শিক্ষাক্ষেত্রে রাজ্যের মুকুটে জুড়ল নয়া পালক। কেন্দ্রের বিচারে প্রথম দশে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয়। টুইট করে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। প্রথম মাঙ্কি পক্স রোগীর সন্ধান মিলল দেশে। নয়া নির্দেশিকা ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক। পাউডার, ক্রিম, বডি লোশন ব্যবহারের ক্ষেত্রে জারি সতর্কতা। একদিনে ৩ হাজার ছাড়াল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়িয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণ। দেশে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া শুরু ১৮-ঊর্ধ্বদের।
হেডলাইন:
আরও শুনুন: 14 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- সংসদে শব্দ প্রয়োগেও ‘ফতোয়া’ কেন্দ্রের, সরব বিরোধীরা
আরও শুনুন: 13 জুলাই 2022: বিশেষ বিশেষ খবর- ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে বুস্টার ডোজ কেন্দ্রের
বিস্তারিত খবর:
1. দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় নাম উঠল বাংলার যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের। কেন্দ্রের বিচারে আরও একবার শিক্ষাক্ষেত্রে যোগ্যতার প্রমাণ দিল রাজ্য। শিক্ষাপ্রতিষ্ঠানগুলির কর্তৃপক্ষ এবং পড়ুয়াদের টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে বহুল পরিচিত দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্কেরও জন্ম দিয়েছে জেএনইউ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলি। কিন্তু শুধু আন্দোলনেই নয়, এসব প্রতিষ্ঠান যে শিক্ষাদান ও শিক্ষাগ্রহণেরও আদর্শ পীঠস্থান, তা বোঝা গেল কেন্দ্রীয় র্যাঙ্কিং দেখেই। শুক্রবার NIRF-এর তালিকা প্রকাশের পরই দেখা গেল প্রথম স্থানে রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। দ্বিতীয় ও তৃতীয় স্থানে দুই বিতর্কিত শিক্ষাপ্রতিষ্ঠান– জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানেই রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আর অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তির ক্ষেত্রেও ষষ্ঠ স্থানে রয়েছে আইআইটি, খড়গপুর। দেশের পাঁচটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে কলকাতার প্রতিষ্ঠানটি অর্থাৎ IIM, জোকা। কলেজগুলির মধ্যে প্রথম দশে ঠাঁই পেয়েছে সেন্ট জেভিয়ার্স এবং বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ। সব মিলিয়ে রাজ্যের মুকুটে ফের জুড়ল নয়া পালক।
2. করোনার বাড়বাড়ন্তের মধ্যেই দেশের প্রথম মাঙ্কিপক্স রোগীর সন্ধান মিলেছে কেরলে। আর তারপরই নড়েচড়ে বসল কেন্দ্র। এই রোগ থেকে সুরক্ষিত থাকতে নয়া নির্দেশিকা ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক।
নির্দেশিকা অনুযায়ী, বিদেশফেরত যাত্রীদের থেকে আপাতত দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। বিশেষ করে যাঁদের ত্বকে ক্ষত রয়েছে অথবা গোপনাঙ্গে অ্যালার্জি আছে, তাঁরা যেন কোনওভাবেই বিদেশ থেকে ফেরা ব্যক্তিদের সংস্পর্শে না আসেন। জীবিত কিংবা মৃত বন্য প্রাণী, বিশেষ করে ইঁদুর, কাঠবিড়ালি, বাঁদরের ধারেকাছে ঘেঁষতে বারণ করা হয়েছে কেন্দ্রীয় নির্দেশিকায়। আফ্রিকান পাউডার, ক্রিম কিংবা বডি লোশন ব্যবহারের ক্ষেত্রেও জারি করা হয়েছে কড়া সতর্কতা। সংক্রমিতের বিছানা, আসবাব, বাসনপত্রের সংস্পর্শও এড়িয়ে চলার কথা বলা হয়েছে নির্দেশিকায়। এছাড়া জ্বর হলে অথবা শরীরে অ্যালার্জি দেখা দিলে কিংবা মাঙ্কিপক্সে আক্রান্তের সংস্পর্শে এসে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবিলম্বে। ICMR-এর তরফে জানানো হয়েছে, মাঙ্কিপক্স চিহ্নিত করার ক্ষেত্রে দেশ কতটা প্রস্তুত, তা নিশ্চিত হতেই বিভিন্ন শহরের ১৫টি ল্যাব বেছে নেওয়া হয়েছে। এর জন্য ল্যাব কর্মীদেরও আলাদা করে প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।