দেশরক্ষা এবং ধর্মপালন। দুই-ই একসঙ্গে পালন করছেন ইউক্রেনের মুসলমান সৈনিকরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান মাসের গুরুত্ব অপরিসিম। তবে, দেশ যখন বিপদে তখন দেশরক্ষাই যেন হয়ে ওঠে ধর্ম। সেই নিদর্শনই সকলের সামনে রাখলেন এই সৈনিকরা। আসুন শুনে নিই।
রুশ আগ্রাসনে বিদ্ধস্ত ইউক্রেন। সম্প্রতি সে দেশের যা ছবি প্রকাশ্যে এসেছে, তাতে শিউরে উঠেছেন বিশ্ববাসী। বুচা শহরের গণহত্যার নিন্দা করেছে গোটা পৃথিবী। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কাউন্সিল বরখাস্ত করেছে রাশিয়াকে। কূটনৈতিক স্তরে চলছে নানা আলোচনা, প্রায় প্রতি মুহূর্তে বদলাচ্ছে আন্তর্জাতিক সমীকরণ। এই যখন বাইরের ছবি, তখন দেশের ভিতর দারুণ সংহতির পরিচয় দিচ্ছেন দেশের নাগরিকরা। সে-দেশের মুসলমান সৈনিকরাও তুলে ধরেছেন অপূর্ব ছবি। রমজান মাসে ধর্মপালনের পাশাপাশি দেশরক্ষার ব্রত পালন করছেন তাঁরা।
আরও শুনুন: রুশ সেনাদের ধর্ষণ থেকে বাঁচতে চুল কেটে ফেলছেন ইউক্রেনের মহিলারা
ইউক্রেনের জনসংখ্যার ১ শতাংশ ইসলাম ধর্মাবলম্বী। এবারের রমজান তাঁদের কাছে চেনা ছবি বয়ে আনেনি। রুশ বোমায় ইতিমধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু শহর। অসংখ্য মানুষ ভিটেমাটি ছেড়ে পাড়ি দিয়েছেন অন্যত্র। কারফিউ জারি শহরে শহরে। এখনও শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। জমায়েতের উপর আক্রমণের ভয় তাড়া করছে প্রতি মুহূর্তে। এই পরিস্থিতিতে রমজান পালন সহজ নয়। যুদ্ধ যেন বদলে দিয়েছে সবকিছুই। পরিস্থিতির এই অসহয়তা মেনেই নিয়েছেন সে দেশের মুসলমান বাসিন্দারা। জনৈক ইমাম তাই বলছেন, পরিস্থিতি বুঝে সবকিছুই পুনর্বিবেচনা করতে হচ্ছে। তবে সর্বময় শক্তির কাছে তাঁরা প্রার্থনা করছেন নিরন্তর। এই পৃথিবীর উপর তাঁর আশীর্বাদ নেমে আসুক, কামনা করছেন তাই-ই। ইউক্রেনবাসী মুসলমানরা জানাচ্ছেন, পরিবার পরিজনের জন্য তো বটেই, সেইসঙ্গে তাঁরা প্রার্থনা করছেন তাঁদের দেশ – ইউক্রেনের জন্যও। যুদ্ধের সময় তাঁরা খুলে রেখেছেন দরজা। ভাগ করে নিচ্ছেন খাবার। আর এর মধ্যেই পালিত হচ্ছে রমজান। যুদ্ধের জন্য দেশবাসীর এই হাতে হাত মিলিয়ে থাকা আর রমজান পালন যেন মিশে গিয়েছে ওতপ্রোত।
আরও শুনুন: বন্ধুত্বের অপূর্ব নিদর্শন! রুশ হানায় নিহত ব্যক্তির পাশে ঠায় বসে রইল পোষা কুকুর
একই কথা মনে করিয়ে দিচ্ছেন সে দেশের মুসলমান সৈনিকরা। সম্প্রতি কিছু ছবি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সেনাপোশাক পরিহিত অবস্থাতেই ইফতার সারছেন সৈনিকরা। ইউক্রেনের বাহিনীর অনেকেই ইসলাম ধর্মাবলম্বী। রুশ আগ্রাসন রুখে দেওয়ার জন্য তাঁরা এককাট্টা। এর মধ্যেই এসেছে রমজান। প্রথাগত নিয়ম পালন তো চলছেই। তবে তার জন্য দেশরক্ষায় কোনও খামতি নেই। এই মুহূর্তে দেশরক্ষাই যে ধর্মপালন, প্রকৃত ব্রত – সে কথা গোটা বিশ্বকেই যেন মনে করিয়ে দিচ্ছেন এই ইউক্রেনীয় মুসলমান সৈনিকরা।
বাকি অংশ শুনে নিন।