প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। প্রকাশ্যে আনিস খানের ময়নাতদন্তের রিপোর্ট। রিপোর্টের সত্যতা নিয়ে সন্দেহ পরিবারের। ভবানী ভবনে তলব হাওড়া গ্রামীণের পুলিশ সুপারকে। গত ২৪ ঘণ্টায় নিম্নমুখী রাজ্যের কোভিড গ্রাফ। দুর্দান্ত কামব্যাক করে রনজি ম্যাচে জয় বাংলার। বরোদার বিরুদ্ধে নজর কাড়লেন পোড়েল ব্রাদার্স। দুরন্ত পারফরম্যান্স শাহবাজ আহমেদেরও।
হেডলাইন:
বিস্তারিত খবর:
1. শেষ হল দীর্ঘ লড়াই। রবিবার সকালে মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। বয়স হয়েছিল ৭১ বছর। দুঃসংবাদ পাওয়ার পর টুইটে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে দুঃখপ্রকাশ করে সাধন পাণ্ডের পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
মোট ৯ বারের বিধায়ক সাধন পাণ্ডে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কথা মাথায় রেখে প্রতিবারই তাঁকে ক্রেতা-সুরক্ষা দপ্তরের দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ২০২১-এর বিধানসভা ভোটে অসুস্থ শরীরে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। জয়ের পর তাঁকে মন্ত্রিসভায় রাখলেও কোনও দায়িত্ব দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মুম্বইয়ের হাসপাতালে ভরতি করা হয়েছিল প্রবীণ মন্ত্রীকে। নিয়মিত তাঁর খোঁজখবর নিতেন মুখ্যমন্ত্রী। এদিন দলের বর্ষীয়ান সহযোদ্ধার প্রয়াণের খবর পেয়ে শোকার্ত হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সাধন পাণ্ডের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
জানা গিয়েছে, রবিবার রাতে সাধন পাণ্ডের মরদেহ ফিরবে কলকাতায়। রাতে পিস ওয়ার্ল্ডে রাখা হবে। পরদিন সকালে মন্ত্রীর দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাড়িতে। তারপর বিধানসভায় নিয়ে যাওয়া হবে দেহ। সেখানেই শ্রদ্ধাজ্ঞাপন করা হবে। সাধন পাণ্ডের মৃত্যুতে অর্ধদিবস ছুটির ঘোষণা করে রবিবার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার।
2. ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় এবার হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে তলব করা হল ভবানী ভবনে। জেলা পুলিশের কাছে সিআইডি ঘটনার রিপোর্ট চেয়েছে বলেই খবর। এদিকে হাতে এসেছে আনিস খানের ময়নাতদন্তের রিপোর্ট। যার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া আনিস খানের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলা। রবিবার সকালে পুলিশ আনিসের বাড়ির কাছে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ে। জেলা পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন স্থানীয়রা। ময়নাতদন্তের রিপোর্ট প্রভাবিত করতে পারে পুলিশ, এমন আশঙ্কা প্রকাশও করেছিলেন মৃতের পরিবারের সদস্যরা। এসবের মাঝেই রবিবার হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে ভবানী ভবনে তলব করা হয়। এদিন বিকেলে আনিসের মৃত্যু নিয়ে সাংবাদিক বৈঠক করেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়। সেখানে তিনি জানান, তদন্ত চলছে, এখনই কিছু জানানো সম্ভব নয়। পাশাপাশি, ওই রাতে সত্যিই পুলিশ আনিসের বাড়িতে গিয়েছিল কি না, তা নিয়েও কোনও মন্তব্য করেননি তিনি।
এদিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। তাতে আনিসের মাথায় চোট ছিল বলে জানানো হয়েছে। পাশাপাশি, অ্যালকোহলের গন্ধ মিলেছে বলে জানা গিয়েছে। যদিও পেটে অ্যালকোহল ছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। ভিসেরা টেস্টের জন্য নমুনা পাঠানো হয়েছে বলে খবর। তবে পরিবারের দাবি, এই ময়নাতদন্তের রিপোর্ট ভুয়ো। ঘটনার সিবিআই তদন্তের দাবিতে এখনও সরব পরিবারের সদস্যরা।
শুনে নিন বিশেষ বিশেষ খবর।