জ্ঞানবাপীতে বাধা নেই মুসলমানদের নমাজে। সিল থাকুক শিবলিঙ্গ খুঁজে পাওয়া অংশ। নির্দেশ সুপ্রিম কোর্টের। ১০০ দিনের কাজে বকেয়া নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর। সমস্যা মেটাতে খোঁজ বিকল্প ব্যবস্থার। স্বাস্থ্যসাথী ফেরানো নিয়েও ফের হুঁশিয়ারি মমতার। অভিনেত্রী পল্লবী দে মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়। গ্রেপ্তার প্রেমিক সাগ্নিক। আর্থিক প্রতারণার অভিযোগেই গ্রেপ্তারি।
হেডলাইন:
আরও শুনুন: 16 মে 2022: বিশেষ বিশেষ খবর- জ্ঞানবাপীতে শিবলিঙ্গ মেলার দাবি, সংশ্লিষ্ট অঞ্চল ‘সিল’ করল আদালত
বিস্তারিত খবর:
১। জ্ঞানবাপীতে মুসলমানদের নমাজ পড়ায় কোনও বাধা নেই। তবে যে জায়গায় শিবলিঙ্গ পাওয়া গিয়েছে বলে দাবি উঠেছে, সেই অংশটি সংরক্ষিত থাকুক। এই সংক্রান্ত মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। মুসলমানদের প্রার্থনায় কোনও বাধা সৃষ্টি না করে, শিবলিঙ্গটিকে রক্ষণাবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসককে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ মে। এদিকে এই সংক্রান্ত অপর মামলায় বারাণসী আদালত মঙ্গলবার বরখাস্ত করল অ্যাডভোকেট কমিশনার অজয় মিশ্রকে। তাঁর জায়গা নেবেন বিশাল সিং। ভিডিও সমীক্ষার তথ্য সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দেওয়ার কারণেই দায়িত্ব হারালেন অজয়।
কাশীর পাশপাশি মথুরা নিয়েও জল গড়াল আদালতে। মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি লাগোয়া বিতর্কিত শাহি ইদগাহ মসজিদে ভিডিওগ্রাফির দাবিতে মামলা করেছেন মণীশ যাদব, মহেন্দ্রপ্রতাপ সিং ও দীনেশ শর্মা। মামলাকারীদের দাবি, ইদগাহ মসজিদ অবিলম্বে সিল করতে হবে। না হলে সেখানে থাকা প্রত্নতাত্ত্বিক নিদর্শন ক্ষতিগ্রস্ত হবে। তা সরিয়ে ফেলাও হতে পারে। মথুরার আদালত মামলাটি গ্রহণ করেছে। এই মামলার শুনানি হবে আগামী ১ জুলাই।
২। ১০০ দিনের কাজে বকেয়া না মেটানোর জন্য কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন গরিব মানুষের টাকা আটকে রাখা হচ্ছে, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তবে কেন্দ্র টাকা না দিলেও সাধারণ মানুষের পাওনা যে মেটাতে হবে, সে কথা মাথায় রেখেই, সমস্যা সমাধানের নয়া উপায় বাতলেছেন মুখ্যমন্ত্রী। আপাতত এই সমস্যার সমাধানে কয়েকটি দপ্তরের বরাদ্দ অর্থের একাংশ নিয়ে তৈরি হবে ‘ক্রাইসিস ম্যানেজমেন্ট ফান্ড’। এই দপ্তরগুলির মধ্যে রয়েছে পূর্ত, সেচ, কৃষি, পশুপালন এবং পঞ্চায়েত। দপ্তরগুলির নন-টেকনিক্যাল কাজগুলি করা হবে ১০০ দিনের প্রকল্পের মাধ্যমে। আর এই দপ্তরগুলির শ্রমিকদের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে ১০০ দিনের কাজের কর্মীদের। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো নিয়ে আরও একবার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। এর আগেও তিনি এ ব্যাপারে হাসপাতালগুলোকে সতর্ক করেছিলেন। এদিন ফের তিনি জানান, স্বাস্থ্যসাথী কার্ড না-নিলে বাতিল হতে পারে হাসপাতালের লাইসেন্স। স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে থানায় এফআইআর দায়েরেরও নির্দেশ দিয়েছেন তিনি। এ ছাড়া এদিন মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে রাজ্যে সাইকেল হাব তৈরির ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।