তারকা মানেই তাঁদের জন্ম সোনার চামচ মুখে নিয়ে। এমন একটা বদ্ধমূল ধারণা রয়ে গিয়েছে অনেকের মধ্যেই। তারকাদের তারকা হয়ে ওঠার পিছনে বহু লড়াই সংগ্রামের কথা প্রায়শই শুনি আমরা। তবে সেখানেই যে তাঁদের লড়াই শেষ হয়ে যায়, তেমনটা কিন্তু নয়। খ্যাতির শীর্ষে থেকেও চলতেই থাকে লড়াইটা। তেমন লড়াইয়ের গল্পই সম্প্রতি ভাগ করে নিয়েছেন বলিউড তারকা আর মাধবন। আসুন, শুনে নেওয়া যাক তাঁর সেই গল্পই।
শুধু বলিউড তারকা বললে তাঁকে ভুল বলা হবে। দক্ষিণী ছবির দুনিয়াতেও অন্যতম জনপ্রিয় নাম আর মাধবন। গুরু থেকে শুরু করে থ্রি ইডিয়টস- বিভিন্ন স্বাদের ছবিতেই সমান দক্ষতা দেখিয়েছেন এই অভিনেতা। মন কেড়েছেন ওটিটি প্ল্যাটফর্মেও। তা সত্ত্বেও গত চার বছর ধরে টান পড়েছে তাঁর রুজি রোজগারে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তেমনটাই জানিয়েছেন অভিনেতা।
আরও শুনুন: তামাকজাত পণ্যের বিজ্ঞাপন! এবার আইনি গেরোয় অজয়-শাহরুখ-রণবীর থেকে ‘বিগ বি’
করোনা অতিমারি আমাদের সকলের জীবনেই প্রায় একটা অভিশাপের মতো। কোভিডের দাপটে কেউ হারিয়েছেন প্রিয়জন, কেউ হারিয়েছেন চাকরিবাকরি। সমাজব্যবস্থা থেকে শুরু করে ব্যাক্তিগত জীবন। কোভিড-১৯ বড়সড় পরিবর্তনের সামনে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের। আর তার প্রভাব থেকে বাদ যাননি তারকা থেকে শুরু করে বিভিন্ন শিল্পের সঙ্গে জড়িত থাকা মানুষজন।
মাধবনের জীবনেও করোনা নেমে এসেছিল অভিশাপের মতোই। গত দু-বছরে বছরে একটা টাকাও তিনি রোজগার করেননি বলে জানিয়েছেন অভিনেতা। তাঁর আগেই তিনি সিনেমার কাজে হাত দেন। তবে তার মধ্যেই এসে দাঁড়ায় অতিমারি। বন্ধ হয়ে যায় সিনেমার কাজ। ফলে সেসময়টা বহু শিল্পীর মতোই নিদারুণ অনিশ্চয়তায় দিন কাটাতে হয়েছে মাধবনকেও। সে সময়টায় ওটিটি প্ল্যাটফর্মগুলিই বাঁচিয়ে রেখেছিল তাঁর মতো আরও বহু অভিনেতাকেই, জানিয়েছেন তিনি।
আরও শুনুন: স্ট্রাগল করেই মিলেছে সাফল্য, এই বলি তারকাদের লড়াইয়ের গল্প হার মানায় সিনেমাকেও
খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে মাধবন পরিচালিত ছবি ‘রকেট্রি: দ্য নম্বি এফেক্ট’। ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রাক্তন বিজ্ঞানী নম্বি নারায়ণের জীবন নিয়ে এই ছবি তৈরি করেছেন মাধবন। নাম চরিত্রে রয়েছেন মাধবন নিজেই। সেখানে দেখা যাবে শাহরুখ খানকেও। ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হল সেই ছবি। আগামী ১ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। বেশ কয়েকটি ভাষায় আসতে চলেছে সিনেমাটি। আপাতত সেই ছবির প্রচারেই ব্যস্ত অভিনেতা-পরিচালক মাধবন।
নিজের ছবিটি ঘিরে স্বাভাবিক ভাবেই আশা-উদ্দীপনা তুঙ্গে অভিনেতার। অতিমারির খরা কাটিয়ে ইতিমধ্যেই হলমুখো হতে শুরু করেছে দর্শক। তাঁর এই ছবিটিকেও একই রকম ভাবে আপন করে নেবেন দর্শক, আপাতত এই আশাতেই বুক পাতছেন মাধবন।