বুধবার রাজ্যে শুরু বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। উপস্থিত থাকবেন ১৪টি দেশের শিল্প-প্রতিনিধিরা। রাজ্যের পাঁচ ধর্ষণ মামলায় পদক্ষেপ আদালতের। তলব করা হল কেস ডায়রি। নির্যাতিতার পরিবার ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ রাজ্যকে। বিচারপতির অনুপস্থিতি নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, আনিসের বাবাকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল আদালত।বেতন বকেয়া সত্ত্বেও পড়ুয়াদের ঢুকতে দিতে হবে স্কুলে। আইনশৃঙ্খলার অজুহাতে বন্ধ নয় স্কুল, নির্দেশ আদালতের।
হেডলাইন:
আরও শুনুন: 17 এপ্রিল 2022: বিশেষ বিশেষ খবর- জনতার অভিযোগ শুনতে নয়া কর্মসূচি তৃণমূলের, শুরু হচ্ছে ‘দিদিকে বলো ২’
বিস্তারিত খবর:
১। বুধবার অর্থাৎ ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। চলবে বৃহস্পতিবার অর্থাৎ ২১ এপ্রিল পর্যন্ত। করোনা আবহ কাটানোর পর দেশের মধ্যে প্রথম এমন সম্মেলন হতে চলেছে বাংলাতেই। ফলত শিল্পপতিদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এবারের সম্মেলন। নিউটাউন বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের বসবে এই সম্মেলনের আসর। এবারের সম্মেলনে সর্ববৃহৎ প্রতিনিধি দল পাঠাচ্ছে ব্রিটেন, যে দলে থাকবেন তাবড় শিল্পপতি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্তারা। দেশের শীর্ষস্তরের শিল্পপতিরা ছাড়াও বিদেশ থেকে লগ্নির প্রস্তাবও ইতিমধ্যেই এসেছে। আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ইটালি ও চিনের প্রতিনিধিরাও মুখিয়ে বাংলায় বিনিয়োগে। এবারের সম্মেলনে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হলেও বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না। তবে সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনে থেকেই আগামী দু-দিন এই সম্মেলনের তত্ত্বাবধান করবেন তিনি। রাজ্যের আশা, আম্বানি ও আদানি গোষ্ঠীর শীর্ষকর্তারা উপস্থিত থাকবেন এই বাণিজ্য সম্মেলনে। এছাড়াও বিজিবিএসে থাকবেন থাকবেন ১৪টি দেশের শিল্পপ্রতিনিধিরা। বিনিয়োগের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও রাজ্যের উন্নয়ন সূচককে সামনে আনছে রাজ্য। তাজপুর সমুদ্র বন্দর ও দেউচা পাচামির কথাও বিশ্বের প্রতিনিধিদের সামনে তুলে ধরতে চায় রাজ্য।
২। দিল্লির জাহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃতদের মধ্যে রয়েছে বাংলার একাধিক বাসিন্দা। হিংসা ছড়ানোর ঘটনায় এখনও পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছে সুখেন সরকার ও সুরেশ সরকারের নামের দুই ব্যক্তি। এছাড়াও এই ঘটনার ‘মাস্টারমাইন্ড’ মহম্মদ আসলামের বঙ্গ-যোগের সন্ধান আগেই মিলেছে। পাশাপাশি আরও দুই অভিযুক্ত সোনু শেখ ও আনসার শেখও হলদিয়ারই বাসিন্দা। জানা গিয়েছে, সোনু ও আনসার হলদিয়ার রীতিমতো ধনী ঘরের সন্তান। পারিবারিক ব্যবসা রয়েছে তাদের। আসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গুলি চালানোর। সে করোনাকালে লকডাউনের সময় হলদিয়াতেই ছিল বলে জানা গিয়েছে। এদিকে অভিযুক্ত সুখেনের স্ত্রী দাবি করেছেন, তাঁর স্বামীর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত জানতে তদন্তে নেমেছে পুলিশের ১৪টি তদন্তকারী দল।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।