নিউইয়র্কের টাইমস স্কোয়ারে ভেসে উঠল ভারতের দুই মেয়ের মুখ। অল্প বয়সেই বেনজির সম্মান পেলেন এই দুই তরুণী। কিন্তু কোন কৃতিত্বের কারণে এহেন সম্মান পেলেন তাঁরা? আসুন, শুনে নেওয়া যাক।
নিউ ইয়র্ক শহরের বিখ্যাত স্থান টাইমস স্কোয়ার। শহরের এই প্রাণকেন্দ্রটিতে সারাদিন ধরে অসংখ্য লোকের আনাগোনা লেগেই থাকে। বিশাল বিশাল বহুতলগুলিতে রয়েছে বিশ্ববাজারের একাধিক প্রধান ব্যবসাকেন্দ্র। ফলে টাইমস স্কোয়ার বিল্ডিং-এর গায়ে লাগানো বিরাট বিলবোর্ডে সারাদিন ধরেই ফুটে ওঠে নামীদামি সংস্থার বিজ্ঞাপন, কিংবা গুরুত্বপূর্ণ কোনও ঘটনার ছবি। আর সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাটিতেই এবার ঠাঁই করে নিলেন দুই ভারতীয় কন্যা। টাইমস স্কোয়ার বিল্ডিং-এর বিলবোর্ডে ফুটে উঠল এ দেশের দুই মেয়ের মুখ। বেনজির এই সম্মান পেয়ে স্বভাবতই আনন্দে আপ্লুত দুই তরুণী।
আরও শুনুন: ভুলবেন না, ৩১ মার্চের মধ্যেই সেরে ফেলুন ব্যাঙ্ক সংক্রান্ত এই জরুরি কাজগুলি
ভাবছেন, কী কারণে এহেন সম্মান পেলেন ওই দুজন? আসছি সে কথাতেই।
জানা গিয়েছে, ওই দুই তরুণীর নাম অংশিকা যাদব এবং যাশিকা ত্যাগী। তাঁরা দুজনেই দেশের আইইটি, তথা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পড়ুয়া। সম্প্রতি আমেরিকার মর্গ্যান স্ট্যানলি ইন্টার্নশিপ-এর জন্য মনোনীত হয়েছেন তাঁরা দুজন। আর সেই কারণেই টাইমস স্কোয়ার বিল্ডিং-এ ছবি দিয়ে সম্মান জানানো হয়েছে দুই সুযোগ্য প্রাপককে। অংশিকা জানিয়েছেন, নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর এই ঘটনা ঘটে। সকালে ও বিকেলে ওই বিখ্যাত বহুতলটির গায়ে ফুটে ওঠে দুই ভারতীয় পড়ুয়ার ছবি।
আরও শুনুন: শুধুমাত্র শব্দ শুনেই জালে পৌঁছল বল, দৃষ্টিহীন কিশোরীর লক্ষ্যভেদে মুগ্ধ নেটদুনিয়া
এই অত্যন্ত সম্মানের ইন্টার্নশিপটি পাওয়ার জন্য গত বছর আবেদন জানিয়েছিলেন আইইটি-র অন্তিম বর্ষের পড়ুয়া অংশিকা। তারপর অনলাইন টেস্ট আর তিন-তিনটি ইন্টারভিউ পেরিয়ে আসে চূড়ান্ত মনোনয়নের পর্ব। অবশেষে ছ-মাসের ওই ইন্টার্নশিপটিতে যোগ দেওয়ার জন্য মনোনীত হন এই দুই ভারতীয় পড়ুয়া। বর্তমানে অংশিকা মুম্বাইতে এবং যাশিকা বেঙ্গালুরুতে কাজ করবেন। শিক্ষানবিশি পর্বে ৮৭,০০০ টাকার বৃত্তি পাবেন তাঁরা। এমন বিশিষ্ট ইন্টার্নশিপটিতে অংশ নিতে পেরে তাঁরা যেমন খুশি হয়েছেন, ততটাই মুগ্ধ হয়ে গিয়েছেন টাইমস স্কোয়ারের সম্মান জানানোর এই বিশেষ ভঙ্গি দেখে। বিশ্বের দরবারে দুই ভারতীয় মেয়ের এহেন সম্মান অর্জনের ঘটনায় উচ্ছ্বসিত তাঁদের ইনস্টিটিউটের অন্যান্যরাও।