বিতর্কের মাঝেই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে।এবার খোদ প্রধানমন্ত্রীর মুখেও কালীবন্দনা। বিতর্কের উল্লেখ না করেই তুললেন দেশবাসীর কালীভক্তির প্রসঙ্গ। সংকটে শ্রীলঙ্কার পাশেই আছে ভারত। আশ্বাস বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।দেশে অব্যাহত করোনা সংক্রমণ।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন ঘিরে তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। আর সেই পরস্থিতি সামাল দিতেই এবার আসরে নামল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। জানানো হল, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই শাখার মেট্রো উদ্বোধনের জন্য কেন্দ্রের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। ইতিমধ্যেই এ রাজ্যে এসেও পড়েছেন তিনি। যদিও বিষয়টি নিয়ে আগেই ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল। কেন্দ্র অসৌজন্যের রাজনীতি করছে বলে তোলা হয়েছে অভিযোগও। জেনেশুনে মুখ্যমন্ত্রীর কলকাতায় অনুপস্থিতির সময়েই কেন্দ্র মেট্রো প্রকল্প উদ্বোধন করতে চাইছে বলেও তোপ দেগেছেন একাধিক তৃণমূল নেতা-মন্ত্রী। এই বিতর্কের আবহেই মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়ে দিলেন, মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম, শিয়ালদহ এলাকার স্থানীয় হিসেবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, মন্ত্রী অরূপ রায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়-সহ শাসক শিবিরের বেশ কয়েকজন বিধায়ক ও সাংসদেরও আমন্ত্রণ থাকছে এই অনুষ্ঠানে। এছাড়াও আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে রাজ্যপাল জগদীপ ধনকড়কেও। অসৌজন্যের রাজনীতি বিতর্ককে ধামাচাপা দিতেই রেলের এমন পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
2. দেশ জুড়ে বিতর্কের মধ্যেই এবার ‘কালী’ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিতর্কের কথা বিন্দুমাত্র উল্লেখ না করেই বুঝিয়ে দিলেন, তিনি এবং গোটা দেশ কালীভক্তিতে সমর্পিত। রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রবিবার ভারচুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তাঁর মুখে শোনা যায় মা কালীর মাহাত্ম্য। প্রধানমন্ত্রী বলেন, “রামকৃষ্ণ পরমহংসদেব মা কালীর চরণে নিজের সর্বস্ব সমর্পণ করেছেন। তিনি বলতেন, এই গোটা ভুবন, চরাচরেই ব্যপ্ত মায়ের চেতনা। এই চেতনাই বাংলার কালীপুজোয় দেখা যায়। এই চেতনাই গোটা ভারতের বিশ্বাসে দেখা যায়।” প্রধানমন্ত্রী জানান, “বিশ্বাস যখন পবিত্র হয়, আদ্যাশক্তি নিজেই আমাদের পথ প্রদর্শন করেন। মা কালীর আশীর্বাদ সবসময় ভারতের সঙ্গে আছে। এই আধ্যাত্মিক শক্তিই আজ ভারতকে বিশ্বকল্যাণের ভাবনায় শক্তি যোগাচ্ছে।” প্রধানমন্ত্রী এই বক্তব্য টুইট করে তৃণমূলকে খোঁচা দিতে ছাড়েননি বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য। তাঁর দাবি, তৃণমূল যেখানে মা কালীকে অপমান করেছে, সেখানে প্রধানমন্ত্রী মা কালীর প্রতি গোটা দেশের ভক্তির কথাই তুলে ধরেছেন।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।