বগটুই কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ হাই কোর্টের। যোগীর শপথগ্রহণকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে চাঁদের হাট। জ্বালানীর মূল্যবৃদ্ধি নিয়ে অগ্নিগর্ভ সংসদ। ঝালদা কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। নিহত আনিস খানের গ্রামে ঢোকার পথে বাধা ফিরহাদকে। আইপিএল চলাকালীন সন্ত্রাসবাদী হামলার আশঙ্কা মুম্বইয়ে।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. বগটুই কাণ্ডে সিবিআই তদন্তেরই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। এবার প্রধান বিচারপতির নজরদারিতে চলবে তদন্ত। আপাতত এই তদন্তে সিট আর কোনও পদক্ষেপ করতে পারবে না। সিবিআইয়ের হাতেই তুলে দিতে হবে ধৃতদের। সন্দেহভাজনদেরও নিজেদের হেফাজতেও নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী ৭ এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট হাই কোর্টে জমা দিতে হবে সিবিআইকে।
প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়। শুনানিতে উঠে এসেছিল একাধিক প্রশ্ন। ঘটনার সময় ওই এলাকায় ক’টি মোবাইল ফোন সক্রিয় ছিল? কে বা কারা প্রথম নমুনা সংগ্রহ করেছিল? এফআইআর কপির বয়ান নিয়েও ওঠে প্রশ্ন। শুক্রবার রায়দানের আগে প্রধান বিচারপতি বলেন, “সত্য উদঘাটনের প্রয়োজনীয়তা রয়েছে।” ন্যায়বিচারের স্বার্থে সাধারণ মানুষের আত্মবিশ্বাস বাড়াতে শেষমেশ সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট।
আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছে বাম, কংগ্রেস ও বিজেপি। আদালতের নির্দেশ মেনে নিয়েছে শাসকদল তৃণমূলও। তবে সঠিক তদন্ত না হলে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়েছে ঘাসফুল শিবির।
এদিকে, মূল অভিযুক্ত আনারুলকে শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হলে, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। হাইকোর্টের নির্দেশে শুক্রবার বগটুইতে গিয়েছিলেন ফরেনসিক টিমের আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। অন্যদিকে, ঘটনার তদন্তভার পাওয়ার পরই পুরোদমে কাজ শুরু করেছে সিবিআই। সল্টলেকের সিজিও কমপ্লেক্সে চলে রুদ্ধদ্বার বৈঠকও। শনিবারই বগটুই গ্রামে যেতে পারেন সিবিআই আধিকারিকরা।
2. উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় বার শপথ নিলেন যোগী আদিত্যনাথ। শুক্রবার লখনউয়ে অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথগ্রহণ করেন যোগী আদিত্যনাথ-সহ ৫২ জন মন্ত্রী। অন্যান্য মন্ত্রীদের পাশাপাশি এদিন শপথ নিয়েছেন ৫ জন মহিলা মন্ত্রীও। ভোটে হেরে গেলেও যোগীর ডেপুটি হিসাবে দ্বিতীয় বার শপথ নিলেন কেশব মৌর্য। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ব্রজেশ পাঠকও। সংখ্যালঘু মুখ হিসাবে উত্তরপ্রদেশ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দানিশ আজাদ আনসারি।
এই প্রথম উত্তরপ্রদেশে কোনও মুখ্যমন্ত্রী টানা দু’ বার শপথ নিলেন। বিপুল ভোট পেয়ে উত্তরপ্রদেশে টানা দ্বিতীয়বার সরকার গঠন করেছে বিজেপি। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা সকলেই এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব এবং মায়াবতীকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। এছাড়াও ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির কলাকুশলীরাও উপস্থিত ছিলেন আজকের অনুষ্ঠানে। সব মিলিয়ে যোগীর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।