TET দুর্নীতিতেও নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি-র সিজার লিস্ট প্রকাশ্যে আসায় মিলল ইঙ্গিত। বাদল অধিবেশনে চলতি সপ্তাহে সাসপেন্ড ১৯ সাংসদ। তালিকায় তৃণমূলের ৭ সাংসদও। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ফের পদক্ষেপ ইডি-র। এবার তলব তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। কমনওয়েলথ গেমসে চোটের কারণে ছিটকে গেলেন নীরজ চোপড়া।
হেডলাইন:
আরও শুনুন: 25 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- দুর্নীতিতে সমর্থন নয়, পার্থর গ্রেপ্তারির পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
বিস্তারিত খবর:
1. এসএসসি দুর্নীতির পাশাপাশি এবার টেট দুর্নীতিতেও নাম জড়াল পার্থ চট্টোপাধ্যায়ের। ইডি-র সিজার লিস্ট প্রকাশ্যে আসার পরই বাড়ল এই জল্পনা। সিজার লিস্টের ১৫ নম্বরে উল্লেখ রয়েছে টেট সংক্রান্ত নথির। যার মধ্যে রয়েছে- ২০১২ সালের টেট উত্তীর্ণদের নামের সংশোধিত তালিকা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতির নোট, কোন শিক্ষক-শিক্ষিকাকে কোথায় পোস্টিং দেওয়া হবে সেই সংক্রান্ত নথি এবং স্কুল সার্ভিস কমিশনের কমিটি সংক্রান্ত নথিও। এছাড়াও পার্থর বাড়ি থেকে মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে সাতটি দলিল উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ‘ইচ্ছে এন্টারটেইনমেন্টে’র ৫টি দলিল। এই এন্টারটেইনমেন্ট সংস্থার মালিক কে, তা খতিয়ে দেখা হচ্ছে। পার্থর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিতে দেখা গিয়েছে, অর্পিতার নামেও একটি সংস্থা রয়েছে। সেই সংস্থার আয়-ব্যায়ের হিসেব ইডি খতিয়ে দেখবে বলেই জানা গিয়েছে। এছাড়াও বেশকিছু অ্যাডমিট কার্ড, বদলি সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। জানা যাচ্ছে, রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে একটি হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। সেখানে কী কী তথ্য রয়েছে, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
2. বাদল অধিবেশনে চলতি সপ্তাহে সাসপেন্ড করা হল ১৯ সাংসদকে। তাঁদের মধ্যে আছেন ৭ তৃণমূল সাংসদও। মূল্যবৃদ্ধি, টাকার দামের পতনের মতো ইস্যু নিয়ে সরব হতেই নেমে এল সাসপেনশনের কোপ। তৃণমূল সাংসদদের পাশাপাশি এই তালিকায় আছেন ডিএমকে ও বাম সাংসদরাও। বাদল অধিবেশনের আগে সংসদ চত্বরে ধরনা, বিক্ষোভ কর্মসূচি করা যাবে না বলে কার্যত ‘ফতোয়া’ জারি করা হয়েছিল। কিন্তু বিরোধীরা হেলায় তা উড়িয়েছেন। সংসদ অধিবেশনের শুরুর দিনই নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর উপর জিএসটি (GST) বসানোর প্রতিবাদে রাহুল গান্ধীর নেতৃত্বে পোস্টার হাতে বিক্ষোভ দেখিয়েছিলেন সাংসদরা। শামিল ছিলেন তৃণমূলের একাধিক সাংসদও। গতকাল অর্থাৎ সোমবার সংসদ চত্বরে ধরনা দেওয়ায় লোকসভার ৪ কংগ্রেস সাংসদকেও সাসপেন্ড করেন স্পিকার। চলতি বাদল অধিবেশনে আর অংশ নিতে পারবেন না তাঁরা। এবার সাসপেন্ড হলেন রাজ্যসভার ১৯ জন বিরোধী সাংসদ। সাসপেনশনের বিরুদ্ধে সরব হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এই সাসপেনশনে সংসদের পবিত্রতার সঙ্গেই আপস করা বলে জানিয়েছে তৃণমূল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।