যুদ্ধের ময়দানে আটকে পড়েছেন বহু ভারতীয় পড়ুয়া। কী রয়েছে তাঁদের ভাগ্যে? ইউক্রেনের পরমাণু কেন্দ্রেও আছড়ে পড়েছে মিসাইল। ন্যাটোর নিউক্লিয়ার কমান্ড তৈরি। রাশিয়ার বিদেশমন্ত্রী আণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন। তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে সময়ের অপেক্ষামাত্র? এই সব নিয়েই বিস্তারিত আলোচনায় মণিশংকর চৌধুরী।
সারা বিশ্ব চাইছে শান্তি ফিরুক। তবুও গোলাগুলি, সংঘর্ষ অব্যাহত ইউক্রেনে। থামানো যাচ্ছে না রুশ বাহিনীকে। থেমে নেই ইউক্রেনও। পালটা মার দিচ্ছে ইউক্রেনের ফৌজও। এহেন পরিস্থিতিতে যুদ্ধের ময়দানে আটকে পড়েছেন বহু ভারতীয় পড়ুয়া। কি রয়েছে তাঁদের ভাগ্যে? আদৌ কি নিরাপদে স্বদেশে ফিরতে পারবেন তাঁরা?
এদিকে, ইউক্রেনের পরমাণু কেন্দ্রে আছড়ে পড়েছে মিসাইল? ন্যাটোর নিউক্লিয়ার কমান্ড তৈরি। রাশিয়ার বিদেশমন্ত্রী আণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন। এবার কি তাহলে শুরু হবে পরমাণু অস্ত্রের তাণ্ডব? তৃতীয় বিশ্বযুদ্ধ কি তবে সময়ের অপেক্ষামাত্র? এই সব নিয়েই বিস্তারিত আলোচনা।