তাঁর দরজা থেকে আজ অবধি খালি হাতে ফিরতে হয়নি কাউকেই। যে কোনও রকম কঠিন সাহায্যেই বারবার মসিহা হয়ে উঠেছেন বলিউড এই অভিনেতা। কার কথা বলছি, নিশ্চয়ই বুঝে গিয়েছেন এতক্ষণে। ঠিকই ধরেছেন, আমরা বলছি সোনু সুদের কথাই। দিন কয়েক আগেই বিহারের এক পা হারানো শিশুর পাশে দাঁড়িয়েছিলেন সোনু। এবার আরেকটি শিশুর সাহায্যে হাত বাড়িয়ে দিলেন জনপ্রিয় এই অভিনেতা। কী করেছেন তিনি, আসুন, শুনে নেওয়া যাক।
এক পা হারানো ছোট্ট সীমার জীবন থেকে সমস্ত প্রতিবন্ধকতা দূর করতে এগিয়ে এসেছিলেন সোনু। দুর্ঘটনায় পা খোয়া যাওয়ার পর একটি পায়ের সাহায্যেই কোনও মতে লাফিয়ে লাফিয়ে স্কুলে যেত বিহারের ফতেপুর এলাকার দশ বছরের খুদে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছোট্ট মেয়েটিকে নিজের কাছে ডেকে নেন সোনু। পাঠিয়ে দেন টিকিটও। শেষমেশ তাঁরই তৎপরতায় নতুন জীবন পেয়েছে সীমা। আর এক পায়ে স্কুলে যেতে হয় না তাঁকে এখন। আপাতত কৃত্রিম পায়ের সাহায্যে আর পাঁচটি শিশুর মতোই লাফিয়ে ঝাঁপিয়ে বেড়াচ্ছে সে। সেই ছবি ইতিমধ্যেই ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
আরও শুনুন: কথা রেখেছেন সোনু সুদ, কৃত্রিম পা পেল বিহারের সেই খুদে, এবার সহজ হল স্কুলে যাওয়া
লকডাউনের সময় থেকেই অসুবিধায় পড়া অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু। তাঁদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নীরবে। কাউকে বিপদের দিনে পৌঁছে দিয়েছেন বাড়িতে, কারওর চাষের কষ্ট দেখে পৌঁছে দিয়েছেন ট্র্যাক্টর। সীমার পরে এ বার বিহারেরই অন্য একটু শিশুর কষ্টমোচনে এগিয়ে এলেন সোনু।
জন্মের সময়ই দুটো অতিরিক্ত হাত এবং পা নিয়ে জন্মেছিল আড়াই বছরের ছোট্ট মেয়েটি। পেটের কাছ থেকে অদ্ভুত ভাবে ঝুলতে থাকত সেই অতিরিক্ত অঙ্গগুলি। এদিকে, মেয়ের অস্ত্রোপচার করানোর মতো যথেষ্ট সঙ্গতি নেই তাঁর বাবা মার। সাহায্যের আশায় বহু জায়গায় ঘুরেছেন তাঁরা। বিহারের নওয়াদা জেলা সাব ডিভিশনাল অফিসারেরও দ্বারস্থ হয়েছিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়ায় ছোট্ট মেয়েটির গল্প। সেই পোস্টটি অনেকেই ট্যাগ করে দেন সোনু সুদকে। স্বাভাবিক ভাবেই তা চোখে পড়ে অভিনেতার। এর পরেই টুইট করে সোনু জানান, চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। ওই খুদের চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, ও যাতে খুব শীঘ্র সুস্থ হয়ে যায়।
আরও শুনুন: বোনকে কোলে নিয়েই স্কুলে, খুদের পড়াশোনায় আগ্রহ দেখে শিক্ষার ভার নিলেন মন্ত্রী
ইতিমধ্যেই সোনু সাহায্য পৌঁছে গিয়েছে শিশুটির কাছে। তাঁর অস্ত্রোপচারের সমস্ত ভারই নিজের কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা। সেই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই নেটিজেনদের প্রশংসায় উপচে উঠেছে সোনুর সোশ্যাল মিডিয়ায় দেওয়াল। প্রত্যেকেই তাঁর এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি নেটিজেনরা। আপাতত সকলের শুভকামনায় কবে স্বাভাবিক জীবনে ফেরে বিহারের ওই খুদে, সেদিকেই তাকিয়ে রয়েছে নেটদুনিয়া।