শচীন দেববর্মণ , হেমন্ত কুমার থেকে সলিল চৌধুরী কিংবা রাজেশ রোশন, তাবড় সুরস্রষ্টা প্রভাবিত হয়েছেন রবীন্দ্রনাথের গানে। তাঁদের কাজেও পড়েছে সেই ছায়া। রবীন্দ্রজয়ন্তীতে অবগাহন আবহমান সেই সুরের ঝরনাধারায়।
তাঁর সুরের ঝরনাধারায় স্নান করেছেন প্রায় সমস্ত সঙ্গীতপ্রেমী। রবি ঠাকুরের গান, মানুষের একান্ত আশ্রয়। তাঁর সুর আমাদের বন্ধন থেকে নিয়ে যায় মুক্তির দিকে। নিজের গান যে স্থায়ী হবে, এই বিশ্বাসে শেষ অবধি থিতু ছিলেন রবীন্দ্রনাথ। গান তো স্থায়ী হয়েছে বটেই, পরবর্তীকালে বহু সংগীত পরিচালকের সুরের ভিতরও থেকে গিয়েছে রবি ঠাকুরের সুরের ছাপ। কীরকম? আসুন শুনে নেওয়া যাক।