পর্দায় কখনও এদের দেখা গিয়েছে চিকিৎসকের ভূমিকায়। কখনও বা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সোনার মেডেল নিয়ে বেরিয়ে আসতে দেখা গিয়েছে তাঁদের। কেউ সেজেছেন বিজ্ঞানী তো কেউ আবার পাইলট। কিন্তু এঁদের মধ্যে বহু তারকাই কিন্তু বাস্তব জীবনে কলেজের ধারে কাছেও ঘেষেননি। কলেজের ক্লাস থেকে ক্যান্টিন, নির্ভেজাল আড্ডা কিংবা টেবিল বাজিয়ে গান মিস গিয়েছেন কোন কোন তারকা?আসুন শুনে নিই।
পর্দায় যে কোনও চরিত্রকেই বিশ্বাসযোগ্য করে তুলতে এদের জুড়ি মেলা ভার। অভিনয় কিন্তু আদপেই সহজ কাজ নয়। কারণ যেভাবে একটা চরিত্রকে পর্দায় তাঁরা ফুটিয়ে তোলেন, তার জন্য দরকার দারুণ পর্যবেক্ষণ শক্তি ও পরিশ্রমের। আরে সেই শিক্ষাটা কিন্তু পুঁথিগত শিক্ষার থেকে কোনও অংশেই কম নয়।
আর সেই পর্যবেক্ষণ শক্তির জোরেই বোধহয় পর্দায় একের পর এক চরিত্রের সঙ্গে সুবিচার করতে পারেন তাঁরা। সেই অভিনয় ক্ষমতার জোরেই তাঁরা কখনও চিকিৎসক তো কখনও বিমানচালক, কখনও আবার বিজ্ঞানী তো কখনও নেহাতই স্কুলপেরোনো কলেজ পড়ুয়া। তবে আশ্চর্যের কথা জানেন, অভিনয় জগতে আসতে গিয়ে তাঁদের অনেকেই কিন্তু কলেজ যাওয়ার সুযোগ পর্যন্ত পাননি। পর্দায় কলেজ পডুয়ার ভূমিকায় যতই নজর কাড়ুন না তাঁরা বাস্তব জীবনে কিন্তু কলেজের ক্লাস কিংবা ক্লাস ফাঁকি, বন্ধুবান্ধব থেকে কলেজ ক্যান্টিনের রোল-চাউমিন, কোনও কিছুরই স্বাদ পাননি তাঁরা। কোন কোন তারকা রয়েছেন সেই তালিকায়, আসুন শুনে নেওয়া যাক।
আরও শুনুন: ধনে-মানে এসেছে সমৃদ্ধি, কোন দেবতার আরাধনা করে সাফল্য লাভ বলি তারকাদের?
‘পাপা ক্যাহেতে হ্যায় বড়া নাম করেগা’ থেকে শুরু করে ‘থ্রি ইডিয়টসে’র ব়্যাঞ্চো, একাধিক বার পর্দায় কলেজ পড়ুয়ার ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন আমির খান। তবে বাস্তবজীবনে কিন্তু বারো ক্লাসের পরে তাঁর আর পড়াশোনা করা হয়নি। কী করেই বা করতেন, ততদিনে তো তিনি বলিউডের অন্যতম তারকা হয়ে গিয়েছেন।
শুধু বলিউড নয়, হলিউডেও একই রকম সাড়া ফেলে দিয়েছিলেন দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়া। স্কুল শেষ করার পরেই মডেলিং দুনিয়ায় পা রাখেন পিগি চপস। জিতেছিলেন বিশ্বসুন্দরীর খেতাবও। তার পরে অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত আর কলেজে পা রাখা হয়নি তাঁর।
কলেজে যাননি দীপিকা পাডুকোনও। বেশ কম বয়সেই মডেলিং শুরু করেন দীপিকা। বারো ক্লাসের পর কলেজে ভর্তি হলেও অভিনয়ের জন্য তা শেষ করতে পারেননি। পরে দূরশিক্ষায় পড়াশোনা শেষ করার চেষ্টা করলেও শেষপর্যন্ত ব্যর্থ হন। তবে পুঁথিগত পড়াশোনা শেষ না করতে পারলেও বলিউডের অন্যতম গুণী অভিনেত্রীদের অন্যতম দীপিকা।
দীপিকার মতো কলেজে যাওয়া হয়ে ওঠেনি আলিয়ারও। ফিল্মমেকিং নিয়ে পড়াশোনা করার ইচ্ছা ছিল তাঁর। তবে তার আগেই অভিনয় জগতে ব্যস্ত হয়ে পড়েন বলিউডের মিষ্টি এই তারকা।
বলিউডের অন্যতম অ্যাকশন হিরো অক্ষয়কুমার। বরাবরই শরীরচর্চার শখ তাঁর। মার্শাল আর্টস শিখতে গিয়ে মাঝপথেই বিদায় জানিয়েছিলেন পড়াশোনাকে। চলে যান ব্যাঙ্ককে। পরে অবশ্য বি-টাউনে ফিরে আসেন অক্ষয়।
আরও শুনুন: পিতৃদত্ত নাম বদলেই বাজিমাত, চেনা তারকাদের আসল নাম তাহলে কী?
পড়াশোনা শেষ করা হয়নি কঙ্গনা রানাউতেরও। চণ্ডীগড় থেকে স্কুল পাশ করার পরে ডাক্তারি পড়ার ইচ্ছা ছিল তাঁর। তবে ডাক্তারি এনট্র্যান্সে সুযোগ না পেয়ে মডেলিংয়ের দুনিয়ায় আসার সিদ্ধান্ত নেন কঙ্গনা।
কলেজ বা স্কুল, কোনওটারই চৌহদ্দি এড়াননি ক্যাটরিনা কাইফ। স্কুলে না গেলেও বাড়িতে শিক্ষক রেখে পড়াশোনা করানো হয়েছে তাঁকে। আসলে ক্যাটরিনার মা ছিলেন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত। আর তার জন্য প্রায়ই বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে হত তাঁকে। তাই মেয়ের জন্য স্কুলকেই এনে দিয়েছিলেন তিনি ঘরের ভিতরে। খুব কম বয়সে মডেলিংয়ে পা রাখেন ক্যাটরিনাও।
দশম শ্রেণির পরে আর পড়াশোনার ধার মাড়াননি রণবীর কপূরও। তবে নিউইয়র্কে গিয়ে ফিল্মমেকিংয়ের উপর ডিপ্লোমা করেন তিনি। অভিনয়ের জন্য পড়াশোনা ছেড়েছিলেন করিনা কপূরও। প্রথমে ডাক্তারি, পরে আর্কিটেকচার নিয়ে পড়াশোনার ইচ্ছা ছিল ঐশ্বর্য রাই বচ্চনের। তবে তার আগেই ঢুকে পড়েন অভিনয় জগতে। কলেজ শেষ করেননি সল্লুভাইও। এমনকি অভিনয়ের জন্য ক্লাস টেনের পরে পড়াশোনায় দাড়ি টেনেছিলেন অভিনেত্রীও কাজলও। টাইগার শ্রফ বা অর্জুন কপূরের গল্পটাও তেমন আলাদা নয়। তবে পুঁথিগত পড়াশোনা থাক বা না থাক, বাইরের জগত ও জীবন থেকে যে অনেক কিছুই শিখেছেন তাঁরা, তা তো বলাই বাহুল্য। আর নিজেদের কর্মজীবনে সেসবকে দুর্দান্ত ভাবে কাজেও লাগিয়েছেন তাঁরা।