চিঠিপত্রের পাট তো কবেই চুকেছে আমাদের। হাতের সামনে খোলা চ্যাটবক্স। মুহূর্তে বার্তা পৌঁছে যায় দূর থেকে দূরান্তে সামান্য আঙুলের খেলায়। চিঠির দেওয়া-নেওয়া না থাকলেও স্মৃতির চিহ্ন হিসেবে থেকে গিয়েছে ডাকঘরগুলি। এর আগে ভাসমান পোস্ট অফিসের কথা শুনেছেন। পৃথিবীর উচ্চতম পোস্ট অফিসও কিন্তু রয়েছে এ দেশেই। কোথায় রয়েছে সেই পোস্ট অফিস, আসুন শুনে নেওয়া যাক।
চিঠি শব্দটার সঙ্গেই যেন লুকিয়ে রয়েছে একগুচ্ছ নস্টালজিয়া আর অপেক্ষার গন্ধ। তবে সেই গন্ধ পেতে আর অপেক্ষা করতে হবে না। শুধু টিকিট কেটে উঠে পড়তে হবে হিমাচল প্রদেশের ট্রেনে। সেখানেই রয়েছে বিশ্বের উচ্চতম পোস্ট অফিস।
আরও শুনুন: চিঠি পাঠাতে শিখতে হবে সাঁতারও, জলের তলায় ঠিকানা এই আশ্চর্য ডাকঘরের
আর সেই পোস্টঅফিসই ইদানীং পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় একটি দেখার জায়গা হয়ে উঠেছে। হবে না-ই বা কেন!এই পোস্টঅফিস দেখতেও যে ভারী বিচিত্র। দূর থেকে দেখলে মনে হবে, পোস্ট অফিস কোথায়! এ যে গোটা একটা ডাকবাক্স। আর সেটাই বিশেষত্ব হিমাচল প্রদেশের স্পিতি জেলার হিকিমের এই পোস্টঅফিসের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৪,৫৬৭ ফুট উঁচুতে অবস্থিত এই পোস্টঅফিসটি হিকিমে রয়েছে ১৯৮৩ সাল থেকে। ভারতের তো বটেই, পৃথিবীরও সবচেয়ে উচ্চতম পোস্ট অফিস এটি।
সম্প্রতি গোটা পোস্টঅফিসটি সংস্কারের দায়িত্ব নেন স্থানীয় প্রশাসন। শুরু হয় নতুন করে সাজিয়ে তোলার পালা। পোস্ট অফিসটিকে সারিয়েসুরিয়ে বানিয়ে তোলা হয়েছে এক্কেবারে ডাকবাক্সের আদলে। নবরূপে সেজে ওঠা পোস্টঅফিসটির উদ্বোধনও সারা হয়ে গিয়েছে অতিসম্প্রতি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন হিমাচল সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল বন্দিতা কল এবং অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার অভিষেক বর্মা। বন্দিতা জানান, এমন ডাকঘর আর দ্বিতীয়টি নেই দেশে। এককথায় বললে এ যেন আশ্চর্য ডাকঘর।
আরও শুনুন: জলের উপর ভাসছে আস্ত ডাকঘর, জানেন কোথায় দেখা মিলবে এর?
স্বাভাবিক ভাবেই পর্যটকদের কাছে ইদানীং অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে হিকিমের এই পোস্ট অফিস। শুধু তাই নয়, পর্যটকেরা এই পোস্ট অফিস থেকে চিঠি পাঠাতে পারেন প্রিয়জনদেরও। পাঠাতে পারেন রংবেরঙের পোস্টকার্ডও। এমনকি পাঠাতে পারেন নিজেকেই। যা মনে করিয়ে দেবে পৃথিবীর উচ্চতম ডাকঘরের স্মৃতি। তেমন ব্যবস্থাই করেছেন পোস্ট অফিস কর্তৃপক্ষ। পর্যটকেরা আসেন, ছবি তোলেন। দেখতে দেখতে জনপ্রিয় সেলফি পয়েন্টও হয়ে উঠেছে এই ডাকঘর। সব মিলিয়ে বলাই যায়, লাংচা পঞ্চায়েতের মুকুটে নতুন পালক যোগ করেছে হিকিমের এই ডাকবাক্সের মতো দেখতে পোস্ট অফিস।