ত্রিপুরা উপনির্বাচনে তিন কেন্দ্রে জয়ী বিজেপি। আগরতলায় বাজিমাত কংগ্রেসের সুদীপ রায় বর্মণের। ভোটের ফলে হতাশ নয় তৃণমূল, বার্তা কুণালের। ১০ বছর পর GTA নির্বাচন পাহাড়ে। উৎসবের মেজাজেই ভোট শিলিগুড়ি মহকুমা পরিষদ-সহ ৬ পুর ওয়ার্ডে। মহারাষ্ট্রে অব্যাহত রাজনৈতিক সংকট। সরকার বাঁচাতে এবার আসরে উদ্ধব-পত্নী রশ্মি।পরিচালক তরুণ মজুমদারের অবস্থা স্থিতিশীল, তবে সংকট কাটেনি।
হেডলাইন:
আরও শুনুন: 25 জুন 2022: বিশেষ বিশেষ খবর- খাস কলকাতায় হাসপাতালের আট তলা থেকে ঝাঁপ, মৃত্যু রোগীর
বিস্তারিত খবর:
১। ত্রিপুরা উপনির্বাচনে তিন কেন্দ্রে জয়ী হল পদ্ম শিবির। রবিবার ভোটগণনার শুরু থেকে ট্রেন্ড স্পষ্ট হয়ে গিয়েছিল। টাউন বড়দোয়ালির ভোটবাক্স খুলতেই এগিয়ে গিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। গণনার শেষ রাউন্ডেও সেই ট্রেন্ড-ই বজায় ছিল। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আশিস সাহাকে হারিয়ে, রাজনৈতিক জীবনে প্রথমবার নির্বাচনে জয়ের স্বাদ পেলেন ডা. মানিক সাহা। অন্য দু’টি কেন্দ্রে যুবরাজ নগর এবং সুরমাতেও জয় পেয়েছেন গেরুয়া শিবিরের প্রার্থীরা। আগরতলা কেন্দ্রে অবশ্য বিজেপির জয়রথ আটকায়, সেখানে সহজ জয় পেলেন কংগ্রেসের সুদীপ রায়বর্মন। ভোটে দারুণ লড়াই করলেও, ফল প্রত্যাশামতো হয়নি তৃণমূলের। চার কেন্দ্রেই চতুর্থ স্থানে ঘাসফুল শিবির। তবে এই ফলাফলকে নেতিবাচক হিসাবে ধরে নিতে নারাজ তৃণমূল নেতৃত্ব। এদিন তৃণমূলের মিডিয়া কো-অর্ডিনেটর কুণাল ঘোষ জানান, ভোটের ফলাফল পর্যালোচনা করছে দলের সর্বভারতীয় নেতৃত্ব। তবে এই ফলাফলের জন্য বিজেপির সন্ত্রাসকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। জানিয়েছেন, সন্ত্রাস ছাপ্পা ভোট সত্ত্বেও অল্প সময়ে তৃণমূল যে ফল পেয়েছে, তাকে কখনই নেতিবাচক হিসাবে চিহ্নিত করা যায় না। ভোটের ফলাফলে তৃণমূল যে হতাশ নয়, তা স্পষ্টই বুঝিয়ে দিয়েছেন কুণাল। একইসঙ্গে আগামী দিনে ত্রিপুরায় যে তৃণমূলের হাত ধরেই সরকার পরিবর্তন হবে, সে ব্যাপারেও আশাবাদী বলে জানিয়েছেন তিনি। ত্রিপুরার পাশাপাশি উত্তরপ্রদেশেও ভাল ফল বিজেপির। অখিলেশের গড়-সহ দুই আসনেই জয় হাসিল করেছে পদ্ম শিবির।
২। এক দশক পর সম্পন্ন হল জিটিএ নির্বাচন। রবিবার ভোট হল শিলিগুড়ি মহকুমা পরিষদ-সহ রাজ্যের ৬ পুরসভার ৬ ওয়ার্ডে। নির্বাচন উপলক্ষে এদিন পাহাড়ে ছিল রীতিমতো উৎসবের মেজাজ। তবে এদিন ভোটদান থেকে বিরত থাকেন বিমল গুরুং। আগেই তিনি এই ভোট নিয়ে আপত্তি জানিয়ে তাঁর অবস্থান স্পষ্ট করেছিলেন। ভোট বয়কট করে সুবাস ঘিসিংয়ের জিএনএলএফও। তবে নির্বাচনে অংশ নিয়েছিলেন গুরুংয়ের একসময়ের ছায়াসঙ্গী অনিত থাপা, বিনয় তামাংরা। এ ছাড়া অংশগ্রহণ করেছেন পাহাড়ের নয়া তারকা হামরো পার্টির অজয় এডওয়ার্ড। জিটিএ-র ৪৫টি আসনের মধ্যে দশটিতে লড়াই করছে তৃণমূল। রয়েছে বাম, কংগ্রেসও। ফলে বর্ষণসিক্ত পাহাড় এক দশক বাদে জিটিএ ভোটে বহুমুখী লড়াইয়ের সাক্ষীই থাকল। পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের ৯ আসন, ৪ পঞ্চায়েত সমিতির ৬৬ আসন এবং ২২ গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসনেও চলল ভোটগ্রহণ। একই সঙ্গে নির্বাচন হল রাজ্যের ৬ পুর ওয়ার্ডেও। সর্বত্রই শান্তির আবহে চলেছে ভোটদান প্রক্রিয়া।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।