‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মুক্তির পর থেকেই বারবার খবরের শিরোনামে বিবেক অগ্নিহোত্রী। আর এবার সরাসরি এফআইআর দায়ের হল তাঁর বিরুদ্ধে। একটি বিতর্কিত মন্তব্যের জেরে বিপাকে পড়লেন বিবেক। আসুন, শুনে নেওয়া যাক।
তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি নিয়ে ইতিমধ্যেই বিতর্কে সরগরম দেশ। অভিযোগ, ছবিতে একটি সম্প্রদায়ের প্রতি বিরুদ্ধ মনোভাবের আভাস দিয়েছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। আর এই বিরোধিতার পিছনে নিছক রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মনে করছেন অনেকে। এই পরিস্থিতিতেই ফের বিতর্কে জড়ালেন বিবেক। এবারও বিতর্কের ইস্যু হয়ে দাঁড়িয়েছে তাঁর সম্প্রদায়ভিত্তিক একটি মন্তব্য। বিতর্কিত মন্তব্যটি করে এবার একেবারে আইনের জালেই জড়িয়ে পড়লেন ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে বলে খবর।
কী করে এহেন বিতর্কে জড়ালেন বিবেক? জানা গিয়েছে, পরিচালককে এহেন বিপাকে ফেলেছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে ভোপালের মানুষ সম্পর্কে একটি অস্বস্তিকর মন্তব্য করেছিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সূত্রে সেই সাক্ষাৎকারের একটি অংশ ছড়িয়ে পড়ে। আর তারপরেই পরিচালকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন একাধিক মানুষ।
ঠিক কী বলেছিলেন বিবেক?
আরও শুনুন: সম্প্রীতির নিদর্শন! ‘বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির’ গড়তে জমি দান মুসলিম পরিবারের
ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভোপালে বেড়ে উঠলেও নিজেকে ভোপালি বলে পরিচয় দিতে রাজি নন তিনি। এর কারণ জানাতে গিয়ে বিবেক দাবি করেছিলেন, ‘ভোপালি’ শব্দটি নাকি অন্যরকম যৌন পছন্দের ইঙ্গিত বহন করে। এরপর সেই ইঙ্গিতটি স্পষ্ট করেও দেন পরিচালক। কেউ যদি নিজেকে ভোপালি বলেন, সাধারণত তার অর্থ বোঝায় যে ওই ব্যক্তি সমকামী- এমনটাই দাবি করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। আর তাঁর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই প্রতিবাদ করেছেন নেটিজেনদের একাংশ। পরিচালক ওনির, যিনি ঘোষিত সমকামী এবং সমকামী মানুষদের মানবাধিকারের দাবিতে সোচ্চার, তিনি এই ধরনের মন্তব্যকে ‘হোমোফোবিক’ বলেই মনে করছেন। এক নেটিজেনের মতে, বহু বছর ভোপালে থাকার পরেও এমন কোনও কথা শোনেননি তিনি। কেবল সমকামী মানুষেরাই নন, বিবেকের এহেন মন্তব্যে রীতিমতো ক্ষুব্ধ ভোপালের নাগরিকেরাও। আর তাঁদেরই একজন এবার পরিচালকের বিরুদ্ধে সরাসরি আইনের দ্বারস্থ হয়েছেন। ভারসোভা থানায় বিবেক অগ্নিহোত্রীর নামে এফআইআর দায়ের করেছেন মুম্বইয়ের সাংবাদিক রোহিত পাণ্ডে। বিবেক ইচ্ছাকৃতভাবে তাঁর স্বভূমিকে অপমান করেছেন, ওই অভিযোগে এমনটাই দাবি করেছেন ভোপালবাসী রোহিত।