। সাধের বাড়িতে অন্য একজন থাকবেন, তাই বহু বিষয়েই আগেভাগে থেকেই শর্ত দিয়ে রাখতে হয় মালিকপক্ষকে। তেমনই শর্তের কথা লিখে বিজ্ঞাপন দিয়েছিলেন এক ব্যক্তি। তাঁর একটি এক কামরার ফ্ল্যটের জন্য নতুন ভাড়াটে প্রয়োজন। সেখানেই তিনি শর্ত হিসেবে উল্লেখ করেছেন ‘নো পোয়েটস, নো স্মোকিং’। অর্থাৎ তাঁর শর্ত অনুযায়ী কোনও কবি বা লেখককে ভাড়া দেওয়া যাবেনা।
আরও শুনুন: সুরে সুরে ভাবের খেলা, নির্মলা মিশ্রর গানে দৃশ্যের কোলাজ শ্রোতার অনুভবের আকাশে
বিজ্ঞাপনটির ছবি তুলে টুইট করেন এক ব্যক্তি। যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ ভাইরাল। অনেকেই সেই ছবি শেয়ার করে লিখেছেন নিজেদের মন্তব্য। মজা করে একজন বলেছেন, এই বাড়িতে যিনি ভাড়া থাকবেন তাঁকে যথেষ্ট বিড়ম্বনার শিকার হতে হবে। মালিক যদি একেবারেই কবিদের পছন্দ না করেন, তাহলে কাব্যিক কথাবার্তাও তাঁর অপছন্দই হবে। এবার কোনও সাধারণ ব্যক্তির যদি মাঝরাতে কবিতা পড়তে ইচ্ছা হয় আর সেই কবিতা যদি মালিক শুনতে পান, তাহলে নিশ্চয়ই তিনি রেগে আগুন হয়ে উঠবেন। অন্যজন আবার লিখেছেন, বাড়ির মালিক মনে করেন কবি বা লেখকেরা যথেষ্ট অগছালো ভাবে থাকেন। তাই মালিকের মনে হয়েছে সেরকম কোনও ব্যক্তি তাঁর ঘরে থাকলে ঘরের পরিচর্যা হবে না একেবারেই। অনেকের দাবি বিজ্ঞাপনে দেওয়া নম্বরে ফোন করে সরাসরি মালিককে জিজ্ঞাসা করা হোক, তাঁর এমন অদ্ভুত শর্তের কারণ। যেহেতু বিজ্ঞাপনে ধূমপানে নিষেধাজ্ঞার কথাও লেখা আছে তাই নেটিজেনদের একাংশের বক্তব্য, মালিক বোধহয় যে কবি বা লেখকরা ধূমপান করেন তাঁদের উদ্দেশে এমন বিজ্ঞাপন দিয়েছেন। সব মিলিয়ে, বিজ্ঞাপন প্রকাশ্যে আসা মাত্র বিভিন্নজনের বিভিন্ন মতামত চারিদিকে ছড়িয়ে পড়েছে।
আরও শুনুন: ‘আপনার ফ্লোরে থাকা দরকার’ জ্বরে কাতর তরুণ মজুমদারের পাশে দাঁড়ালেন স্বয়ং সুচিত্রা
একইসঙ্গে উঠে এসেছে আরও একটি প্রশ্ন। কোনও ভাবে লেখাটি ভুল করে ছাপা হয়নি তো? অর্থাৎ মালিক হয়তো লিখতে চেয়েছেন অন্য কিছু, এদিকে লেখার ভুলে তার অর্থ দাঁড়িয়েছে বিভ্রান্তিকর। অনেকে বলছেন ‘নো পেটস’ এর বদলে ভুল করে ‘নো পোয়েটস’ লেখা হয়ে গিয়েছে। অর্থাৎ বাড়ির মালিক কোন পোষ্য রাখতে নিষেধ করেছেন, কবি বা লেখককে নয়। ভাড়া বাড়িতে পোষ্য রাখায় নিষেধ থাকে অনেক জায়গাতেই। তাই এই ভুল ছাপানোর দাবিকেও একেবারেই অগ্রাহ্য করা যাচ্ছে না। তবে আসল ঘটনা যাই হোক না কেন নেটদুনিয়ার কাছে এই বিজ্ঞাপন যে বেশ হাসির রোল তুলেছে, তা নানা মন্তব্যের দিকে চোখ রাখলেই বেশ বোঝা যায়।