ভাগ্যের চাকা ঘোরে। কিন্তু তা যে এইভাবে ঘুরতে পারে, তা কিন্তু না দেখলে বিশ্বাস করা মুশকিল। লটারি তো অনেকেই কাটেন। তবে ভাগ্যের শিকে ছেড়ে ক-জনের কপালে বলুন তো? তবে এই মহিলার কপালে শুধু ভাগ্যের শিকেই ছেঁড়েনি। ডবল জ্যাকপট জিতে জীবনটাকে আমূল বদলে ফেলেছেন এই মহিলা। কী ভাবে? আসুন, শুনে নেওয়া যাক।
সারা জীবন ধরে কয়েকশো লটারির টিকিট কিনেও একটা টাকাও জেতেননি এমন মানুষ দুনিয়ায় কম নেই। আবার কেউ কেউ এমনও রয়েছেন, যাঁদের উপর ভাগ্যদেবী একটু বেশিই প্রসন্ন। কথায় বলে লটারি অনেকটাই জুয়ার নেশার মতো। এর কোনও শেষ নেই। তবে সবার ক্ষেত্রে এ কথা না-ও ফলতে পারে। যেমন এই মহিলার কথাই ধরুন না। ২০২০ সালে একটি দোকান থেকে হঠাৎই কিনে ফেলেছিলেন লটারির টিকিট। জিততে পারেন এমন আশা ছিল না মোটেও। তবে সে বার ভাগ্যদেবী বেশ প্রসন্ন হয়েছিলেন তাঁর প্রতি। এক লহমায় কোটিপতি হয়ে যান মহিলা। সে বছর লটারি জিতে ঘরে এনেছিলেন ১ কোটি ৯০ লক্ষ টাকার পুরস্কার।
আরও শুনুন: লটারিতে লক্ষ্মীলাভ! দুধ কিনতে বেরিয়ে কোটিপতি হয়ে ফিরলেন যুবক
কথায় বলে অতি লোভে তাঁতী নষ্ট। তবে এই মহিলা সেই প্রবাদকে মিথ্যে প্রমাণ করেই ছেড়েছেন। এক বার লটারি জিতে ফের নিজের ভাগ্যপরীক্ষায় বেড়িয়ে পড়েছিলেন তিনি। কয়েক সপ্তাহ আগে লোভের বশবর্তী হয়ে ফের চলে যান ওই দোকানটিতেই। একই দোকানদারের কাছ থেকে কিনে ফেলেন আরও একটি টিকিট। অনেকেই এসব ব্যাপারে বেশ সংস্কারি হন। একই দোকান, একই দোকানদার এমনকি বিশেষ কোনও জামাকাপড়ের সঙ্গে ভাগ্যের সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করেন অনেকেই। এই মহিলারও তেমন কোনও সংস্কার ছিল কিনা তা অবশ্য জানা যায়নি।
আরও শুনুন: মারাত্মক জুয়ার নেশা! কোভিড খাতের সরকারি অর্থ উড়িয়ে গারদে যুবক
তবে টিকিট কাটার মহিলার সঙ্গে যা হল, তা কিন্তু অবাক করার মতোই। ফের কিসমতের তালা খুলে গেল তাঁর জন্য। আরও একবার লটারি জিতলেন মহিলা। না, দু-একশো টাকা নয়। সাউথ ক্যারোলিনা এডুকেশন লটারি কেটে ফের দেড় কোটি টাকার লটারির শিকে ছিঁড়ল তাঁর ভাগ্যে। শুনতে অবিশ্বাস্য হলেও এক্কেবারে সত্যি। আমেরিকার কলোম্বিয়া শহরের এই মহিলার ক্ষেত্রে ভাগ্যদেবী শুধু প্রসন্ন বললে বোধহয় ভুল বলা হয়। কারণ এই মহিলা সাক্ষাৎ ভাগ্যদেবীর বরপুত্রী। না হলে একই দোকান থেকে পর পর দু’বার এত বড় অঙ্কের অর্থলাভ কীভাবে সম্ভব! ভেবেই চোখ কপালে তুলেছেন নেটিজেনরা।
প্রথম বার লটারি জিতে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন মহিলা। নানা ভাবে জীবনকে উদযাপন করেছেন সেসময়ে। জলের তোড়ে খরচও করেছেন সেই টাকা। তবে এবারে একটু যেন হিসেবী তিনি। আপাতত লটারির টাকা দিয়ে শুধু একটি নতুন বাড়ি কিনতে চান মহিলা। বাকি কথা পরে ভাবা যাবে, জানিয়েছেন মার্কিন ওই তরুণী।