দেশের হয়ে ১০০ টেস্ট খেলতে পাড়া যে কোনও তরুণ ক্রিকেটারের কাছেই স্বপ্ন। প্রতিভা থাকা সত্ত্বেও সবাই এই মাইলস্টোন স্পর্শ করতে পারেন না। দরকার হয় সঠিক পরামর্শ বা কোচিং-এর। যাঁরা অভিজ্ঞ, তাঁরা সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে বাজি ধরেন। এবার সেরকমই এক তরুণ ভারতীয় ক্রিকেটারের মধ্যে সেই সম্ভাবনা খুঁজে পেলেন রিকি পন্টিং। কে তিনি? আসুন শুনে নিই।
তাঁকে জহুরি বললে ভুল বলা হয় না। রিকি পন্টিং। নিজের দেশ অস্ট্রেলিয়ার হয়ে যাঁর সাফল্যের খতিয়ান প্রায় অবিশ্বাস্য। ব্যাট হাতে, এবং অধিনায়কত্বের নিরিখে সাফল্যের একের পর এক মাইলস্টোন স্পর্শ করে গোটা বিশ্বকে তাক লাগিয়েছেন পন্টিং। অবসরের পর যখন তিনি কোচ বা মেন্টরের দায়িত্বে, তখনও তাঁর অবদান অনস্বীকার্য। তরুণ ক্রিকেটাররা তাঁর সান্নিধ্য পেয়ে সাধারণ থেকে হয়ে উঠছেন অসাধারণ। পন্টিং-ছোঁয়ায় তাঁদের পারফরমেন্স যাচ্ছে বদলে। সেই পন্টিং যখন থেকে আইপিএল-এর সঙ্গে যুক্ত হয়েছেন, তখন থেকেই ঘষামাজা করছেন ভারতীয় ক্রিকেটারদের। বর্তমান সময়ে যাঁরা সাফল্যের শীর্ষে, তাঁদের অনেকেই পন্টিং-এর ক্লাস করেছেন। হাতে ধরে তাঁদের ভুল শুধরে দিয়েছেন রিকি। এখন তার সুফল পাচ্ছেন সেইসব ভারতীয় ক্রিকেটাররা। এবার এক তরুণ ভারতীয় ক্রিকেটারের মধ্যেই দেশের হয়ে ১০০ টেস্ট খেলার সম্ভাবনা দেখলেন পন্টিং। সেই তরুণ হলেন পৃথ্বী শ।
আরও শুনুন: কামিন্সের প্রশংসায় ‘বড়া পাও’ প্রসঙ্গ, রোহিতকে কি কটাক্ষ? জবাব দিলেন শেহবাগ
তরুণ পৃথ্বীকে নিয়ে ভারতীয় ক্রিকেটেরও স্বপ্ন অনেক। আগামী দিনে দেশকে এগিয়ে নিয়ে যেতে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, তা প্রায় একবাক্যে স্বীকার করে নিয়েছেন প্রাক্তনীরা। মাঝে বেশ কিছুদিন অফ ফর্ম চলছিল পৃথ্বীর। তবু তাঁর ব্যাটে ভরসা হারাননি বিশেষজ্ঞরা। চলতি আইপিএল-এ আবার স্বমিমায় পৃথ্বী। ব্যাট কথা বলছে তাঁর। লখনউ এবং কলকাতার বিরুদ্ধে পরপর হাফ সেঞ্চুরি। যে ব্যাটের উপর ভরসা ভারতীয় ক্রিকেটের, তা নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। আর এই আবহেই পৃথ্বীর হয়ে বড় বাজি ধরলেন পন্টিং। বললেন, দেশের হয়ে একশো টেস্ট খেলার সম্ভাবনা আছে পৃথ্বীর। কেননা, পৃথ্বীর মধ্যে তিনি নিজেরই ছবি খুঁজে পাচ্ছেন। এমনকী পৃথ্বী তাঁর থেকেও বেশি প্রতিভাবান, এমন সম্ভাবনাও উড়িয়ে দেননি অস্ট্রেলিয়ার অন্যতম সফল প্রাক্তন অধিনায়ক।
পৃথ্বীকে বেশ ভালই চেনেন পন্টিং। বিভিন্ন ফ্রাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকার সুবাদে, তরুণ এই ক্রিকেটারকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তাঁর। এর আগেও একাধিকবার তিনি পৃথ্বীর প্রশংসা করেছেন। তিনি তাই চান পৃথ্বীকে এমন একজন ক্রিকেটারে পরিণত করতে, যিনি দেশের হয়ে ১০০ টেস্ট পর্যন্ত খেলতে পারেন। দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করতে পারেন। দারুণ সম্ভাবনা না দেখলে কোনও ক্রিকেটার সম্পর্কে এহেন মন্তব্য করা যায় না। আর কে না জানে, পন্টিং ক্রিকেট দুনিয়ার খাঁটি জহুরি। রত্ন চিনতে তিনি সচরাচর ভুল করেন না। যখন মুম্বইয়ের দায়িত্বে ছিলেন, তখন রোহিত শর্মা নিতান্তই তরুণ। হার্দিক, ক্রুণালদের দেখাই নেই। আজ তাঁদেরই কাঁধে ভারতীয় ক্রিকেটের দায়িত্ব। বলা যায়, জীবনের কোনও না কোনও পর্বে এই তারকা ক্রিকেটাররা পন্টিং-এর পরামর্শ পেয়েছেন, কোচিং-এ উপকৃত হয়েছেন। এবার তাঁর বাজি পৃথ্বী। সম্ভাবনাময় এই তরুণকে ভারতের অন্যতম সেরা ক্রিকেটারে পরিণত করতে চান বলেই জানিয়েছেন পন্টিং। আর পৃথ্বী যে তাঁর স্বপ্ন পূরণ করতে পারবেন, সে ব্যাপারেও যথেষ্ট আশাবাদী বিশ্বক্রিকেটের এই তারকা।