পানিহাটির দই-চিঁড়ের মেলায় মর্মান্তিক দুর্ঘটনা। প্রচণ্ড গরমে মৃত ৩। শোকপ্রকাশ মমতার। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা রাজ্য প্রশাসনের। অশান্তির আঁচে উত্তপ্ত নদিয়া। ব্যাপক ভাঙচুর ট্রেনে, ব্যাহত পরিষেবা। ভুয়ো খবর রুখতে পদক্ষেপ প্রশাসনের। টুইট করে রাজবাসীকে সতর্কবার্তা পুলিশের। অশান্ত বেলডাঙা থানার আইসি বদল করল নবান্ন। নূপুর শর্মার বিরুদ্ধে কাঁথি থানায় দায়ের এফআইআর। আগামী সপ্তাহে প্রকাশিত হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দিনক্ষণ ঘোষণা করল বোর্ড।
হেডলাইন:
আরও শুনুন: 11 জুন 2022: বিশেষ বিশেষ খবর- অশান্তি রুখতে কঠোর রাজ্য প্রশাসন, হাওড়া পুলিশে রদবদল
আরও শুনুন: 10 জুন 2022: বিশেষ বিশেষ খবর- মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া না দিয়ে ফের রেল-রাস্তা অবরোধ হাওড়ায়
বিস্তারিত খবর:
1. উত্তর ২৪ পরগনার পানিহাটিতে দই-চিঁড়ের মেলায় মর্মান্তিক দুর্ঘটনা। রবিবার সকালে মেলায় এসে প্রচণ্ড গরমে মৃত্যু হল তিনজনের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ছাড়াও পরে ঘটনাস্থলে যান আরেক বিধায়ক পার্থ ভৌমিক, সাংসদ সৌগত রায়, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে।
করোনার জন্য গত ২ বছর ধরে বন্ধ ছিল ৫০০ বছরের বেশি প্রাচীন এই মেলা। স্বাভাবিকভাবেই এবছরের দণ্ড মহোৎসব ঘিরে উৎসাহ ছিল অনেক বেশি। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় বাড়তে থাকায় মেলার মধ্যে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। মৃতদের মধ্যে রয়েছেন এক দম্পতি। ৭০ বছরের সুভাষ পাল এবং ৬৫ বছরের শুক্লা পাল ছিলেন বর্ধমানের পূর্বস্থলীর বাসিন্দা। মৃত্যু হয়েছে উত্তর দমদমের বিশরপাড়ার বাসিন্দা ছন্দা দাসেরও। প্রাথমিকভাবে জানা গিয়েছে ২৫ জনের বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করানো হয়েছে। ঘটনার পর অনুষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। দুর্ঘটনার জেরে বন্ধ হয়ে গিয়েছে পানিহাটি থেকে কোন্নগর ফেরি চলাচলও।
2. হজরত মহম্মদকে নিয়ে বিতর্ক কাণ্ডে বাংলায় যাতে আর অশান্তি না ছড়ায়, তার জন্য চূড়ান্ত সতর্ক রাজ্য প্রশাসন। ভুয়ো খবর নিয়ে এদিন রাজ্যবাসীকে টুইটে সতর্ক করেছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। উত্তেজনাপ্রবণ এলাকায় পুলিশি টহলদারির দরুন রবিবার হাওড়া থেকে আর কোনও গণ্ডগোলের খবর মেলেনি।
রাজ্যে কোনোরকম হিংসাত্মক ঘটনা বরদাস্ত করা হবে না বলেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেইমতো দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য প্রশাসন। এদিকে অশান্তিপ্রবণ এলাকায় যেতে গিয়ে রবিবার পুলিশের বাধার মুখে পড়েন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গ্রামীণ হাওড়া এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে, তাই বিজেপি বিধায়ককে ওই এলাকায় না যাওয়ার কথা জানিয়ে সকালেই চিঠি পাঠিয়েছিল কাঁথি থানা। শেষমেশ তমলুকের রাধামণি মোড়ে তাঁর গাড়ি আটকায় পুলিশ। কোলাঘাটেও যেতে দেওয়া হয়নি তাঁকে। গাড়িতে বসেই পুলিশের সঙ্গে বাদানুবাদে জড়ান শুভেন্দু। গোটা ঘটনা নিয়ে রাজ্যপাল ও মুখ্যসচিবের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। অশান্তিতে আরও ইন্ধন জোগাতেই পুলিশি বাধা উপেক্ষা করে বিজেপি নেতারা অশান্ত এলাকায় যাওয়ার চেষ্টা করছেন, অভিযোগ উড়িয়ে পালটা দাবি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। এদিকে রবিবারই অশান্তির আঁচে উত্তপ্ত নদিয়া। বেথুয়াডহরি স্টেশনে রানাঘাট-লালগোলা মেমুতে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা। ঘটনার জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল-ও।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।