সদ্য গিয়েছে প্রেমের দিন। যে ফুলের তোড়ায় কালকেও লেগে ছিল প্রিয় মানুষের স্পর্শ, তা বেলা না যেতেই শুকিয়ে একাকার। অথচ কার না ইচ্ছে হয় বলুন তো, ওই ফুল টাটকা থাকুক আরও কয়েকটা দিন। তবে তা আর সব সময় কোথায় সম্ভব হয়! তবে রয়েছে এমন কিছু সহজ টোটকা, যাতে বেশ কয়েকদিন টাটকা থাকবে প্রিয় ফুল। কী ভাবে? আসুন, শুনে নেওয়া যাক।
‘হীরক রাজার দেশে’-র সেই গবেষক বানিয়ে ফেলেছিলেন এমন ফুল, যা ঝরে না, মরে না, আবার পোকাও ধরে না। ৬ মাস তাতে সুগন্ধও বজায় থাকে। তবে সে ফুল আর আপনি পাচ্ছেন কোথায় ! বরং ভ্যালেন্টাইনস ডে-তে প্রিয়জনের থেকে পাওয়া ফুল এক বেলাতেই শুকিয়ে পাংশু।
গাছ থেকে পেড়ে আনার পরে ফুলের আয়ু যে আর বেশিদিন নয়, তা কে না জানে। বন্যেরা তো বরাবরই বনে সুন্দর। কিন্তু ফুল, সে তো ফুলদানিতেও কম সুন্দর নয়। সমস্যা একটাই, তা খুব সহজেই শুকিয়ে যায়। তবে বেশ কয়েকটি সহজ টোটকা জানা থাকলে দু সপ্তাহ পর্যন্ত টাটকা রাখা সম্ভব গাছ থেকে পেড়ে আনা ফুলও। কীভাবে? সেই সুলুক সন্ধানই জানাব আজ আপনাদের।
আরও শুনুন: ফুলেরও আছে নিজস্ব ভাষা, লাল গোলাপ কেন ভালবাসার কথা বলে জানেন?
বাড়িতে তামার কয়েন আছে? থাকলে ফুলদানির জলে ফেলে রাখুন কয়েকটা। তামা আসলে নিজেই একধরনের ফাঙ্গিসাইড। যা ফুলকে ব্যাকটিরিয়া আক্রমণের হাত থেকে বাঁচাবে। ফুলের দোকানেও এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল রাসায়নিক ব্যবহার করা হয় ফুলকে চাঙ্গা রাখতে। ফুলদানিতে ওই তামার কয়েনের সঙ্গে একটা অ্যাসপিরিন ট্যাবলেট ফেলে দিতে পারলে তো সোনায় সোহাগা। অ্যাসপিরিনে অ্যাসিডিক গুণ থাকায় সহজেই ওই জল পরিবাহিত হবে ফুলের মধ্যেও। যা আপনার ফুলকে রাখবে সতেজ।
ফুলদানির জলে সামান্য পরিমাণে ব্লিচ যোগ করুন। ব্যাকটিরিয়া মারতে সাহায্য করে ব্লিচ। তবে পরিমাণে এদিক ওদিক হলে কিন্তু ফুলের পাপড়ি সাদা হতেও বেশি সময় লাগবে না। অনেকে আবার ব্লিচের সঙ্গে সামান্য পরিমাণে লেবুর রস বা ভিনেগার যোগ করেন। তাতে ফুল অনেক দিন পর্যন্ত তরতাজা থাকে।
আরও শুনুন: সকালের চায়ে ভাসছে গোলাপের পাপড়ি… কী করে বানাবেন নানা স্বাদ-বর্ণের ভেষজ চা?
এক চিমটে চিনি রান্নায় স্বাদ বাড়ায়। ফুলদানিতেও এক চিমটে চিনি অনেক দিন পর্যন্ত ফুলকে টাটকা রাখতে সাহায্য করে। কারণ চিনি ফুলেদের পুষ্টি জোগায়। তবে একটা সমস্যাও রয়েছে, পুষ্টি জোগানোর পাশাপাশি ব্যাকটিরিয়াকে বাড়তেও সাহায্য করে এই চিনি। তাই চিনির সঙ্গে অ্যান্টিব্যাকটিরিয়াল কোনও রাসায়নিক কিন্তু দিতে ভুলবেন না।
ব্যাস! এই কয়েকটা জিনিস ব্যবহার করেই দেখুন না! গবেষকের ফুলের মতো ছ’মাস আয়ু না পেলেও দু-এক সপ্তাহ আপনার ফুলদানির ফুল অবিকল থাকতে বাধ্য। সেই সঙ্গে আরও কয়েক দিন চোখের সামনেই রইল প্রিয়জনের প্রীতি উপহারটি। যা আপনাকে সময়ে অসময়ে মনে করিয়ে দেবে, আপনার প্রিয় মানুষটির কাছে আপনি কতখানি জরুরি।