দ্রুত তদন্ত শেষ হোক এসএসসি দুর্নীতি মামলার। ইডি-র কাছে নির্দিষ্ট সময়সীমা দাবি তৃণমূলের। কেন তদন্তের মুখে নন শুভেন্দু, প্রশ্ন কুণালের। ‘কোনও রাজনৈতিক দলের যুক্ত নই’, দাবি ধৃত অর্পিতার। পার্থ ঘনিষ্ঠকে একদিনের ইডি হেফাজতের নির্দেশ। প্রকাশিত হল ISC দ্বাদশের ফলাফল। পাশের হার ৯৯.৩৮ শতাংশ। প্রথম স্থানে ১৮ জন পড়ুয়া, ৬ জনই বাংলার। সাফল্যের নিরিখে বাজিমাত ছাত্রীদের। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো নীরজ চোপড়ার।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. এসএসসি দুর্নীতি মামলায় দ্রুত তদন্ত শেষ করার আরজি জানাল তৃণমূল। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পরেই এ ব্যাপারে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত শেষ করে দোষীদের চিহ্নিত করার আবেদন জানানো হল। রবিবার দলের তরফে রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ”একমাস, দু’মাসের মধ্যে এই তদন্ত শেষ করতে হবে। দোষীদের খুঁজে বের করতে হবে। সেক্ষেত্রে তৃণমূলও দলীয়ভাবে নিজেদের কাজ করতে পারবে।” শনিবারই তিনি এই ইঙ্গিত দিয়ে বলেছিলেন, “আদালতে চার্জশিট পেশ করে কারা দোষী, তা দ্রুত প্রমাণিত হোক। দলের তরফেও বলা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় যদি সত্যিই দোষী প্রমাণিত হন, তাহলে দল যথাযথ ব্যবস্থা নিশ্চয়ই নেবে।” রবিবার পুনরায় তদন্তের জন্য নির্দিষ্ট সময়সীমা দাবি করলেন তিনি। পাশাপাশি তাঁর অভিযোগ, “একই দুর্নীতি মামলায় তদন্তের জন্য ফিরহাদ হাকিমকে সিবিআই গ্রেপ্তার করে জেলে নিয়ে যেতে পারে, কিন্তু শুভেন্দু অধিকারীকে কোনও তদন্তের মুখেই পড়তে হচ্ছে না।” রাজনৈতিক মহলের ধারণা, দুর্নীতি ইস্যুতে এ-রাজ্যের বিরোধীরা অনেকটা অক্সিজেন পেতে পারে। সেই নিরিখেই সাবধানী অবস্থান শাসকদলের। তদন্ত দ্রুত শেষ হলে, দলও দ্রুত পরবরতী পদক্ষেপ করতে পারে। তাই শাসকদলের তরফে এই আরজি বলেই মত ওয়াকিবহাল মহলের।
2. এসএসসি দুর্নীতি মামলায় ধৃত অর্পিতা মুখোপাধ্যায়কে রবিবার তোলা হল ব্যাঙ্কশাল আদালতে। তাঁর বাড়ি থেকে শনিবার প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করে ইডি, যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অর্পিতা অবশ্য জানিয়েছেন, রাজনৈতিক ভাবে তিনি কোনও দলের সঙ্গেই যুক্ত নন। একই দাবি ছিল তৃণমূলেরও। ধৃত অর্পিতার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে একাধিক বার দাবি করেছিল তৃণমূল নেতৃত্ব। রবিবার অর্পিতার মন্তব্যে কার্যত সেই দাবিতেই সিলমোহর পড়ল। রবিবার সকালে তাঁকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার তাঁর দাবি ছিল ফাঁসানো হয়েছে তাঁকে। যদিও এদিন তিনি বলেন, আইনের প্রতি তাঁর পূর্ণ আস্থা আছে। রবিবার তাঁকে আদালতে তোলা হলে, ইডি সওয়ালে জানায়, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতোই এক্ষেত্রে আরও তথ্য উঠে আসবে। অর্থাৎ এই তদন্তে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা আছে তা স্পষ্ট করে দেওয়া হয়। এরপরই অর্পিতার জামিনের আর্জি খারিজ করে দেওয়া হয়। আপাতত অর্পিতাকে একদিনের জন্য হেফাহজতে নিল ইডি। সোমবার সকালে তাঁকে ফের ইডি-র বিশেষ আদালতে পেশ করা হবে। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের এস এস কে এম-এ ভর্তির বিরোধিতা করে হাই কোর্টের দ্বারস্থ হয় ইডি। এই নিয়ে চলে তীব্র বাদানুবাদ। দুর্নীতি মামলায় সোমবার ফের ব্যাঙ্কশাল আদালতেই পেশ করা হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যাওকে। ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।